Search Box

Thursday, April 25, 2013

হটাৎ করে কম্পিউটার রিস্টার্ট হয় যে কারণে (নতুন দের জন্য)

n.com (3)
কম্পিউটার অনেক সময় হঠাৎ করেই রিস্টার্ট নেয়এতে অনেক জরুরি কাজও অর্ধসমাপ্ত অবস্থায় নষ্ট হয়ে যায়কাজটি আবার নতুন করে শুরু করতে হয়একটু সচেতন হলেই এভাবে কম্পিউটার রিস্টার্ট হওয়ার সমস্যা এড়ানো সম্ভব
n.com
কম্পিউটার প্রসেসরের চারপাশে খোলা জায়গা না থাকলে এর স্বাভাবিক তাপ বের হতে পারে নাফলে এর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ গরম হয়ে যায়আর নির্দিষ্ট তাপমাত্রার বেশি হলেই সিপিইউ কাজ করা বন্ধ করে দেয়ফলে কম্পিউটার রিস্টার্ট নেয়
n.com (4)
সিপিইউয়ের আশপাশে একটু খোলা জায়গা রাখলেই এসমস্যা থেকে রেহাই পাওয়া যায়অনেক সময় পেনড্রাইভ বা এক্সটার্নাল ড্রাইভসংযোগ দিলেও কম্পিউটার রিস্টার্ট নেয়এ ক্ষেত্রে সমস্যাযুক্ত ডিভাইসকম্পিউটারের সঙ্গে সংযুক্ত করা ঠিক নয়
n.com (2)
ভাইরাসের আক্রমণেও স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিস্টার্ট হতে পারে ক্ষেত্রে ভালো কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবেঅ্যান্টিভাইরাস সবসময় আপডেট করবেন অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করেও এর সমাধান সম্ভব
n.com (1)
রেমন্ডম অ্যাক্সসে মেমোরি বা রেমের সমস্যার কারণেও কম্পিউটার রিস্টার্ট নেয়কম্পিউটারে যে রেম লাগানো আছে সেটি যদি মাদারবোর্ড সমর্থন না করে অথবা রেমের কোন চিপ নষ্ট থাকে, সে ক্ষেত্রে কম্পিউটার রিস্টার্ট নেবে
হার্ডডিস্কে ব্যাড সেক্টর পড়লেও একই ধরনের সমস্যা হতে পারেএ ক্ষেত্রেস্ক্যানডিস্কদিয়ে হার্ডডিস্ক স্ক্যান করে নিতে হবেএতে হার্ডড্রাইভের ব্যাড সেক্টর সমস্যা দূর হবে

==================================================================

Facebook