Search Box

Wednesday, April 3, 2013

!! সাবধান আপনার ফেসবুক আইডি হ্যাক হতে পারে !!

ফেসবুক  বর্তমানে এক আতংক হয়ে গেছে !! জানা নেই বলা নেই কওয়া নেই, হুট করে ম্যাসেজ গেল অন্যের অয়ালে আপনার নামে, এখন সে নিশ্চয় ম্যাসেজটি পড়বে কারন আপনি তার চেনা জানা, আর সেই ম্যাসেজটি পড়াই আপনার জন্য কাল হয়ে দাড়ালো, বা আপনি নিজেও পড়তে চাইলেন আপনার চেনা সেই ব্যাক্তির ম্যাসেজটি, এটাই আপনার জন্য বিপদের কারন! এবং আপনি হারাতে পারেন, আপনার ফেসবুক একাউন্টটি! এর থেকে বাঁচতে হলে এবং কি ভাবে বাঁচবেন একটু কস্ট করে এখানে চোখ বুলিয়ে নিন!!
 
মুলত ঠিক এই সময়টাতে ফেসবুকে ৪টা ভাইরাস খুব শক্ত ভাবে আঘাত করছে!!

১- আপনি যদি কোন ফটো ট্যাগ নোটীফেকশন দেখেন, এটি দেখতে চেস্টা করবেন না, পড়ে থাকতে দিন!!
২- আপনি যদি কোন  A Friend Reported You For Offensive Behavior  বা এই ধরনের কিছু নোটিফেকশন দেখেন, এটি ও দেখতে চেষ্টা করবেন না!!
৩- আপনি যদি কোন ভিডিও তে ৯৯% Off Pepole Can Not Watch This For More Then 15 Sec. এই জাতীয় বা এই ধরনের কোন লিখা দেখেন এটি ও দেখতে চেষ্টা করবেন না!! এড়িয়ে যাবেন
৪- আপনার বন্দুদের চ্যাট ম্যাসেজ থেকে আসা জাতে লিখা থাকবে clik this link, এটি ও দেখতে চেষ্টা করবেন না!

এ ভাবে বা এ জাতীয় সকল ম্যাসেজ নোটিফেকশন বা ট্যাগ থেকে যদি ক্লিক না করে থাকতে পারেন তাহলে ই ১০০% সেভ থাকবে আপনার একাউন্ট!!

*******************************************************************************
*******************************************************************************
*******************************************************************************

Facebook