Search Box

Thursday, January 17, 2013

ব্যাটারির যত্ন নিন


ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়াতে ‘ব্যাটারি কেয়ার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে নিতে পারেন। মাত্র ১.২৮ মেগার ছোট এই সফটওয়্যারটি http://goo.gl/pUvRm ঠিকানা থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি ল্যাপটপে ইনস্টল করুন। খেয়াল করুন, সবার নিচে ডানে টাস্কবারে Battery Care নামে একটি নীল আইকন এসেছে। ওই আইকনে ক্লিক করে Show অপশনে যান। এখান থেকে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি, সিপিইউ এবং হার্ডডিস্কের বর্তমান তাপমাত্রা দেখতে পারবেন এবং সে অনুযায়ী অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে ব্যাটারি রক্ষা করে এর আয়ু দীর্ঘ করতে পারেন। এটি স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি পারফরমেন্স মনিটরিং করবে।

Facebook