Eye protector by SR
সারা দিন ও রাতের বেশীর ভাগ সময় কম্পিউটারের সামনে কাটায় । এতে
আমাদের চোখের মধ্যে অবিরত মনিটরের রশ্মি আসে । বিশেষ করে রাত্রে বেলায় তা
আরো বেশী রকম চোখে রশ্মি আসে । এগুলো কিন্তু চোখের অনেক ক্ষতি করে থাকে ,
এজন্যই একটা সফটওয়্যার দিতেছি যা এই রশ্মির তীব্রতা হ্রাস করবে এতে আপনার
চোখের ক্ষতি অনেকাংশে কমে যাবে । এই লিংক
থেকে নিয়ে নিন । এটা একটা RAR ফাইল । এটার ভেতরে একটা (.exe) ও একটা
(.txt) আছে । এটা ডাউনলোডের পর এক্সট্রাক্ট করুন । এক্সট্রাক্ট করার সময়
পাসওয়ার্ড চেয়ে বসলে পাসওয়ার্ড বক্সে ‘raihangfn’ লেখাটা বসিয়ে OK ক্লিক
করুন । এবার ইনস্টল করুন । এরপর আপনার কম্পিউটারের টাইম জোন ঠিক করে নিন
।কিভাবে টাইম জোন ঠিক করতে হয় তা না জানা থাকলে প্রথমে আপনার পিসির ঘড়িতে
ডাবল ক্লিক করুন । এবার আপনার আপনার সামনে একটা উইন্ডো আসবে ঐ উইন্ডোর মাঝে
Time Zone নামে একটা ট্যাব আসে ঐ ট্যাবে গিয়ে আপনি “GMT +6 Dhaka” সিলেক্ট
করুন এবং Apply এ ক্লিক করুন এবার দেখবেন আপনার পিসির টাইম চেন্জ হয়ে গেছে
। এবার আপনার পিসির টাইমটা ঠিক করে নিন । তাহলেই কাজ শেষ । । ইনস্টল করার
পর আপনার পিসির System Tray তে নতুন আইকন যোগ হবে তাতে মাউস এর Left button
এ ক্লিক করুন । দেখুন এটা ছোট উইন্ডো আসবে সেখানের Change setting লিখার
উপর ক্লিক করুন এবার Set Your Location লেখার নিচের Change বাটনে ক্লিক
করুন এবার ডাউনলোড করা (.txt) ফাইলের লেখাটা লোকেশনের উপর পেস্ট করুন ।
এবার OK বাটনে প্রেস করুন । বাস কাজ শেষ । এছাড়া ইচ্ছেমত আলোকরশ্মির
মাত্রা নির্ধারন করতে পারবেন Adjust your lighting for day and night এই
অপশন দিয়ে । মজার ব্যাপার হল এই সফটওয়্যার অটোমেটিক সময় নির্ধারন করে আপনার
চোখকে হেফাজত করবে। আজ আর না সমস্যা হলে কমেন্ট করবেন ।
=========================================================================