Search Box

Wednesday, February 6, 2013

আপনি কি নাম বাদে ফোল্ডার তৈরি করতে পারেন ??

আজ আপনাদের জানাবো কিভাবে নাম বাদে ফোল্ডার তৈরি করা যায় তা সম্পর্কে। আশা করি অনেকের কাজে লাগবে।

* কাজটি করতে প্রথেমে আপনাকে যা করতে হবে তা হল

* একটি ফোল্ডার তৈরি করা বা তৈরিকৃত ফোল্ডার এর পুননাম(rename) ক্লিক করা।

* এবার আপনার কীবোর্ড এর ALT কী ধরে রেখে ০১৬০ চাপুন।

* দেখুন ফোল্ডার টি নাম এখন শূন্য।

আপনি ইচ্ছা করলে এটির লোগো শূন্য করতে পারেন। কিভাবে?

* ফোল্ডার টির উপর রাইট ক্লিক করুন ও Properties ক্লিক করুন

* এখন Customize থেকে Change icon ক্লিক করুন।

* এবার যেকোনো শূন্য আইকন নির্বাচন করে ওকে ক্লিক করুন।

* এবার Apply ও ok ক্লিক করুন

* দেখুন আপনার ফোল্ডার টি লোগো বা আইকন এখন শূন্য।

## হইতবা এই পদ্ধিতি উইন্ডোজ ৮ এ কাজ করবে না ।।


Facebook