Search Box

Friday, April 19, 2013

সহজেই পিডিএফ

খুবই সহজেই ওয়েবপেজ বা ডকুমেন্টকে পিডিএফ বানাতে পারেন। এ জন্য ডুপিডিএফ নামের সফটওয়্যারটি www.dopdf.com/quick-download.php ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এরপর ইনস্টল করুন। ইনস্টল হওয়ার পর আপনার প্রিন্টার হিসেবে doPDF v7 নামে প্রিন্টার দেখাবে।
আপনার তৈরি যেকোনো ডকুমেন্ট বা ওয়েবপেজ খুলে যে অংশ পিডিএফ করতে চান, সেটি নির্বাচন করে Ctrl+P চেপে প্রিন্টার হিসেবে ওই প্রিন্টারটি দেখিয়ে দিন এবং কতগুলো পেজ পিডিএফ করতে চান, তা নির্ধারণ করে OK ক্লিক করুন।
এরপর কী নামে সেভ করতে চান, তা লিখে দিয়ে অথবা Ok ক্লিক করুন। এবার দেখুন, আপনার তৈরি করা ফাইলটি পিডিএফ হয়ে গেছে।


===========================================================================

Facebook