Search Box

Thursday, January 17, 2013

ফাইল না নামিয়েই সরাসরি সংরক্ষণ


এই সময়ে অনলাইনে ডিজিটাল তথ্যের ব্যাকআপ রাখার জন্য ড্রপবক্স একটি জনপ্রিয় সেবা। এখানে বিনা মূল্যে একটি অ্যাকাউন্ট খুলে খুব সহজেই ২.৫ গিগাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ করা যায়। কিন্তু ইন্টারনেটের গতি কম থাকার কারণে আপনি ভাবছেন—এমন যদি হতো, কোনো ফাইল অনলাইনে দেখে সেখান থেকে সেটা ড্রপবক্সে রেখে দেওয়া যায়। এটা সম্ভব। এ জন্য আপনাকে প্রথমে www.sidecloudload.com এ ঠিকানায় যেতে হবে। এবারে আপনার ই-মেইল ও পাসওয়ার্ড প্রয়োজন হবে। তারপর সোর্স ইউআরএলে গিয়ে কাঙ্ক্ষিত ফাইলটি ইন্টারনেটে কোথায় আছে, সেটি দেখিয়ে দিতে হবে। এরপর ক্লাউড সার্ভিসে গিয়ে ড্রপবক্স নির্বাচন করে দিন। এবার ই-মেইল ও পাসওয়ার্ড লেখার ঘরে যথাক্রমে ড্রপবক্সের ই-মেইল এবং পাসওয়ার্ড দিন। এর পরের ঘরে ফাইলটির নাম লিখে দিন।

এরপর ড্রপবক্সে কোন ফোল্ডারে রাখতে চান, নতুন ফাইলটি সেটি নির্বাচন করে দিন। যদি কোনো ফোল্ডার নির্বাচন না করেন, সমস্যা নেই। নিজে থেকেই নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। এভাবেই হার্ডডিস্কে কোনো ফাইল ডাউনলোড না করেই সহজেই ড্রপবক্সে অনলাইন ব্যাকআপ রাখতে পারবেন সহজেই। আর বেঁচে যাবে আপনার মূল্যবান সময়।

ড্রপবক্সের ওয়েব ঠিকানা www.dropbox.com।

Facebook