আপনাদের সাথে যে সফটওয়্যার টি দিব তা হয়তো অনেকেরই দরকার কিন্তু পাচ্ছেন না। আমরা সবাই হয়তো এন্টি-ভাইরাস হিসাবে Avast use করেন।
আজ যে Avast সফটওয়্যার টা দিব তা কাজ করবে Cleaner হিসাবে। তো আজকের পোষ্ট টি হল অ্যাভাস্ট ক্লিনার (Avast Cleaner) নিয়ে । এটি মাত্র ৩৮০ কেবি।
আমার এই সফটওয়্যার টির আইকন টি অনেক অনেক ভাল লাগে আপনারও লাগবে আমি নিশ্চিত। চলুন এবার কাজ শুরু করি । এটি ইন্সটল করার প্রয়োজন নেই। এটাতে ডাবল ক্লিক করে ওপেন করুন।তারপর start এ ক্লিক করে আপনার কম্পিউটার টা স্ক্যান করা শুরু করুন আর আপনার কম্পিউটার কে করে করে তুলুন নির্মল সুন্দর।
এই সফটওয়্যার টি যদি আপনার দরকার হয় তাহলে এখানে ক্লিক করুন।
আশা করি আজকের পোষ্ট টি আপনার অনেক ভাল লেগেছে।