ইন্টারনেটে ওয়েবসাইট দেখার করার সময় কোনো পেজ যদি পরে দেখার দরকার হয় তাহলে ব্রাউজার থেকে খুব সহজেই সে পেজটি সংরক্ষণ করে রাখা যায় কম্পিউটারে। আবার অনেকে প্রয়োজনীয় অংশের স্ক্রিন শট নিয়ে রাখেন। পুরো ওয়েবসাইটটিই প্রয়োজন হলে সংরক্ষণ করে রাখা যাবে কম্পিউটারে। এবং সেভ করা ওয়েবসাইট পরে অফ লাইনে দেখতে পারবেন সহজেই। এ জন্য আপনাকে একটা ছোট্ট ওয়েবসাইট ইনস্টল করে নিতে হবে কম্পিউটারে। এর নাম এইচটি ট্র্যাক। এর আকার মাত্র ৩.৪ মেগাবাইট। এটি একেবারে বিনা মূল্যে নামিয়ে নেওয়া যাবে http://1b825cc9.linkbucks.com ঠিকানা থেকে। সফটওয়্যারটি ইনস্টল করার পর ইন্টারনেট ব্রাউজার না চালু করে সরাসরি সফটওয়্যার চালু করে ইন্টারফেস থেকে নিচের দিকে নেক্সট লেখা ট্যাবে ক্লিক করুন। তাহলে নতুন একটি উইন্ডো খুলবে। নতুন খোলা উইন্ডোতে প্রজেক্ট নেম ও প্রজেক্ট ক্যাটাগরি লেখা ঘরে ইচ্ছামতো নাম লিখে নেক্সটে ক্লিক করুন। এবার আরেকটি নতুন উইন্ডো খুললে Add URL-এ ক্লিক করলে Insert URL লেখা বক্স আসবে। সেখানে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ঠিকানা লিখে ওকে করুন। সেভ অপশন এলে পছন্দের ফোল্ডার নির্বাচন করে দিন। তাহলেই আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইট পুরোটাই নামানো হয়ে যাবে কম্পিউটারে। ইন্টারনেট সংযোগ ছাড়াই যখন-তখন দেখতে পারবেন সংরক্ষণ করা ওয়েবসাইটটি ইন্টারনেট ব্রাউজারের সাহায্যে।