Search Box

Sunday, January 20, 2013

সহজে স্ক্রিন শর্ট নিন


ইন্টারনেটে বর্তমানে নানা ধরনের প্রয়োজনীয় ওয়েবসাইট রয়েছে, যেগুলো বেশ কাজের। অনেকে বিভিন্ন ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত সেভ করে রাখতে চান। এ কাজ সহজে করা সম্ভব স্ক্রিন শর্ট রাখার মাধ্যমে। স্ক্রিন শর্ট হচ্ছে পুরো ওয়েবসাইটটি একটি ফাইল, যা হুবহু সেভ করে রাখা যায়। ইন্টারনেটে এ ধরনের স্ক্রিন শর্ট নেওয়ার নানা ধরনের অ্যাপস কিংবা সফটওয়্যার রয়েছে। তবে এসব ছাড়াও কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে সহজে স্ক্রিন শর্ট নেওয়া যায়। এ জন্য প্রথমে যে লেখা বা ডকুমেন্টস ছবি আকারে নিতে চান, সেই ওয়েবসাইট ওপেন করুন। পেজটি ওপেন করে পুরো পাতাটির স্ক্রিন শর্ট নিতে চাইলে F11 চাপুন। দেখবেন পাতাটি পূর্ণাঙ্গ আকারে দেখাবে। এবার এ অবস্থায় কি-বোর্ড থেকে Print Screen Sys Rq নামের কি-টি চাপুন। ল্যাপটপে এই কি PRTSC SYSRQ নামে রয়েছে। এবার Start\Programs\Accessories থেকে Paint খুলুন। এখানে নতুন একটি যে পাতা আসবে Ctrl + V চাপুন। দেখবেন স্ক্রিন শর্ট নেওয়া লেখা বা ডকুমেন্টস চলে আসবে। এবার File থেকে JPEG ফরম্যাটে সেভ করে নিন। এ ছাড়া আপনি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল দিয়েও সেভ করতে পারেন। সে ক্ষেত্রে ওপেন করুন মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, সেখানে Ctrl + V চাপুন, দেখবেন আপনার স্ক্রিন শর্ট নেওয়া লেখা বা ডকুমেন্টসটি হুবহু চলে এসেছে। এবার Ctrl + S চেপে ফাইলটি সেভ করুন। তবে এ ক্ষেত্রে সেভ করার সময় Web Page ফরম্যাট নির্বাচন করে দিন।

Facebook