ফাইল বা ফোল্ডার খুঁজে পাচ্ছেন না? অপারেটিং সিস্টেমের সার্চ সুবিধা অনেক সময় নেয় কোনো কিছু খুঁজে দিতে?
এই সমস্যার সমাধান এবং খুব দ্রুত প্রয়োজনীয় ফাইলটি কম্পিউটারের হার্ডডিস্ক থেকে খুঁজে দেবে এভরিথিং-১.২.১.৩৭১ নামের একটি সফটওয়্যার। এই সফটওয়্যার বহনযোগ্য বলে কম্পিউটারে ইনস্টল না করলেও চলবে। প্রচলিত প্রায় সব অপারেটিং সিস্টেমে এটি চলবে। এর আকার ৩৭০ কিলোবাইট।
প্রথমে www.mediafire.com/? acre29gnv82m38x ঠিকানার ওয়েবসাইট থেকে জিপ ফাইলকে আনজিপ করুন। Everything-1.2.1.371 নামের ফাইলটিতে দুই ক্লিক করে কাজ শুরু করে দিন। ফাঁকা বক্সটিতে ফাইলের নাম লিখুন। দেখুন কত দ্রুত হার্ডডিস্কের কোথায় আপনার ফাইলটি আছে, তা নিমেষেই খুঁজে দেবে।