Search Box

Monday, January 14, 2013

ফেসবুকে বন্ধু তালিকা লুকিয়ে রাখুন


ফেসবুকে ইচ্ছে করলে বন্ধু তালিকা লুকিয়ে রাখতে পারেন। এ জন্য প্রথমে facebook-এ লগ-ইন করুন। এবার আপনার Profile-এ যান এবং তারপর আপনার Friends লিস্টে ক্লিক করুন। এবার ওপরে ডান পাশে থাকা Edit Option-এ ক্লিক করুন। এখানে Who can see your friend list on your timeline লেখা রয়েছে। এখানে ড্রপডাউন থেকে Customize-এ ক্লিক করুন এবং Only Me নির্বাচন করে দিন। এখন আপনি ছাড়া আর কেউ আপনার বন্ধু তালিকা দেখতে পাবে না। এ ছাড়া ইচ্ছা করলে আপনি আপনার বন্ধুদের জন্য শুধু আপনার বন্ধু তালিকা উন্মুক্ত করতে পারেন। এ জন্য একই পদ্ধতিতে গিয়ে Who can see your friend list on your timeline থেকে Customize-এ ক্লিক করুন এবং Only friends নির্বাচন করে দিন। পাশাপাশি যদি নির্দিষ্ট বন্ধুদের দেখাতে চান, তাহলে Except These People-এর টেক্সট বক্সে তাদের নাম নির্বাচন করে দিন। বক্সে নাম লিখলে সে অনুযায়ী নাম দেখাবে এবং তালিকা তৈরি হবে। এভাবে আপনি যে যে বন্ধুকে বা তালিকা ছাড়া কোন বন্ধুকে বন্ধুদের সংখ্যা এবং তালিকা দেখাতে চান না, সেগুলো যোগ করে Ok করুন। এরপর Save Changes বাটনে ক্লিক করে সেভ করুন। তাহলে শুধু তালিকায় যুক্ত থাকা বন্ধুরাই আপনার মোট বন্ধুর সংখ্যা দেখতে পাবে। তবে দুই পদ্ধতিতেই যে কেউ আপনার Mutual Friends-এর সংখ্যা এবং তালিকা দেখতে পারবে।

Facebook