বেশ কটি পিডিএফ ফাইল একসঙ্গে জোড়া লাগাতে www.tiny.cc/mukti ঠিকানা থেকে পোর্টেবল অ্যাপ্লিকেশনটি নামিয়ে নিন। ফাইলটি Install করুন এবং PDF_Split_Merge.exe নামের ফাইলটি চালু করে PDF Merge ট্যাব ক্লিক করুন। এবার Add Files-এ ক্লিক করে সব কটি পিডিএফ ফাইল নির্বাচন করে Start Merge বাটনে ক্লিক করলেই সব ফাইল একত্রে হয়ে যাবে। ইনস্টল করা ছাড়াই এটি ইউএসবি ড্রাইভ থেকেও চালানো যাবে।