Search Box

Sunday, November 18, 2012

এন্ড্রয়েড ফোনে মজা করার দারুন একটি সফটওয়্যার

সবাইকে আমার প্রিতি এবং শুভেচ্ছা, আশা করি সবাই ভাল আছেন এবং আমি ও ভাল আছি দোয়া করবেন আমার জন্য, এন্ড্রয়েড নিয়ে এটাই আমার প্রথম পোস্ট তাই ভুল ক্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন টকিং টম Cat 2 বিনামূল্যে জনপ্রিয় এন্ড্রয়েড ফোনের জন্যে এতে একটি বিড়াল আপনার স্পর্শ বা ছোয়া ফেলে এবং আপনি যাহা কিছু বলবেন তাকে সে আপনাকে পুনরাবৃত্তি করে শুনাবে। টমএর সঙ্গে আপনি কি করতে পারেন: - টম এর সাথে আলোচনা করাসহ মজার ভয়েস এবং সবকিছু আপনি বলার পুনরাবৃত্তি হবে – বেগম টম এর উদর বা মাথা এবং তাকে গরগর আওয়াজ করা – তার মাথা, পেট বা ফুট অকর্মা করা – চড়দেওয়া টমকে এবং এর মুখ কে বাম এবং ডান করা – তার লেঙ্গুড় টেনে ধরা -আপনি কি বলছেন মানুষের মত সে কান পেতে শুনে থাকা ইত্যাদি… সফটওয়্যার টি ডাউনলোড করার জন্য নিছের লিঙ্কে ক্লিক করুন ( সাইজ ৮.১৬ এমবি ) https://www.dropbox.com/s/btgfajyssjw524a/Talking_Tom_Cat_2_Free_1.2.1by%20%28%20Miyaji%20%29.rar এবং ডাউনলোড শেষে আপনার ফোনে রান করে নিন,এবং উপভোগ করুন তাহলে আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন এই প্রত্যাশ্যায় আমি

Facebook