একটি অপারেটিং সিস্টেম অক্ষত রেখে আর একটি অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায় কিভাবে । এখানে উইন্ডোজ ৭ থাকা অবস্থায় উইন্ডোজ ৮ ইনস্টল করবার প্রক্রিয়া দেখাবো, এটি করতে নিচের ধাপগুলো অনুসরন করুন ।
১) প্রথমে আপনার হার্ড ডিস্কের যে কোন ড্রাইভে (ড্রাইভ C বাদে )৩০ জিবির মত জায়গা খালি করুন ।
২) এখন My Computer এ রাইট বাটন ক্লিক করে যে মেনু আসবে সেখান থেকে Manage সিলেক্ট করতে হবে ।
৩) এরপর নিচের ছবির মত পেজ আসবে । সেখান থেকে Disk Management সিলেক্ট করতে হবে ।
৪) এর পর যে ড্রাইভের যায়গা খালি করেছেন তার উপর রাইট বাটন ক্লিক করে Shrink Volume সিলেক্ট করতে হবে (আমি এখানে F ড্রাইভ ব্যবহার করেছি )।
৫) এরপর যে ডায়লগ বক্স আসবে সেখানে লাল চিহ্নিত অংশে 25000 লিখে সিরংক ( shrink ) এ ক্লিক করুন । ( আমার এখানে আমি ৫০০০ দিয়েছি ফলে নতুন ড্রাইভটি হবে ৫জিবি , কিন্তু আপনার ক্ষেত্রে ড্রাইভটির সাইজ অবস্যই ২০ জিবির বেসি হতে হবে )
৬) কিছুক্ষন পরে দেখবেন নতুন একটি ড্রাইভ এসেছে তবে সেটি ব্যবহাযোগ্য নয় । তাই এবার ড্রাইভের উপর রাইট বাটন দ্বার ক্লিক করে New simple volume সিলেক্ট করুন ।
৭) এরপর যে ডায়লগ বক্স আসবে সেখান Next সিলেক্ট করে পরবর্তি বক্সে নিচের চিত্রের মত রেখে Next চাপুন ।
৮) এখন যে ডায়লগ বক্স আসবে সেখানে নিচের চিত্রের মত রেখে Next চাপুন, এর পর দেখবেন একটি নতুন ড্রাইভ তৈরি হয়েছে যা পুরোপুরি খালি ।
৯) এবার আমাদের উইন্ডোজ ৮ ইনস্টলের পালা । এর জন্যে উইন্ডোজ ৮ ডাউনলোড করে নিন। যদি ডাউনলোড প্রক্রিয়া না জানা থাকে তবে এখান থেকে দেখে নিতে পারেন ।
১০) এরপর এটি দ্বারা একটি বুটেবল ডিভিডি অথবা পেনড্রাইভ তৈরি করে নিন । প্রক্রিয়া না জানা থাকলে এখানে দেখতে পারেন ।
১১) এখন আপনার ডিভিডি ড্রাইভে বুটেবল ডিভিডিটা প্রবেশ করিয়ে কম্পিউটার রিএস্টার্ট দিন ।
১২) এখন যে ভাবে উইন্ডোজ ৭ ইনস্টল করেছেন সেই একই পক্রিয়ায় উইন্ডোজ ৮ ইনস্টল করুন । শুধু মাত্র C ড্রাইভের পরিবর্তে আপনি ৮ নং এ যে ড্রাইভ তৈরি করেছেন সেটি সিলেক্ট করবেন বাকি সবকিছু ঠিক থাকবে । এর পরও যদি না বুঝেন তবে উইন্ডোজ ৮ ইনস্টল করবার এই চিত্র গুলো দেখতে পারেন ।
যদি কোন কিছু না বুঝতে পারেন তবে কমেন্ট করে জানাবেন, সমাধান দেবার চেষ্টা করব । ভুল হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন ।