Get Rid Of spam Newsletter!
আমরা প্রায় সবাই গুগল মেইল ব্যাবহার করি। মাজে মাজেই আমরা আমাদের ইমেইল এড্রেসটি newsletter পেতে ইউস করি। একটা সময় দেখা যায় নিউজ লেটার এ আমাদের ইমেইল বক্স ভরে যায়। এত মেইল এর ভিড়ে আসল মেইল গুলো খুজে পাওয়া যায় না! আর এই থেকে মুক্তির জন্য প্রত্যেকটি ওয়েবসাইট থেকে আলাদা আলাদা ভাবে unsubscribe করাটাও একটা জামেলার ব্যাপার। তবে একটা উপায় আছে। কেমন হবে যদি এক ক্লিক এই সব ওয়েবসাইট এর নিউজ লেটার থেকে মুক্তি পান!!?? হুম! সত্যি তাই।
প্রথমেঃ
এই ওয়েবসাইট এ যান। তারপর নিচের স্ক্রীন শট এর মতো ইমেইল অ্যাড্রেস ইনপুট করুন।
তারপর Go তে ক্লিক করুন। এর পর প্লাগ ইন টি তে লগইন করুন। এর পর নিচের ছবিতে দেয়া ধাপ গুলো অনুসরনর করুন।
একটু ওয়েট করুন। লোদিং শেষ হয়ার পর আপনার ইচ্ছা মতো নিউজ লেটার থেকে unsubscribe করুন।
লাল বিন্দুতে ক্লিক করে মুক্তি পান বিরক্তিকর স্প্যাম নিউজ লেটার থেকে!
আসা করি এটা অনেকের উপকারে আসবে!