Thursday, December 27, 2012
ওয়েবসাইট দেখার গতি বাড়ান সহজ একটি টিপসের মাধ্যমে (মজিলা ফায়ার ফক্সের গতি বৃদ্ধি - ১০০% কার্যকর !!!)
ওয়েবসাইট দেখার জন্য আমরা বিভিন্ন ব্রাউজার সফট: ব্যবহার করে থাকি যেমন- মজিলা, এক্সপ্লোরার,ওপেরা ইত্যাদি। তবে এর মধ্য মজিলা ফায়ার ফক্সের জনপ্রিয়তা ও ব্যবহারকারী ক্রমেই বৃদ্ধি হতে চলেছে। অপরদিকে একটি সমস্যা হল- ব্যবহারকারী সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সে বড় কোনো ওয়েবপেজ দেখতে চাইলে সেটি খুলতে অনেক ক্ষেত্রে একটু বেশি সময় নেয়। এর কারণ হলো, যদি আপনার কাঙ্ক্ষিত পেজটিতে বেশিসংখ্যক ছবি থাকে, তা হলে তা একে একে ছবিগুলো লোড হয়। আর এ কারণেই বেশি সময় লাগে পুরো ওয়েবপেজ খুলতে
এখন আপনি চাইলে এমন ব্যবস্থা করে দিতে পারেন যে ফায়ারফক্স যখন কোনো পেজ লোড করবে, তখন একই সঙ্গে একাধিক ইমেজ লোড করা শুরু করবে ওই পেজ থেকে, তাহলে সময় কম লাগবে পুরো পেজ আসতে। এ জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে ফায়ারফক্স খুলে এড্রেসবারে গিয়ে about:config লিখে এন্টার করতে হবে। তা হলে একটা সতর্কতামূলক বার্তা আসবে। ওই বার্তাতে I’ll be careful, I promise! লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। তাহলে নতুন পেজ আসবে। নতুন আসা পেজের সার্চ বক্সে pipe lining লিখে সার্চ দিলে সংক্ষিপ্ত একটা তালিকা আসবে
সেই তালিকা থেকে network.http.pipelining-এ দুই ক্লিক করে পাশের false মানকে true করে দিতে হবে। একইভাবে পরের লাইনের network.http.proxy.pipelining-এর পাশের মানটিকেও true করে দিতে হবে। এবারে network.http.pipelining.maxrequests-এর পাশের মান অবশ্যই ৩০-এর ওপরে করে পরিবর্তন করে দিতে হবে। এবার উইন্ডোর ফাঁকা অংশে গিয়ে ডান মাউস বাটন ক্লিক করে New থেকে Integer নির্বাচন করে দিলে নতুন একটি বক্স আসবে। সেখানে nglayout.initialpaint.delay লিখে এন্টার করলে আরেকটি বক্স আসবে। এই বক্সে 0 লিখে ওকে করে বেরিয়ে আসুন
এবার পিসি রিস্টার্ট করে চালু করুন, নেট সংযোগ চালু করে কাজের প্রসেসটি পরীক্ষা করুন। দেখুন অনেকাংশে গতি বৃদ্ধি পেয়েছে। এখানে মজিলার প্রতিটি ভার্সনে উক্ত কাজটি করা যাবে। তবে ফাংশন কম-বেশী থাকতে পারে।