Search Box

Tuesday, December 11, 2012

কনভার্ট করুন পিডিএফের নির্ধারিত অংশ বা ইমেজকে অন্য যে কোন ফরম্যাটে


আমাদের চাহিদা অনুযায়ী যদি কোন পিডিএফ ফাইল কে অন্য কোন ফরম্যাটে কনভার্ট করতে যাই, সে ক্ষেএে সেটা কে নিজের মত করে কনভার্ট করে নিতে পারিনা আগে বা পিছে তার একটু আধটু লেজ লেগেই থাকে বা থাকতে হয় বিশেষ করে ছবির কথাই বলছি,এক পেইজে যদি ২টি বা তার চেয়ে বেশি ছবি যুক্ত থাকে তখন সেটাকে আলাদা করতে হলে একটু হিমশিম খেতে হয়,অন্য সফটওয়্যার দ্বারা

আবার মডিফায়েড করতে হয়, এতে হয়ত বা কোয়ালিটি কিছুটা ক্ষুন্ন হতে পারে সেই ছবিটার। আর এই সফটওয়্যার টি দিয়ে একদম সহজ ভাবে সে কাজ টি সারতে পারবেন শুধুমাএ মাউস দিয়ে কারসর করে টেনে আপনি যতটুকু কনভার্ট করতে চান,

সেখানে নিয়ে মাউস ছেড়ে দেবেন এবং ইমেজ কনভার্ট এ ক্লিক করা মাএই আপনার কাজ শেষ, এ ভাবে সমস্ত টেক্সট বা অন্যান্য কনভার্টে পরিণত করতে পারবেন

এখানে দেখুন আমি পিসি হেল্প লাইন বিডি এর এই লিখা টা থেকে শুধু হেল্প কে কনভার্ট করবো ইমেজ আকারে তাই মাউস দিয়ে টেনে নিলাম এবং উপরে ক্লিক করলাম ইমেজের উপর এবং কনভার্ট ও হয়ে গেল, যেমন”

পিডিএফ থেকে এক্সেল” এমএস ওয়ার্ড” পাওয়ার পয়েন্ট” এইছ টি এম এল” অটোক্যাড” ইমেজ” ইত্যাদি… ইন্সটল শেষে ক্র্যাক করতে হবে এবং ক্র্যাক শেষে সিরিয়াল কী-দিয়ে এ্যাক্টিভ করে নেবেন আবার, হয়ে যাবে ফুল ভার্সন এবং লাইফ টাইম ব্যাবহার করার সুযোগ

সফটওয়্যার ডাউনলোড করার জন্য ক্লিক করুন

ক্র্যাক এবং সিরিয়াল কী-এর জন্য এখানে ক্লিক করুন

Facebook