Search Box

Thursday, January 24, 2013

পেন ড্রাইভ ও মেমোরি কার্ডের তথ্য পুনরুদ্ধার


বিভিন্ন কারণে পেন ড্রাইভ, মেমোরি কার্ড থেকে ফাইল মুছে যায় বা হারিয়ে যায়। পেন ড্রাইভ বা মেমোরি কার্ড থেকে হারানো অডিও, ভিডিও, ছবি ইত্যাদি ফরম্যাটের হারানো ফাইল ইচ্ছে করলে আপনি পুনরুদ্ধার করতে পারেন। Card Recovery নামের সফটওয়্যার দিয়ে এ কাজটি করা যাবে। ৯৫৮ কিলোবাইটের সফটওয়্যারটি http://goo.gl/zoHfH ঠিকানা থেকে নামিয়ে নিন। নামানোর পর জিপ ফাইলটি খুলুন। পিসিতে ইনস্টল করুন এবং এরপর ডেস্কটপ থেকে সফটওয়্যারটির আইকনে দুবার ক্লিক করে খুলুন। এখানে আপনি ইউএসবি পোর্টে মেমোরি কার্ড বা পেন ড্রাইভ প্রবেশ করিয়ে Next এ ক্লিক করুন। এখানে Drive Letter নির্বাচন করুন, Camera Brand and File Type-এ যা পুনরুদ্ধার করতে চান, যেমন— Photos, Movies & Sound ইত্যাদিতে টিক চিহ্ন দিন। পুনরুদ্ধার করা ফাইলগুলো যেখানে রাখতে চান, তা Destination Folder-এ Browse করে দেখিয়ে দিন এবং Next-এ ক্লিক করুন। আপনি এখানে কতটুকু জায়গাকে স্ক্যান করতে চান, তা দেখিয়ে দিতে পারেন। এবার OK করুন Next-এ ক্লিক করুন। স্ক্যান শেষ হলে Next-এ ক্লিক করুন। এখানে OK করুন ও Next-এ ক্লিক করুন। এখানে আপনার মেমোরি অথবা পেন ড্রাইভ স্ক্যান শেষে রিকভার করা ফাইলগুলো সেভ হবে আপনার দেখিয়ে দেওয়া ফোল্ডারে। এভাবে আপনার ফাইলগুলো ফেরত পাবেন।

Facebook