Search Box

Monday, May 27, 2013

ইন্টারনেটের স্বাস্থ্য পরীক্ষা করেছেন কি? না করলে চরম মিস!!!

হয়তো ভাবছেন, ইন্টারনেটের স্বাস্থ্য আবার কেমন হয়? তা আপনার স্বাস্থ্য থাকলে আবার ইন্টারনেটের স্বাস্থ্যই বা থাকবে না কেন? :D  
তাই আপনার ইন্টারনেটের ছোট্ট স্বাস্থ্য পরীক্ষা করতে হাজির হলাম একটি চমৎকার সফটওয়্যার নিয়ে । আর  স্বাস্থ্য পরীক্ষা  করবেন আপনি নিজেই, অন্য কোন ডাক্তার লাগবেো না। :-)


ds

স্বাস্থ্য পরীক্ষার কার্যকলাপঃ
  • প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
  • এখন ডেস্কটপ থেকে ‘Net Checker’ সফট ওপেন করুন।
  • উপরের ছবির মত ১ ও ২ নং অপশন দেখতে পারবেন।
  • ১ নং (1) চাপলে আপনার নেট কানেক্ট আছে কি না ও অবস্থা জানাবে।
  • ২ নং (2) চাপলে আপনার নেটের স্বাস্থ্য দেখাবে।
  • অর্থাৎ স্পীডের অবস্থা, সাইট লোডটাইম, আইপি সেকশন ইত্যাদি তথ্য পাবেন।
  • মোট কথায়  ইন্টারনেটের স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত পরীক্ষা করা যাবে।

Download Here
Net Checker || 169 KB
.

————আল্লাহ্‌ হাফেজ————

Facebook