Search Box

Saturday, January 12, 2013

মুছে ফেলুন অপ্রয়োজনীয় ফাইল


নানা কারণে কম্পিউটারে অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। ‘সিস্টেম পিউরিফিকেশন টুল’ নামের সফটওয়্যারের সাহায্যে এক ক্লিকেই অপ্রয়োজনীয় ফাইল মুছতে পারবেন। মাত্র ৭৪ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি পোর্টেবল (বহনযোগ্য) বলে ইনস্টলের ঝামেলা নেই। সফটওয়্যারটি bit.ly/QRxvhQ ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর জিপ ফাইলটি ওপেন করুন। এখন সফটওয়্যারটি ওপেন করে next দিয়ে check all বক্সে টিক চিহ্ন দিন। এরপর Clean বাটনে ক্লিক করলেই সব অপ্রয়োজনীয় ফাইল মুছে যাবে এবং কত পরিমাণ অপ্রয়োজনীয় ফাইল মোছা হয়েছে তার তালিকা দেখা যাবে।

Facebook