Search Box

Monday, January 14, 2013

কি-বোর্ডে মাউসের ব্যবহার


উইন্ডোজ অপারেটিংসিস্টেমে কি-বোর্ড দিয়েও অনেকসময় মাউসের কাজ করা যায়। কি-বোর্ডে মাউসের ব্যবহার করার জন্য কন্ট্রোলপ্যানেলে যেতে হবে। এরপর Accessibility থেকে Accessibility Options-এ যান।এবার Mouse Optiion-এ ক্লিক করুন।Use Mouse Key অপশনে টিক চিহ্ন দিয়ে OK করুন।

কি-বোর্ডের নাম লক বাটন চালু করে ২ দিয়ে নিচে, ৪ দিয়ে বাঁয়ে, ৬ দিয়ে ডানে ও ৮ দিয়ে ওপরের দিকে কারসর নেওয়া যাবে। ৫ বোতামটি এন্টারের কাজ করবে।নির্দেশ বাতিল করতে হলে একই নিয়মে ইউজ মাউস কি অপশনের টিক চিহ্ন তুলে দিতে হবে।

Facebook