Search Box

Monday, November 19, 2012

দেখেনিন google আপনার জন্যে কি কি করতে পারে !

“আসালামু আলাইকু ওয়ারহমতুল্লাহ” আশা করি সকলে ভালো আছেন এবং নেটে জটলা তৈরি করছেন। এই নেটের জটিলতা টা আপনার কাছে আনেক সহজতর করেছে কে ? “google” তা তো আপনারা সকলেই জানেন । এই গুগল যে আপনার জন্যে কি করতে পারে তা আমরা অনেকেই জানি না । আপনার জন্যে সার্চ করা ছারাও আর যা করতে পারে তা আমি নিচে তুলে ধরবার চেষ্টা করছি । ১) যে কোন র্নিদিষ্ট বিষয় খোঁজা : সাধারন ভাবে কোন বিষয় লিখে সার্চ করলে গুগল সে সম্পর্কিত বিষয়ের সাইট গুলো নিয়ে আসে, কিন্তু আপনি যতই পরবর্তী পেজে যেতে থাকবেন ততই ঐ বিযয় বাদে অন্য বিষয় আসতে থাকে । এই সমস্যা থেকে পরিত্রান পেতে সার্চ বারে নিচের মত লিখুন “related: যে বিষয় জানতে চান সেটি”
২) যে কোন কিছুর সংজ্ঞা জানতে : আপনি গুগলের সাহায্যে যে কোন কিছুর সংজ্ঞা জানতে পারেন। এর জন্যে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে “define যার সংজ্ঞা জানতে চান সেটি ” এবং দেখুন গুগল আপনার জন্য কি কি নিয়ে হাজির হয়।
৩) পড়বার লেভেল ঠিক করা : আমরা অনেক সময় বিভিন্ন টিউটরিয়ালের জন্যে গুগলে সার্চ করি, কিন্তু দেখা যায় গুগল এমন অনেক কিছু নিয়ে হাজির হয় যা আমরা বুঝতেই পারিনা । এর কারন হচ্ছে পড়বার লেভেল ঠিক না করবার কারনে । এই অপশনটি আপনি পাবেন “More search tool ” অপশনটিতে । এটিতে ক্লিক করলে, All results নামে আর একটি অপশন পাবেন, এটির ডাউন এরোতে ক্লিক করে Reading level সিলেক্ট করলে তিনটি লেভেল আসবে । সেখান থেকে আপনার লেভেল সিলেক্ট করলে, সেই লেভেলের টিউটরিয়াল গুলো আসবে । বুঝবার জন্যে নিচের চিত্র গুলো দেখুন ।
৪) যে কোন ইকুয়েশনের সমাধান জানুন : আপনি গুগলের সাহায্যে যে কোন ইকুয়েশনের সমাধান এবং এর গ্রাফও পেতে পারেন । তবে এর জন্যে আপনাকে সঠিক ইকুয়েশনটি লিখতে হবে। যেমন নিচের চিত্র টি দেখুন ।
এখন আপনি আপনার গুগল সার্চ বক্সে নিচের ইকুয়েশনটি লিখুন এবং দেখুন গুগল আপনাকে কি দেখায় । sqrt(cos(x))*cos(300x)+sqrt(abs(x))-0.7)*(4-x*x)^0.01, sqrt(6-x^2), -sqrt(6-x^2) from -4.5 to 4.5 ৫) যে কোন ইউনিট এর পরিবর্তন করুন : যেমন : ১কিঃমিঃ সমান কত মাইল জানতে লিখুন 1 km to mile, এর পরের কাজ গুগলের ।
6) যে কোন Currencies পরিবর্তন করুন: Currencies পরিবর্তন করতে লিখুন 1 usd to taka এবং গুগল মুহুর্তের মধ্যে রেজাল্ট নিয়ে হাজির হবে ।
এছারাও গুগল আরও অনেক কিছু করতে পারে । যেমন টাইম এবং আবহাওয়া জানার জন্যে লিখুন (your place) time এবং (your place) weather, দেখবেন গুগল সেই জায়গার সময় এবং আবহাওয়া জানিয়ে দেবে। এটি পিসি হেল্পলাইনে আমার প্রথম পোস্ট তাই যদি কোন ভুল হয়ে থাকে তবে নিজগুনে ক্ষমা করে দিবেন। আর পোস্টটি পরে ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না । আজ এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে তত দিনের জন্যে ভাল থাকুন ।

Facebook