Search Box

Thursday, February 28, 2013

ব্রাউজারে থেকেই ভাইরাস স্ক্যান করুন

নানা কারনে কম্পিউটারে ভাইরাস স্ক্যান করতে হয়।কিন্তু অনেক সময় পিসিতে এ্যান্টি ভাইরাস হালনাগাদ করা থাকে না।এরকম মুহূর্তে মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ব্রাউজার থেকেই কম্পিউারের সিস্টেম ফাইলগুলো স্ক্যান করে নিতে পারেন।  
এজন্য আপনার লাগবে ’ বিটডিফেন্ডার কুইকস্ক্যান ’ নামের একটি অ্যাডঅন । অ্যাডঅনটি নামিয়ে নিন।
এখন ফায়ারফক্স রির্স্টাট করুন। খেয়াল ব্রাউজারে সবার নিচে ডানে Bitdefender quickscan নামে একটি আইকন এসেছে।
এই আইকনে ক্লীক করলেই পিসির সিস্টেম ফাইলগুলো স্ক্যান করা শুরু হবে। স্ক্যান শেষে Report বাটনে ক্লীক করে দেখে নিতে পারেন স্ক্যানের ফলাফল। তবে এই অ্যাডঅনটিকে অ্যান্টি ভাইরাসের বিকল্প ভাববেন না,কম্পিউটারের শতভাগ নিরাপত্তার জন্য সবসময় হালনাগাদ এ্যান্টিভাইরাস ব্যবহারের চেষ্টা করুন।

Facebook