Search Box

Sunday, December 2, 2012

জেনে নিন ফাইলের বৃত্তান্ত


মানুষের যেমন জীবনবৃত্তান্ত থাকে, তেমনি কম্পিউটারের ফাইলেরও বৃত্তান্ত বা নানা রকম তথ্য থাকে। ফাইল প্রোপার্টিজের মাধ্যমে আপনি জানতে পারবেন ফাইলের আকার, প্রোগ্রামের নাম, ফাইল তৈরির তারিখ, ফাইল মডিফাই করার তারিখ, সর্বশেষ মডিফাই করার তারিখ, ফাইলের নামসহ ইত্যাদি তথ্য।

ফাইলের তথ্য জানতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেকোনো একটি ফাইল নির্বাচন করে ডান ক্লিক করুন। এখানে অনেক সাবমেনু আছে যেমন—Open, New, Print, Properties ইত্যাদি। এবার Properties-এ ক্লিক করুন। ফাইলের নাম অনুসারে একটি File Properties ডায়ালগ বক্স আসবে (যেমন—ABC Properties)। এখানে তিনটি বাটন আছে। যেমন—General, Custom & Summary. তারপর General-এ দেখতে পাবেন আপনার ফাইলের সাইজ, প্রোগ্রামের নাম, ফাইল তৈরির তারিখ, ফাইল মডিফাই করার তারিখ, সর্বশেষ মডিফাই তারিখ, ফাইলের অবস্থান, রিড অনলি ইত্যাদি। Custom-এ আছে নাম, টাইপ, প্রোপার্টিজ। Summary বাটনে ক্লিক করার পর নিচে Advanced লেখায় ক্লিক করুন।

লক্ষ করুন, আপনি কতটি শব্দ, ওয়ার্ড, লাইন, পৃষ্ঠা টাইপ করেছেন, তার তথ্যাবলি পর্যায়ক্রমে আরও অন্যান্য তথ্যসহ প্রদর্শিত হচ্ছে (ওয়ার্ড ফাইলের ক্ষেত্রে)

Facebook