কম্পিউটার বন্ধ হয়ে যাবে নিজে থেকেই
স্বয়ক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ করতে পারেন খুব সহজেই। এজন্য প্রথমে কাঙ্ক্ষিত সময়টিকে সেকেন্ডে হিসাব করুন। এখানে যেমন ১৫ মিনিট মানে হলো ৯০০ সেকেন্ড। এবার কম্পিউটারের ডেস্কটপে গিয়ে ডান মাউস বাটন ক্লিক করে নিউ থেকে শর্টকাট খুলুন নতুন।
এবার নতুন উইন্ডোতে টেক্সট বক্সে SHUTDOWN-s-t 900 লিখুন। এর পরের সংখ্যাটি হলো, যত সেকেন্ড পর কম্পিউটার বন্ধ (শাটডাউন) করতে চান সেটা। এবার নেক্সটে চাপ দিয়ে, ফিনিশ করে বের হয়ে আসুন।
এখন ডেস্কটপে SHUTDOWN নামে একটি শর্টকাট ফাইল তৈরি হবে। এখন ওই শর্টকাটে ক্লিক করলেই ৯০০ সেকেন্ড অর্থাৎ ১৫ মিনিট পর শাটডাউন হয়ে যাবে আপনার কম্পিউটার।
আপনি চাইলে শর্টকাট তৈরির সময় SHUTDOWN-s-t 900 এ s-এর জায়গায় r লিখলেই যে শর্টকাটটি তৈরি হবে সেটি দিয়ে কম্পিউটার রিস্টার্ট করতে পারবেন নির্দিষ্ট সময় পর।