Search Box

Monday, May 27, 2013

ব্লগে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করুন.…

যারা ব্লগ ব্যবহার করে থাকি তারা শুধু চাই ব্লগকে কিভাবে আর্কষণীয় করে তুলা যায়। যা আপনার ব্লগে যুক্ত করলে যারা ভিজিট করবে তারা ফেসবুক ব্যবহার কারী হলে ফেসবুক থেকে সরাসরি আপনার ব্লগে কমেন্ট করতে পারবে।
দেরি না করে কাজে আসি…..
প্রথমে আপনার ব্লগে যান।
ব্লগ থেকে layout >> add gadget এ যান ।
তারপর সেখান থেকে  html/javascript সিলেক্ট করুন ।
এ বার html/javascrip এর খালি বক্সে নিম্মের কোডটি কপি করে পেষ্ট করুন
<script>(function(d){
var js, id = ‘facebook-jssdk’; if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(‘script’); js.id = id; js.async = true;
js.src = “//connect.facebook.net/en_US/all.js#xfbml=1″;
d.getElementsByTagName(‘head’)[0].appendChild(js);
}(document));</script>
<div data-href=”http://desktopbangladesh.blogspot.com/” data-num-posts=”10″ data-width=”500″></div>
desktopbangladesh.blogspot.com এর জায়গায় আপনার ব্লগের নামটা দিন।
এবং Save ButtonClick করে সেভ করুন কাজ শেষ।
এবার ব্লগ দেখুন।

Facebook