Search Box

Sunday, November 18, 2012

অ্যাকসেসে গুণ করা

এমএস অ্যাকসেস দিয়ে মূলত ডেটাবেইস তৈরি করা হয়। ডেটাবেইসে থাকা বিভিন্ন উপাত্তের গুণফল বের করার কাজটা অ্যাকসেস দিয়ে সহজেই করা যায়। এ জন্য আগে তৈরি প্রজেক্টটি খুলুন। প্রথমে Book Name, Rate, Quantity, Total শিরোনাম দিয়ে একটি টেবিল তৈরি করুন। পর্যায়ক্রমে প্রতিটি ফিল্ডে আপনার প্রয়োজনীয় উপাত্ত বসান। যেমন, Bangla, 125, 5। Total-এর ফিল্ড ফাঁকা রাখতে হবে। টেবিলটি সেভ করুন। এবার সেভ করা টেবিলটি নির্বাচন করে ডেটাবেইস থেকে AutoForm-এ ক্লিক করুন। স্বয়ংক্রিয়ভাবে একটি Form তৈরি হবে। লক্ষ করুন, আপনার দেওয়া ডেটাগুলো দেখা যাচ্ছে। নিচে Record-এ ডান অ্যারোতে ক্লিক করে পর্যায়ক্রমে আপনার সব ডেটা দেখতে পারবেন। Total ফিল্ডে কারসর রেখে ডান ক্লিক করে Properties-এ থেকে Text Box : Total ডায়ালগ বক্স খুলবে। এখান থেকে আপনি Control Source .........-এর ..........-এ ক্লিক করলে Expression Builder ডায়ালগ বক্স খুলবে। এরপর লিখুন =[Rate]*[Quantity] এবং Ok করুন। লক্ষ করুন, Total ফিল্ডে গুণ (যেমন, ৬২৫) ফলাফল দেখা যাচ্ছে। অতঃপর Formটি সেভ করুন।

Facebook