Search Box

Saturday, February 2, 2013

আপনার পিসি অন্য ব্যাবহার কারীর হাত থেকে ১০০% নিশ্চিত করুন।

আপনার নিজের পিসিকে অন্যের হাত থেকে বা অন্য কেউ ব্যাবহার করা থেকে বিরত রাখতে।এক বাক্য সবাই শিখার করবেন সকলেই।ধরুন আপনি জরুরি কাজে বাইরে গেলেন এসময়ে বাসাতে অন্য কেউ এসে শুরু করে দিল… গু…

হ্যাঁ পাঠক বন্দুরা আপনাদের জন্য আজকে এমনি ক্ষুদ্র একটি সফটওয়্যার নিয়ে আসলাম ফুল ভার্সন।

যার মাধ্যমে আপনার পিসি শুধু আপনি ই ব্যাবহার করতে পারবেন অন্য কেউ পারবেনা প্রতিটি প্রোগ্রামকে ব্লক করে রাখতে পারবেন পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড চাড়া কেউ আপনার পিসির কোন প্রোগ্রাম কে ব্যাবহার করতে পারবেন না।

তাহলে এমন একটি মজার সফটওয়্যার আশা করি সকলেই ব্যাবহার করবেন। যদি অন্যের ঘাঁটাঘাঁটি থেকে নিজের পিসি বা সিস্টেম কে হেফাজতে রাখতে চান।

এবার দেখুন কি ভাবে প্রোগ্রাম কে প্রটেক্ট করবেন।

প্রথমে এখানে ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। এবং সিস্টেমে ইন্সটল করে নিন। এবং প্যাঁচ করার আগ পর্যন্ত রান করাবেন না প্রোগ্রাম টি।

সফটওয়্যার টির সাইজ হল মাত্র ১.৫ এমবি সকল অপারেটিং সিস্টেমে সাপোর্ট নেবে।

এবার এখানে ক্লিক করে প্যাঁচ ফাইলটি ডাউনলোড করে নিন।

এবার ছিত্রে দেখুন

যখন প্যাঁচ সম্পূর্ণ হয়ে যাবে এবার ডেস্কটপ থেকে Program Protector আইকনে ক্লিক দিয়ে ওপেন করুন। এবং প্রেস করুন

"Protect Program”

এবার এই ইউন্ডো টি আসবে এখানে ব্রাউসে ক্লিক দিয়ে আপনি কোথায় থেকে প্রোগ্রাম লক করবেন সেটি সিলেক্ট করুন এবং মাঝখানের ঘরে পাসওয়ার্ড বসিয়ে দিন ইচ্ছে মত সব শেষে Protect Program” এ ক্লিক করুন।

কাজ শেষ এবার আপনি যে প্রোগ্রাম টি লক করেছেন সেটি ক্লিক করে দেখুন পাসওয়ার্ড চাঁচ্ছে। পাসওয়ার্ড বিনা কেউ সেই প্রোগ্রাম টি আর এক্সেস করতে পারবেনা সেফ মোডে ও নয়।

এখানে দেখুন আমি ডেস্কটপ থেকে মজিলা ফায়ারফক্সকে প্রটেক্ট করেছি এবং ডেস্কটপে যখন মজিলাকে এক্সেস করতে ক্লিক দিলাম পাসওয়ার্ড চাইতেছে।

আশা করি সব কিছু ক্লিয়ার।


Facebook