Search Box

Wednesday, January 16, 2013

ফেসবুক তথ্য ব্যাকআপ নিন


ফেসবুকে আপনার বিভিন্ন তথ্য ইচ্ছা করলে ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। অনেক সময়ই ফেসবুকের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায়। এতে করে নিজের অনেক ছবি, তথ্যও হারিয়ে যায়। নিজের গোপনীয় তথ্য, ছবি ব্যাকআপ করে রাখলে এসব তথ্য হারাবে না। তাই ফেসবুকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ব্যাকআপ রেখে দিতে পারেন।

সাধারণত ছবি, ভিডিও, ওয়াল পোস্ট, বার্তা, বন্ধুর তালিকা ইত্যাদি ব্যাকআপ রাখতে প্রথমে Account Settings page-এ যান। এবার এর পাশের Download a copy-এ ক্লিক করুন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর ফেসবুক কর্তৃপক্ষ একটি ই-মেইল পাঠাবে আপনার ই-মেইলে (যে মেইল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে)। তাতে লেখা থাকবে, আপনার তথ্যগুলো নামানো হয়ে গেলে (ডাউনলোড) একটি নোটিফিকেশন পাবেন। আপনার নামানো তথ্যগুলো জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। ফাইলে পাবেন আপনার বৃত্তান্তের তথ্য, ওয়াল পোস্টগুলো, আপনার ও বন্ধুদের ছবি, বন্ধু তালিকা, বার্তা ইত্যাদি। আপনার অ্যাকাউন্টের পূর্ণাঙ্গ ইতিহাস পেতে expanded archive-এ ক্লিক করতে হবে।

Facebook