কম্পিউটারে নতুন সেটআপ দেওয়ার প্রয়োজনীয় ড্রাইভার ইনস্টল করার জন্য মাদারবোর্ডের সিডি ইনস্টল দিতে হয়। মাদারবোর্ডের সিডি হারিয়ে গেলে সমস্যায় পড়ে যান অনেকেই। এক্ষেত্রে ইচ্ছে করলে ইন্টারনেট থেকে আপনার মাদারবোর্ডের সঙ্গে মানানসই ড্রাইভার নামিয়ে নিতে পারেন। আপনার মাদারবোর্ডের জন্য প্রয়োজনীয় ড্রাইভার নামিয়ে নিতে পারেন এই ওয়েবসাইটগুলো থেকে:
http://download.cnet.com/windows/drivers
http://drivers.brothersoft.com
http://downloadcenter.intel.com/Defult.aspx