উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা অনেকেই এই অপারেটিং সিস্টেমের এরর রিপোর্টিং সিস্টেম নিয়ে বিরক্ত প্রকাশ করেন অনেক সময়। হয়তো কোনো জরুরি কাজ করছেন, এমন সময় এক্সপির এরর রিপোর্ট এসে বারবার কাজে ব্যাঘাত ঘটাতে থাকে। তবে আপনি কি জানেন যে আপনি চাইলে খুব সহজেই এ সমস্যার সমাধান করতে পারেন। কয়েকটি ক্লিকের মাধ্যমে খুব অল্প সময়েই আপনি এই এরর রিপোর্টিং বন্ধ করে দিতে পারেন এক্সপি অপারেটিং সিস্টেমে। এ জন্য আপনাকে প্রথমে My Computer-এ ঢুকে ডান মাউস বাটন ক্লিক করে Properties-এ ঢুকতে হবে। নতুন একটি উইন্ডো আসবে। এখানে ঢুকে Advence ট্যাবে ক্লিক করতে হবে। তাহলে নতুন একটি তালিকা আসবে। তালিকা থেকে এরর রিপোর্টিং বাটনে ক্লিক করতে হবে। তা হলে আরেকটি নতুন উইন্ডো আসবে। এই নতুন উইন্ডোতে ডিসঅ্যাবল এরর রিপোর্টিং লেখা ঘরের পাশে চেক ইন করুন। এবার ওকে করে বেরিয়ে আসুন। তা হলেই আপনার উইন্ডোজ এক্সপিচালিত কম্পিউটারে আর এরর মেসেজ দেখাবে না জরুরি কাজের সময়। আর যদি আবার এরর রিপোর্টিং চালু করতে চান, তা হলে একই পদ্ধতিতে ঢুকে ডিসঅ্যাবল এরর রিপোর্টিংয়ে চেক আউট করুন, তা হলেই হবে।