Search Box

Friday, May 24, 2013

Windows Stratup এর সময় ডিস্ক চেকিং এর সমস্যা এড়িয়ে যান।

পিসি ঠিকভাবে Shut Down করা না হলে, কিংবা কোন সমস্যার কারনে পিসি Restart নিলে, পরবর্তীতে Windows Stratup এর সময় ডিস্ক চেকিং চায়। ডিস্ক চেকিং করে নিলে তা ড্রাইভের জন্য ভালো।
কিন্তু চেকিং এর কারনে Windows চালু হতে অনেক সময় নেয়।
আবার অনেকের ঠিকভাবে Shutdown করার পরও প্রতি Stratup এ  ডিস্ক চেকিং চায়।
সেক্ষেত্রে আমরা এই ডিস্ক চেকিংকে এড়িয়ে যেতে চাই।
এই পদ্বতিটি একদম সহজ।
প্রথমে Start ক্লিক করুন > Run > তারপর টাইপ করুন CMD, এবার Enter চাপুন।
তারপর একটি Windows আসবে
সেখানে টাইপ করুন chkntfs /x c: তারপর Enter চাপুন
এরপর PC Restart দিন। স্বাভাবিক ভাবে পিসি Start হবে, কোনো ডিস্ক চেকিং চাইবে না।
কিন্তু অনেক সময় পিসিতে Error Message দিয়ে ডিস্ক চেক করতে বলে, তখন ডিস্ক চেক করার প্রয়োজন হয়ে পরে। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হল।
Start > Run > CMD > type chkdsk c: /r
আপনি যদি অন্য কোন ড্রাইভ চেক করতে চান তবে c: পরিবর্তে ঐ ড্রাইভটি (Exm: d: or e:) দিন।

********************************************************************************

Facebook