Search Box

Thursday, February 28, 2013

দরকারি ফাইল লক করুন

অনেক সময় ব্যক্তিগত গুরুত্বপূর্ণ ফাইল যাতে অন্য কারও হাতে না পড়ে, সে জন্য সফটওয়্যারের মাধ্যমে এটি লক করার দরকার পড়ে। বিনা মূল্যে এমন সফটওয়্যার পাওয়া যায় না, সিরিয়াল কী বা অন্য উপায়ে নিবন্ধন করতে হয়।
খুব সহজে পূর্ণ নিরাপত্তা দিতে পারে ইজি ফাইল লকার (৩০৩ কিলোবাইট) সফটওয়্যারটি। এটি ফাইলকে লুকিয়ে রাখতে সাহায্য করে।
সফটওয়্যারটি http://goo.gl/WHUSG ঠিকানা থেকে নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন।
ইনস্টল শেষ হলে সেটি খুলে System তালিকা থেকে Set Password নির্বাচন করে কমপক্ষে ছয় সংখ্যার পাসওয়ার্ড নির্ধারণ করে দিন।
যেকোনো ফাইল বা ফোল্ডার লুকিয়ে রাখতে Edit থেকে Add File নির্বাচন করুন।
লক্ষ রাখুন, এখানে ফাইল বা ফোল্ডার দুটিই লক করে রাখা যাবে। যেকোনো একটি নির্বাচন করে Path থেকে আপনার ফাইলের অবস্থান দেখিয়ে দিন। Accessible-এর টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন।
এখানে Visible-এর টিক চিহ্ন তুলে দিলে ফাইলটি লক হবে, কিন্তু ওই নামের ফাইল কেউ দেখতে পারবে না। সফটটি খুলে লক করা ফাইলে ক্লিক করে Edit থেকে Toggle Status নির্বাচন করলে ফাইলটি আবার দেখা যাবে।

Facebook