Search Box

Saturday, December 21, 2013

Photo Calendar Studio2014 সফট দিয়ে পছন্দ মত ছবি দিয়ে ২০১৪ সালের ক্যালেন্ডার তৈরী করুন। (2003 থেকে 2113…)

এক অসাধরণ ক্যালেন্ডার তৈরী করার সফটওয়্যার আমরা অনেকেই বিভিন্নভাবে ক্যালেন্ডার তৈরী করি ! অফিস এক্সেল দিয়ে কিংবা পাবলিশার সহ আরো অনেক মাধ্যমে। যা অনেক জটিলতা। আমিও Photo CalendarStudio2014 এরকম একটা সফওয়্যার অনেক দিন ধরে খুজছি। আর পেয়েও গেলাম। তাই আপনাদের সাথে শেয়‍ার না করে থাকতে পারলাম না। আসু কিভাবে ঝামেলা বিহীনভবে ক্যালেন্ডার তৈরী করা যায় তা দেখে নিই। প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। রার ফাইলের পাসওয়ার্ড হিসেবে লিখুন- rubel । এটা পিসিতে ইন্সটল করুন এবং সিরিয়াল কি দিয়ে ফুল ভার্সন করে নিন। তা না হলে এটা সেভ করলে ডেমু ভার্সন হিসেবে দেখাবে। এটা 2003 থেকে 2113 সাল পর্যন্ত ক্যালেন্ডার বানানো যাবে।
P1
এখান থেকে ক্যালেন্ডার এর টেমপ্লেট নির্বাচন করুন। অর্থাৎ আপনার ক্যালেন্ডারের সাদৃশ্য কেমন হবে তা এখান থেকে সিলেক্ট করে নিন।
p2
এখান থেকে আপনি কোন ভাষায় ক্যালেন্ডার টি দেখতে চান সেটি সিলেক্ট করে নিন এবং কোন বছর, মাস এবং ছুটির দিন এখান থেকে ঠিক করে দিন।
p3
০১. ইনসার্ট টুলবার – এখান থেকে আপনি ক্যালেন্ডারে ছবি, টেক্সট, মেমো, বক্স ইত্যাদি দিতে পারবেন। 
০২. সেটিং টুলবার- এখান থেকে আপনি ক্যালেন্ডার এর সাইজ নির্বাচন করতে পারবেন।
এবং শেষে আপনি এক্সপোর্ট এ্যাস ইমেজ থেকে আপনি JPEG হিসেবে সেভ করতে পারবেন, প্রিন্ট করে দেয়ালে ঝুলিয়ে রাখুন আপনার নিজের তৈরীকৃত ক্যালেন্ডার ।

**********************************************************************************

Advanced System Care 7.0 PRO ফুল ভার্সন নিয়ে নিন (এবার কম্পিউটার ফাষ্ট হবেই ! )।

Advanced System Care  সফটওয়্যারের কথা আমার থেকে আপনারাই বেশি ভাল জানেন। তাই এটা নিয়ে বেশি কিছু বলব না। এটা দিয়ে আপনার ম্যালওয়ার ভাইরাস, পিসি অপ্টিমাইজ, র‍্যাম ক্লিনার, ডিস্ক ক্লিনার, ডিস্ক অপ্টিমাইজ, ডিস্ক ডিফ্রেগমেন্ট সহ আরো অনেক কাজ করতে পারবেন।  প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। রার ফাইলটির পাসওয়ার্ড হিসেবে লিখুন rubel । এটা এক্টিভ করতে Advanced System Care  সফটি রান করে নিচে Active Now ক্লিক করে সিরিয়াল নম্বর দিয়ে এটাকে ফুল ভার্সন করে নিন।
mainscreen copy
আসুন দেখে নিই এটা দিয়ে কি কি করা যাবে।
summary copy


**********************************************************************************

যে কোন পিডিএফ ফাইল কে .doc ফাইলে রূপান্তর করুন – পোর্টেবল ইজি PDF কনভার্টার এর সাহায্যে (সকল ভাষায়) ।

পোর্টেবল ইজি পিডিএফ কনভার্টার ।  এর মাধ্যমে আপনি যেকোন পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। অনেক সময় আমরা দেখি পিডিএফ ফাইলে কোন তথ্য ভূল বা ফন্টের কোন সমস্যা থাকায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এখন আমরা সেই কাজটি খুব সহজেই করতে পারবো অর্থাৎ আমরা পিডিএফ ফাইকে এডিট করতে পারবো। এই সমস্যা থেকে মুক্তি দেবে Portable e-PDF PDF To Word Converter v2.5 এটা পোর্টেবল তাই ইন্সটল এর ঝামেলা নেই। প্রথমে এখান থেকে ডাউনলোড করুন (rar ফাইলটির পাসওয়ার্ড হিসেবে লিখুন- rubel ) শুধু মাত্র ডাবল ক্লিক আর কাজ করুন আনলিমিটেড।
02

(1)  এবার আপনি এ্যাড পিডিএফ ফাইল (add PDF File) থেকে যে পিডিএফ ফাইলটি কনভার্ট করতে চাচ্ছেন, সেটি সিলেক্ট করুন।
(2) আপনার সিলেক্ট করা ফাইলটি মূছে দিতে ব্যবহার করুন রিমুভ অপশন।
(3) আপনার কসভার্ট সফটওয়্যারে যে সকল ফাইল এ্যাড করেছেন, সেগুলো সব গুলো মুছে দিতে পারবেন। তবে আপনার মেইন ফাইল টি কিন্তু মুছে যাবে না ।
(4)  কনভার্ট – নিশ্চই বুঝতে পেরেছেন এটির কাজ কি ? না বুঝলে আমি বলে দিচ্ছি এটাই সেই কমান্ড যা আপনার কাঙ্খিত যায়গায় নিয়ে যাবে। মানে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে এখানে ক্লিক করতে হবে।
(5) সফওয়্যার সর্ম্পকিত তথ্য এখানে দেয়া আছে।
(6) এখানে আপনি ২ টা অপশন পাবেন, (1) Original Layout, (2) Text Only (No Image)| আপনি যদি পিডিএফ এর হুবুহু ( যা আছে তাই) ওয়ার্ডে নিতে চান তাহলে Original Layout এ টিক চিহ্ন দিতে হবে। আর যদি শুধু লেখা নিতে চান তহলে- Text Only (No Image) এখানে টিক চিহ্ন দিতে হবে।
(7) এখান থেকে আপনি ওয়ার্ডের ২ টি অপশন পাবেন কনভার্ট করতে পারবেন। তা হল — .Doc, Rtf ।
(8) পেজ রেঞ্জ নিশ্চই বুঝতে পাচ্ছেন। পিডিএফ ফাইলে একাধিক পৃষ্ঠা থাকলে তার মধ্যে আপনি দেখে যে কোন একটা অর্থাৎ ১০ টি পেজ আছে আপনি ৫ নং পেজ টি কনভার্ করবেন। তখন পেজ রেঞ্জ থেকে ফ্রম-৫ এবং টু – ৫ । এভাবে আপনি একটি পৃষ্ঠা কনভার্ট করতে পারবেন।

পোষ্টটি তাড়াহুড়া করে লিখা তাই ভুল হলে ক্ষমা করে দিবেন। 

************************************ END ***************************************

যে কোন সফটওয়্যারের পোর্টেবল ভার্সন CameyoMenu.exe দিয়ে তৈরী করুন (বয়ে নিয়ে বেড়ান পেনড্রাইভে)।

বহনযোগ্য (Portable) সফটওয়্যারের কোন তুলনা হয় না। আর যদি সেটা আপনি নিজেই তৈরী করতে পারেন তাহলে কেমন হয়? নিশ্চই ভাল! আমরা অনেকেই ইন্টারনেট থেকে বিভিন্ন রাকম পোর্টেবল ভার্সন খুজি এবং ডাউনলোড করি । এখন থেকে আপনাকে আর পোর্টেবল সফটওয়্যার খুজতে হবে না। আজ আমি আপনাদের দেখাব কিভাবে বড় বড় সফটওয়্যার পোর্টেবল করবেন। আমার দেখা সবচেয়ে ভাল এবং ঝামেলা বিহিন একটা সফটওয়্যার (CameyoMenu.exe) প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। রার ফাইলটির পাসওয়ার্ড হিসেবে লিখুন- rubel । এটিও পোর্টেবল তাই ইন্সটলের ঝামেলা নেই। শুধু ডাবল ক্লিক করে ওপেন করুন।
01

এখানে ২ টি অপশন পাবেন।
1. [Capture Installation]
2. [Edit exiting package]
আপনি  Capture Installation এ ক্লিক করুন। আপনি যে সফটওয়্যারটির পোর্টেবল ভার্সন করতে চান। সেটি পিসিতে ইন্সটল করুন।
02
একটু অপেক্ষা করুন! খেয়াল করুন আপনার সিষ্টেম ট্রে এর উপরে থাকা একটি ম্যসেজে ইন্সটল ডান (Install Done)  লেখায় ক্লিক করুন |
Untitled-3 copy
আবারো কিছুক্ষন অপেক্ষা করুন। Package was successfully created in ম্যাসেজে আপনাকে জানিয়ে  দেবে। আপনার পোর্টেবল সফটওয়্যার টি রেডি। আপনি এই তৈরীকৃত পোর্টেবল সফটওয়্যার টি My Documents/Cameyo apps এই ঠিকানায় দেখতে পাবেন। তাহলে শুরু করে দিন  কাজ
03


পাসওয়ার্ড হিসেবে লিখুন- rubel

পোষ্টটি তাড়াহুড়া করে লিখেছি তাই ভুল হলে ক্ষমা করবেন ।


********************************** END ****************************************

Friday, December 20, 2013

ইংলিশ টু বাংলা / বাংলা টু ইংলিশ অভিধান (বাংলা একাডেমী)

index


একটা ডিজিটাল অভিধান পিসি তে থাকলে অনেক সুবিধা হয়। আপনাদের জন্য এবার নিয়ে এলাম বাংলা একাডেমী ইংলিশ টু বাংলা/বাংলা টু ইংলিশ অভিধান ফ্রী ডাউনলোড করার এক মহা সুযোগ। যাদের এই অভিধান টি আছে তারা আমার এই পোস্ট টি এড়িয়ে যাবেন আর যাদের নেই তারা এইদিকে আসেন :-P । কথা বাড়াতে চাইনা, যাদের এই অভিধান নেই, তারা যতপট ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
###****** ডাউনলোড করুন, পিসিতে ইন্সটল করুন আর উপভোগ করুন আসল ডিকশনারির মজা।  **********###

Tuesday, November 19, 2013

কম্পিউটার নিরাপত্তায় যা করবেন-

প্রাইভেট ব্রাউজিং:
সাইবার ক্যাফে বা গণ-ওয়াইফাই এলাকা থেকে ইন্টারনেট ব্যবহার করলে ব্রাউজারের প্রাইভেট মোড চালু (অন) করে ওয়েবসাইট দেখার সময় বিভিন্ন তথ্য (ক্যাশ, কুকি, পাসওয়ার্ড) নিরাপদ রাখা যায়। ফায়ারফক্স হলে Firefox>New Private Window -এ ক্লিক করে; গুগল ক্রোমের ক্ষেত্রে Customize and control Google Chrome>New incognito window-এ ক্লিক করে এবং ইন্টারনেট এক্সপ্লোরারে Safety>InPrivate Browsing-এ ক্লিক করে প্রাইভেট মোড চালু করতে হবে।
শক্তিশালী পাসওয়ার্ড: 
ই-মেইল অ্যাকাউন্ট, বিভিন্ন মুঠোফোন ও ওয়েব-সেবায় একই পাসওয়ার্ড ব্যবহার করা ঠিক নয়। আবার সহজ, সংক্ষিপ্ত বা পুরাতন কোনো পাসওয়ার্ড ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। ছোট হাতের বড় হাতের অক্ষর (স্মল ও ক্যাপিটাল লেটার), সঙ্গে সংখ্যা এবং বিশেষ চিহ্ন-সংবলিত একটু লম্বা পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। অনেক বেশি পাসওয়ার্ড ব্যবহার করলে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা যেতে পারে। যেকোনো ব্রাউজারে ব্যবহার উপযোগী তেমনি একটি নিরাপদ এবং বিনা মূল্যের প্রোগ্রাম হলো লাস্টপাস। এটি ডাউনলোড করতে হবে https://lastpass.com ঠিকানার ওয়েবসাইট থেকে। ইনস্টল করার পর ই-মেইল ঠিকানা এবং প্রধান (মাস্টার) পাসওয়ার্ড দিয়ে লাস্টপাসে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর যেকোনো ওয়েবসাইটের লগইন তথ্য সেভ করলে পরবর্তী সময়ে প্রোগ্রামটি স্বয়ংক্রিয়ভাবে নিজেই পূরণ করে দেবে।
দুই ধাপের নিরাপত্তা:
গুগল, টুইটার, ফেসবুক কিংবা ড্রপবক্সসহ বিভিন্ন ওয়েবসাইটে এই সুবিধা আছে। দুই ধাপের ব্যাপারটি হলো, কোনো ওয়েব কিংবা ক্লাউড-সেবায় পাসওয়ার্ড লেখার পাশাপাশি নিয়মিত পরিবর্তন ঘটে এমন কোনো নিশ্চিতকরণ নম্বরও বসাতে হয়। যখনই কোনো ওয়েব-সেবায় এই ধরনের সুবিধা থাকবে, তখনই সেটি চালু করতে হবে। যেমন, ফেসবুকে লগইন অ্যাপ্রুভাল কোড চালু থাকলে, পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর মুঠোফোনে একটি নিশ্চিতকরণ সংকেত আসবে, সেটি নির্দিষ্ট জায়গায় বসানোর পরই কেবল ফেসবুকে প্রবেশ করা যাবে।
সংযুক্ত ফাইলে ক্লিক না করা:
 ই-মেইল অথবা ওয়েবসাইটের মাধ্যমে ক্ষতিকর ম্যালওয়্যার সহজেই কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। এতে কম্পিউটারের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যেতে পারে। তাই সন্দেহজনক কোনো ওয়েব ঠিকানা, ই-মেইলে পাঠানো অপরিচিত কারও সংযুক্ত (অ্যাটাচমেন্ট) ফাইলে হুট করে ক্লিক করবেন না। এ ছাড়া নামানো কোনো ফাইল অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার দিয়ে স্ক্যান করে তবেই ব্যবহার করুন।
নিরাপত্তা সফটওয়্যার:
কম্পিউটারের নিরাপত্তায় একটি ইন্টারনেট নিরাপত্তা বা অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে। প্রোগ্রামটি শুধু ইনস্টল করলেই হবে না বরং এর কার্যকারিতা পেতে হলে সর্বশেষ সংস্করণ অবশ্যই ইন্টারনেট থেকে হালনাগাদ করে নিতে হবে। উইন্ডোজ ভিসতা বা ৭ অপারেটিং সংস্করণের আসল লাইসেন্স থাকলে মাইক্রোসফট সিকিউরিটি অ্যাসেনসিয়ালস প্রোগ্রামটি বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন।

=========================================================================

Saturday, October 26, 2013

Adobe PDF reader ও Adobe Flash Player সব মোবাইলের জন্য – (মোবাইল সফটওয়্যার)

আজ আপনাদের জন্য রয়েছে অতি প্রয়োজনীয় দুটি সফটওয়্যার ।
1. Adobe PDF reader


মোবাইলে তো সবাই বই পড়তে চায় । কিন্তু সফটওয়্যারের কারনে অনেকেই হয়তো বই পড়তে পারেননা । বই পরার জন্য সবথেকে ভাল সফটওয়্যার হল Adobe PDF । নিয়ে নিন এটা ।

সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকেDownload

2. Adobe Flash Player


মোবাইলের জন্য একটি প্রয়োজনীয় সফটওয়্যার হল Adobe Flash Player । এর দ্বারা অনেক ভিডিও চালানুর দরকার হয় । অনেক সফটওয়্যার আছে যা Adobe Flash Player ছাড়া চালানু যায় না । তাই সফটওয়্যার সবারই প্রয়োজন ডাউনলোড করে নিন ।

সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকেDownload


ওয়েবসাইট : www.oshadharon.weebly.com

********************************* END *******************************************

মজিলা ফায়ারফক্সে Facebook ,Youtube সহ যেকোন Flash ভিডিও ডাউনলোড করার সবচাইতে সহজ উপায় ।

ইউটিউব ভিডিও ডাউনলোড করার অনেক উপায় আছে । কিন্তু ফেইসবুকের ভিডিও ডাউনলোড করার তেমন কোন ভাল অপশন নাই । একটা জিনিস লক্ষ্য করেছেন কি ? অনলাইনে যা ভিডিও দেখা হয় তা কিন্ত সব চলে Flash Player এর উপর নির্ভর করে । মানে ফেইসবুক,ইউটিউব এবং অন্যান্য সাইটের ভিডিও চালাতে অবশ্যই প্রয়োজন Flash Player । আর তাই আপনাদের জন্য সংগ্রহ করে আনলাম Flash Player এর ভিডিও ডাউনলোড করার সবচাইতে সহজ উপায় ।   মজিলা ফায়ারফক্সে  ছোট একটি Add-ons ব্যবহার করে এই সুবিধা নিতে পারেন খুব সহজেই ।
প্রথমে এখান থেকে Add-ons যুক্ত করে নিন ।
ব্রাউজারের ডান কোনায় লক্ষ্য করুন নিচের ছবির মতন নতুন অপশন যুক্ত হয়েছে । এবং এইটি সাভাবিক অবস্তয় [X]হয়ে থাকবে ।
নিচের ছবি দেখুন ।
2013-08-05_150116
এবার যেকোন অনলাইন ভিডিও ওপেন করুন । যেমন আমি ফেইসবুকের ভিডিও ওপেন করেছি । নিচের ছবিতে দেখুন ।  [X] টা হালকা নীলে পরিনত হয়েছে । তাতে ক্লিক করলে ডাউনলোউ  অপশন পাবেন । এছড়াও জরুরি ভিত্তিতে Quick Download অপশন পাবেন । এবং সাইজ সহ দেখতে পাবেন ।
নিচের ছবি দেখুন ।

2013-08-05_150032

ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য অনেক ভিডিও অপশন পাবেন । তা সাইজ সহ  দেখতে পাবেন এবং ইচ্ছা মতন ডাউনলোড করতে পারবেন ।


2013-08-05_150435 


************************************** END **************************************

Monday, June 24, 2013

স্টার্টে Shutdown এর বদলে অন্য অপশন যুক্ত করুন..................... (নতুন দের জন্য)

shutdown_pkufmm8sউইন্ডোজ ৭ এর ক্ষেত্রে স্টার্টে গেলেই ডানে Shutdown লেখা থাকে আর Sleep, log off  ইত্যাদি ভিতরে থাকে। কারন সাধারণত এগুলোর মধ্যে সবচেয়ে কাজের হল Shutdown । তবে বিভিন্ন অফিশিয়াল কাজ, দোকান বা যাদের জীবিকা কম্পিউটার এর উপর তাদের Shutdown এর চেয়ে অন্যান্য অপশন গুলই কাজে লাগে। আপনাদের সেই পদ্ধতিই শিখাব। তবে অনেকেই এটা জানতেই পারেন। যারা নতুন শুধু তাদের জন্য।

>>> তাহলে শুরু করা যাক <<<


দেখুন সাধারণত স্টার্ট এ গেলে পাওয়ার বাটন এ Shutdown থাকে ।

1

এখানে অন্য অপশন যুক্ত করার জন্য প্রথমে স্টার্টে বা Shutdown বাটন এ রাইট ক্লিক করুন ।
Properties এ যান ।
তাহলে এরকম একটা বক্স আসবে ।

Capture

সেখান থেকে Start Menu ট্যাব এ যান।
সেখানে Power Button Action থেকে Shutdown  এর বদলে অন্য অপশন এ ক্লিক করুন।
OK করে বেরিয়ে আসুন।
এবার স্টার্ট এ যান, সেখানে আপনার সিলেক্ট করার অ্যাকশান বাটন দেখতে পারবেন।

3

এইভাবে আপনি অ্যাকশান বাটন বদলাতে পারবেন।


════════════════════ஜ۩۞۩ஜ═════════════════╗☯

সাথেই থাকুন।
 Pegion

Saturday, June 22, 2013

যেকোনো ওয়েবপেজকে PDF এ রূপান্তরিত করুন ◧

অনেক প্রয়োজনেই বিভিন্ন ওয়েবপেজ কে PDF এ পরিনত করার প্রয়োজন হতে পারে। আজকের পোস্ট এ আমি আপনাদের কাছে যেকোনো ওয়েবপেজ কে PDF এ রূপান্তরিত করার সহজ উপায় গুল দেখাব। আপনার কাছে যে উপায় ভালো লাগে সে উপায় বেছে নিন।
════════════════════════════════════════════════════════
solution_logoMoving-animated-eyes-finger-pointing-down
════════════════════════════════════════════════════════
◩  প্রথমে এই লিঙ্ক এ যান ► http://pdfmyurl.com/
◩  সেখানে গেলে এরকম একটা সাইট দেখতে পারবেন।
1
◩  আপনি যে ওয়েবপেজকে PDF এ পরিণত করতে চান সেই পেজ এর URL Copy/paste করুন।
 তারপর ডানে P তে চাপ দিন আর PDF ফরম্যাট এ ডাউনলোড করুন।
═════════════════════════════════
║▌║█║▌║▌এরকম আরও ওয়েবসাইটঃ 
●   www.web2pdfconvert.com
●   www.freepdfconvert.com
●   www.websitetopdf.org
  pdfcrowd.com
═════════════════════════════════
আপনি চাইলে Extension বা Addons যুক্ত করতে পারেন। নিচে লিঙ্ক দিলাম।
 Extension:► Save as PDF    Print Friendly & PDF

Addons:►  Save as PDF
════════════════════════════════════════════

Friday, June 21, 2013

উইন্ডোজ সাতের দুই কৌশল...................


ডেস্কটপ স্লাইড শো

উইন্ডোজ সাত অপারেটিং সিস্টেমে আকর্ষণীয় এবং নতুন অনেক ছবি (ওয়ালপেপার) আছে ডেস্কটপে। এগুলো থেকে কোনটি রাখবেন, সেটি বাছাই করা বেশ কঠিন হয়ে যায়। তাই চাইলে প্রতিটি ওয়ালপেপার একের পর এক (স্লাইড শো) দেখানোর ব্যবস্থা করা যায়। এ জন্য ডেস্কটপে মাউসের ডান বোতাম চেপে Personalise নির্বাচন করে সেটি খুলুন। Desktop Background-এ ক্লিক করে select all করুন। Change picture every: থেকে কিছুক্ষণ পর যেটি দেখতে চান, সেটি নির্ধারণ করে Save changes চাপুন। তাহলে এখানে থাকা সব ছবি নির্বাচন এবং সংরক্ষণ হয়ে পর্দায় একের পর এক ছবি দেখাবে। চাইলেই নিজের পছন্দমতো ছবি স্লাইড শোর মাধ্যমে দেখানো যাবে। এ জন্য Browse থেকে যে ছবি দেখাতে চান, সেটি নির্বাচন করে এবং আগের কাজগুলো সম্পন্ন করে Save changes চাপতে হবে।

ইচ্ছামতো লগ-ইন পর্দা
 
চাইলেই উইন্ডোজ সাতের লগ-ইন পর্দায় পরিবর্তন আনা যায়। এ জন্য স্টার্ট মেনু থেকে রান চালু করে regedit লিখে এন্টার করুন। এবার
HKEY^LOCAL^MACHINE>Software>Microsoft>Windows>CurrentVersion>Authentication>LogonUI>Background খুঁজে নিন। এখানে Background-এ ডান ক্লিক করে New থেকে DWORD (32-bit) value নির্বাচন করে OEMBackground নামের একটি নতুন DWORD তৈরি করুন। এবার OEMBackground নামের ডিওয়ার্ডে দুই ক্লিক করে Value data ঘরের মান ১ লিখে OK করুন। এবার backgroundDefault.jpg নামের ২৫৬ কিলো বাইট আকারের নিজের পছন্দমতো একটি ফাইল তৈরি করে নিন। এবার C:>Windows>Szstem32>oobe ফাইল গিয়ে info নামের একটি ফোল্ডার খুলুন। এবার info ফোল্ডারে ঢুকে আবারও backgrounds নামের ফোল্ডার খুলে সেখানে backgroundDefault.jpg নামের ফাইলটি রাখুন। এবার কম্পিউটার রিস্টার্ট করলে লগ-ইন পর্দা আপনার নিজের পছন্দমতো ছবি সেট হয়ে যাবে। 

=================================================================

Wednesday, June 19, 2013

প্রিয় 100 সফটওয়ার এর 25 টি কেমন...................???

প্রিয় 100 সফটওয়ার আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এক সাথে 100 সফটওয়ার দেওয়া সম্ভব নয় তাই আজ আপনাদের সাথে 25 টি শেয়ার করলাম। দেখুন আপনাদের পছন্দ হয় কিনা।



1.PaintStar v2.70
2.Little Fighter 2 
3.Stress Relief 2.0
4.avast! Free Antivirus 7.0.1426
5.DirectX 9.0c Redistributable June 2010
6.CheatBook-DataBase 2009 v1.0
7.Risingware Exp+ Free Edition 3.1.0
8.Download Accelerator Plus 9.7.0.7
9.Microsoft Games for Windows – LIVE 3.5.50.0
10.Continuum 0.40
11.Knight Online MMO
12.Fat32Formatter 1.0
13.McAfee SuperDAT Update 6650
14.FairUse4WM 1.3 Fix-2
15.AVG AntiVirus Free 2012 12.0 Build 1913a4770

16.Spybot – Search and Destroy 2.0.7 Beta 5
17.CheatBook-DataBase 2010
18.Microsoft Visual Basic 2008 Express Edition
19.CDBurnerXP Pro Portable 4.4.0.2971
20.LicenseCrawler 1.8.0.207
21.Youtube Downloader 3.3
22.Windows Media Player 9
23.Microsoft Visual C++ 2010 Redistributable Package
24.Readon TV Movie Radio Player 7.5.0.0
25.Free OCR 3.0

********************************************************************************

avast! Free Antivirus(latest) + 2038 সাল পর্যন্ত লাইসেন্স...........................!!!



#কম্পিউটার ব্যবহার করলেই এন্টিভাইরাস ব্যবহার করতে হয়। আর বর্তমানে বেশীর ভাগ লোকই ফ্রি এন্টিভাইরাস হিসাবে Avast Antivirus কেই সবেচেয়ে বেশী প্রধান্য দেয়। কারণ এটি ফ্রি হিসাবে দারুন কাজ করে থাকে। তবে বলতে হবে যে আপনি সাধারণত এর ফ্রি ভার্সন গুলোকে যদি পিসি তে সেটআপ দিয়ে নিন। তাহলে এন্টিভাইরাসটি আপনাকে এক মাসের ট্রায়েল ভার্সন সুবিধা দিবে। তবে অনেক উপায়েই এভাষ্টএর ফ্রি সিরিয়াল সংগ্রহ করা যায়। এর মধ্যে অন্যতম একটি উপায় হল যে, আপনি যদি Avast Antivirus এর কর্তৃপক্ষকে আপনার ই-মেইল আইডি দিয়ে সিরিয়ালের জন্য রিকোয়েষ্ট করেন তাহলে দেখবেন ঘন্টখানেক পরই আপনার মেইল ইনবক্সে ওরা একটি সিরিয়াল পাঠিয়ে দিবে, যা আপনি এক বছরের জন্য নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। কিন্তু এত ঝামেলা কে করতে যাবে, আর তাও মাত্র এক বছরের জন্য।



তাই আমার সংগৃহীত তিনটি সিরিয়াল কী দিয়ে আপনি মেয়াদ পাবেন ২০৩৮ পযর্ন্ত !!! তাই যাদের কাছে এখনও এই সিরিয়াল কী গুলো সংগ্রহে নাই তাদের জন্যই আমার এই পোষ্ট। যদি মনে করেন আপনার প্রয়োজন আছে তাহলে এখনি ডাউনলোড করে নিতে পারেন।নিচে তিনটি serialই আমি দিয়ে দিলাম। আপনার যেটি ইচ্ছা ডাউনলোড করে নিন। প্রয়োজনে তিনটিই ডাউনলোড করে সংগ্রহ করে নিন।


আপলোডের সুবিধার্থে আমি এগুলোকে .rar আকারে রেখেছিতাই এটিকে Extract করার জন্য WinRAR, 7zip প্রভূতি প্রয়োজন
যদি আপনার কাছে WinRAR বা 7zip না থাকে তাহলে আপনাদের সুবিধার্থে ডাউনলোড করার জন্য নিচের লিংক গুলো ফলো করুন। ( খুবই কাজের সফটওয়্যার)

“CLICK HERE FOR DOWNLOAD: THE WinRAR”(মাত্র ১.৩৩ এম বি)

“CLICK HERE FOR DOWNLOAD: 7zip” (মাত্র ৯০০ কেবি)
WinRAR বা 7zip ডাউনলোড হয়েগেলে তা সেটআপ নিয়ে প্রথমে ডাউনলোড করা.rar নামক ফাইল টির উপর রাইট বাটন ক্লিক করে Extract করে নিনএখন আর দশটি সফটয়ের মতই এটিকে সেটআপ করে নিন
Serial.rar নামক ফাইলগুলোর উপর রাইট বাটন ক্লিক করে Extract করে নিন
আর যদি এন্টিভাইরাসটির latest ভার্সনটির প্রয়োজন থাকলে ডাউনলোড করে নিতে পারেন।
                           Download: Avast Antiviras (latest)

#############################################################################

PDF ফাইল কাটা ছিড়া এবং জোড়া লাগাতে Ap PDF Split-Merge 2.5.


যা দিয়ে অনেকগুলো PDF ফাইল একত্রে ১টি ফাইলে পরিনত করতে পারবেন সহজেই। আপনি চাইলে অনেক পেজের একটি বড় ফাইলকে আলদা আলাদা করে ফেলতে পারবেন নিমেষেই এই সফ্টওয়্যারটির সাহায্যে । Ap PDF Split-Merge নামের এই এপলিকেশনটির সাইজও মাত্র ১.৭৪ মেগাবাইট।


আর এটা পোর্টেবল হওয়ায় ইনষ্টল করার কোন প্রয়োজন নাই। যাষ্ট ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিবেন। আর ওপেন করে কাজ শুরু করে দিন ।
আসলেই এটা অনেক ইজি এবং কাজের।

ডাউনলোড লিংক >> http://www.mediafire.com/?cqci21jlhb5nmwx

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! END !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

মেছে থাকেন তাদের জন্য ম্যানেজারী হিসাব নিকাশের দারুন একটি সফটওয়ার................


দেশে প্রায় ৮০% ছাত্র ছাত্রী মেস বা বাসা বাড়িতে থেকে পড়াশুনা করে। এই মেস লাইফে সবচাইতে কঠিন কাজটি হিসেবে এই ম্যানেজারি হিসাব নিকাশকেই অনেকে মনে করে।



আপনি নিচের এই লিংক থেকে মাএ ৩৫ কিলোবাইটের এম এসএক্সএল এ করা সফটওয়ার টি ডাউনলোড করে নিন। এবার এটি ওপেন করে আপনি একনজর চোখ বুলিয়ে নিন এবং এর ব্যাবহার টা একবার বুঝে করে ফেলুন দেখবেন পরবর্তিতে সহজ হয়ে গেছে।

http://www.mediafire.com/?nu0n6i5zwl1l663

এভাবে আপনি প্রতি মাসে খুব সহজে এই সফটওয়ার টি ব্যাবহার করে ম্যানেজারি হিসাবের এই কঠিন কাজটি খুব সহজে সেরে নিন।

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

চমৎকার একটি PDF ক্রিয়েটর...........................!!!

যেকোন ফাইলকে pdf ফাইলে কনভার্ট করার জন্য চমৎকার একটি ফ্রী টুল।
এটা ওপেন সোর্সের তাই কোন সিরিয়াল কী লাগবে না। এটা দিয়ে pdf ছাড়াও PNG, JPG, TIFF, BMP, PCX, PS, EPS ফাইলে কনভার্ট করা যাবে।


খুব সহজ উপায় ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমে কাজ সম্পন্ন করা হয়ে থাকে এটা দিয়ে।
এটা Windows XP / 2003 / Vista / Windows7 অপারেটিং সিষ্টেমে সাপর্ট করে।

ডাউনলোড লিংকhttp://www.mediafire.com/?9glpl58vt4uisq9

ব্যবহার করেই দেখুন; আসলেই চমৎকার একটি সফ্টওয়্যার।

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

ওয়েবসাইট তৈরি করার বাংলা E-Book – (Joomla..........!!!)


Joomla! Bangla Ebook


এমন একটি E-Book এর সন্ধান পেয়েছি যা প্রায় সবাই মনে মনে খুজে বেরাচ্ছেন।
লিংকে গিয়ে Download বাটনে মাউসের Right বাটনে ক্লিক করে Save link as অথবা Save target as এ ক্লিক করে সেভ করে নিন PDF ফাইলটি।



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! END !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Kaspersky Antivirus (1 YEAR LEGAL LICENCE) নিয়ে নিন.................!!!

Kaspersky Antivirus 1 YEAR LEGAL LICENCE
Image
সবাই কে আমার সালাম জানাই, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম Kaspersky Antivirus 1 YEAR LEGAL LICENCE।
আমরা সবাই ভালো করে জানি আইটার মূল্য কামন, সবাই তো আর কিনে ব্যাবহার করতে পারবে না তাই আমি আজ এই টা ফ্রী
নিয়ে আসলাম। প্রথমে যা করতে হবে ডাউনলোড করে নাও আপডেট Kaspersky Antivirus ফাইল । mediafire লিঙ্ক তাই ডিলিট হলে বলেন আমি আবার upload করে দিবো।

যাদের Asus মাদারবোর্ড তাদের জন্য ডাউনলোড ।
http://www.asus.com/event/2013/mb/KL_ASUS_ROG/index.htm

আন্য সকল মাদারবোর্ড এর জন্য এইটা ডাউনলোড করো
http://www.kaspersky.com/anti-virus-latest-versions
ডাউনলোড করা শেষ করে ইন্সটল করে নিন। ইন্সটল করা হইগেলা ডাউনলোড করো এর ১ YEAR LEGAL LICENCE
ডাউনলোডঃ এইখানে mediafire লিঙ্ক..............................................................!!!

Saturday, June 15, 2013

টাস্কবারের এক্সপ্লোরারে যেকোনো ফোল্ডার

মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভিস্তা এবং ৭ এর টাস্কবারে এক্সপ্লোরার আইকন থাকে। এটিতে ক্লিক করলে উইন্ডোজের আগে থেকে নির্বাচন করা (ডিফল্ট) জায়গা হিসেবে লাইব্রেরিতে ঢুকে যায়। চাইলেই এটিকে পরিবর্তন করে পছন্দমতো জায়গা (ডিরেক্টরি) নির্বাচন করা যাবে। এ জন্য এক্সপ্লোরার আইকনে মাউসের ডান বোতাম চাপুন। এবার Windows Explorer-এ ডান ক্লিক করে Properties নির্বাচন করুন। এখানে Target এর ঘরে %windir%/explorer.exe ঠিকানার পাশে একটি স্পেস দিয়ে যে ড্রাইভে যেতে চান সেটি লিখুন। এই ঘরে %windir%/explorer.exe D: লিখে দিলে এক্সপ্লোরার বোতাম চাপলে সরাসরি D: ড্রাইভে নিয়ে যাবে। এ ছাড়া সরাসরি কম্পিউটারে ঢুকতে %windir%/explorer.exe ::{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D} লিখুন। মাই ডকুমেন্টসে ঢুকতে %windir%/explorer.exe ::{450D8FBA-AD25-11D0-98A8-0800361B1103} লিখুন।
একইভাবে এই ঘরে যে ঠিকানা লিখবেন, এক্সপ্লোরার আপনাকে সরাসরি সেই ঠিকানায় (লোকেশন) নিয়ে যাবে।


================================== END ==================================

Friday, June 14, 2013

উইন্ডোজের শর্টকাট কি

মাইক্রোসফট উইন্ডোজে অনেক কাজই করা যায় কি-বোর্ডের কয়েকটি বোতাম টিপেই। এ রকম কিছু শর্টকাট কি ও সেগুলোর কাজের বর্ণনা নিচে দেওয়া হলো—
Alt + Tab টাস্কবারে মিনিমাইজ করা ফাইল খোলা।
Alt + Shift + Tab একই সময়ে মিনিমাইজ করা অন্য আরেকটি ফাইলখোলা।
Ctrl + Tab বিভিন্ন আইকন বা খোলা থাকা ফাইলেকারসর নিয়ে যাওয়া।
Ctrl + Shift + Tab মাই ডকুমেন্টসে কারসর নিয়ে যাওয়া।
Alt + Print Screen স্ক্রিনশট তৈরি করা।
Ctrl + Alt + Del শাটডাউন, রিস্টার্ট, লগ-অফ ইত্যাদি করার জন্য ডায়ালগ বক্স খোলা।
Ctrl + Shift + Esc উইন্ডোজ টাস্কবার খোলা।
Ctrl + Esc স্টার্ট মেনুতে প্রবেশ।
Alt + Esc টাস্কবারে মিনিমাইজ করা ফাইল নির্বাচন করা।
Alt + Spacebar ফাইল খোলা অবস্থায় রিস্টোর, মিনিমাইজ ও ক্লোজ সক্রিয় করা
Alt + Enter নির্বাচিত আইকনের প্রপার্টিজ দেখা।
Shift + Del নির্বাচিত ফাইল বা ফোল্ডারকে হার্ডডিস্ক থেকে একেবারে মুছে ফেলা।
F1 উইন্ডোজ হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার খোলা।
F2 নির্বাচিত ফাইল বা আইকনের নাম পরিবর্তন করা (রিনেম)।
F3 ফাইল খোঁজা।
F4 অ্যাড্রেসবার থেকে ড্রাইভ বা ফাইল খোঁজা।
Alt + F4 চলতি প্রোগ্রাম বন্ধ করা বা উইন্ডোজ শাটডাউন করা।
Ctrl + F4 খোলা ফাইল বন্ধ করা।
F6 অ্যাড্রেসবার নির্বাচিত ও অন্যান্য ড্রাইভ বা অপশন নির্বাচন করা।
F8 চালু হওয়ার সময় উইন্ডোজ সেফ মুডে থাকবে।
F10 মাই কম্পিউটারের ফাইল মেনুবার নির্বাচন ও অন্যান্য মেনুবারের প্রথম অক্ষরে আন্ডারলাইন তৈরি।
WINKEY স্টার্ট মেনু খুলবে।
WINKEY + F1 উইন্ডোজ হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার খোলা।
WINKEY + Pause/Break সিস্টেম প্রপার্টিজ ডায়ালগ বক্সে প্রবেশ করা।
WINKEY + D ডেস্কটপ রিফ্রেশ করা এবং অন্যান্য মেসেজ বক্স বন্ধ করা।
WINKEY + E মাই কম্পিউটার ফোল্ডার খোলা।
WINKEY + F সার্চ রেজাল্ট বক্স খোলা।
WINKEY + Ctrl + F সার্চ রেজাল্ট বক্সে নাম দিয়ে কম্পিউটার খোঁজা (নেটওয়ার্কের ক্ষেত্রে)।
WINKEY + L কম্পিউটার চালু হওয়ার সময়ের পাসওয়ার্ড বক্স খোলা ও পাসওয়ার্ড দেওয়া।
WINKEY + M মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস ইত্যাদি উইন্ডো মিনিমাইজ করা।
WINKEY + Shift + M মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস ইত্যাদি মিনিমাইজ করা উইন্ডো খোলা।
WINKEY + R রান বক্স খোলা।
WINKEY + U ইউটিলিটি ম্যানেজার খোলা।
WINKEY + Tab মিনিমাইজ করা ডকুমেন্ট বা উইন্ডো নির্বাচন করা।

**********************************************************************************

Thursday, May 30, 2013

ফেসবুকের শর্টকাট কি...............

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের আছে কিছু শর্টকাট পদ্ধতি, যা ব্যবহার করে সময় বাঁচানো যাবে। এমন কিছু শর্টকাট কি দেওয়া হলো।

একেক অপারেটিং সিস্টেম ও ইন্টারনেট দেখার সফটওয়্যারের (ব্রাউজার) জন্য আলাদা আলাদা কি চেপে নির্দিষ্ট কাজের কি-টি চাপতে হবে।

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারী এবং মজিলা ফায়ারফক্সের জন্য Alt+Shift , গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য Alt চাপুন।

ম্যাক অপারেটিং সিস্টেমের ফায়ারফক্সের জন্য Function+Ctrl এবং অন্যান্য ব্রাউজারের জন্য Option Ctrl চেপে---->

নিচের কি গুলো চাপলে দ্রুত করা যাবে সব কাজ:-

M — নতুন বার্তা (মেসেজ) পাঠানোর জন্য।
? — কার্সর সার্চের ঘরে চলে যাবে এবং যেকোনো কাউকে খুঁজে নেওয়া যাবে।
1 — ফেসবুকের মূল পাতায় (হোম) চলে যাবে।
2 লগইন করা প্রোফাইল পাতায় যাবে।
3 বন্ধু বানানোর অনুরোধ করা যাবে।
4 নির্দিষ্ট কাউকে বার্তা পাঠানো যাবে।
5 অ্যাকাউন্টের সব বিজ্ঞপ্তি (নোটিফিকেশন) দেখাবে।
6 ব্যক্তির অ্যাকাউন্ট বিন্যাস (সেটিংস) আসবে।
7 গোপনীয়তা বিন্যাস (প্রাইভেসি সেটিং) আসবে।
8 ফেসবুকের পাতা চলে আসবে।
9 ফেসবুকের বিবৃতি এবং অধিকার নিযুক্তি (স্টেটমেন্ট ও রাইট এনগেজমেন্ট) দেখাবে।
0 ফেসবুকের হেল্প সেন্টার চালু হবে।
J নিউজ ফিডের পরের পোস্ট দেখতে।
K নিউজ ফিডের আগের পোস্ট দেখতে।
L যেকোনো পোস্ট, ছবি লাইক করতে।

===========================================================================

Tuesday, May 28, 2013

ওয়ার্ডপ্রেস ইনস্টল করা

কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) হিসেবে ওয়ার্ডপ্রেস বেশ জনপ্রিয়। ইন্টারনেটে আউটসোর্সিংয়ের কাজ যেখানে পাওয়া যায় সেই মার্কেটপ্লেসগুলোতেও ওয়ার্ডপ্রেসের অনেক কাজ থাকে। ওয়েবসাইট তৈরির জন্য তুলনামূলক অনেক সহজ হলো ওয়ার্ডপ্রেস। কারণ, এর মাধ্যমে অনেক সহজেই ওয়েবসাইট তৈরি করা যায় কোনো রকম প্রোগ্রামিংয়ের ধারণা ছাড়াই। ওয়ার্ডপ্রেস শেখার জন্য আপনার কম্পিউটারে xampp সফটওয়্যারটি ইনস্টল করে তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করে চর্চা করতে পারেন।
ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে http://abcomputertips.blogspot.com/2013/04/installing-wordpress.html ঠিকানা থেকে xampp সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করুন। তারপর ইন্টারনেট ব্রাউজার ওপেন করে http://localhost/phpmyadmin ঠিকানা থেকে Databases-এ ক্লিক করুন। এখন Create database-এ কোনো নাম (যেমন database) লিখে Create বাটনে ক্লিক করুন। তাহলে database নামে একটি ডেটাবেস তৈরি হয়ে যাবে।
এখন http://wordpress.org/download ঠিকানা থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আনজিপ করে সি ড্রাইভের htdocs (C:/xampp/htdocs) ফোল্ডারের ভেতরে পেস্ট করুন। এখন আবার ইন্টারনেট ব্রাউজার ওপেন করে http://localhost/wordpress/ ঠিকানায় যান। তারপর Create a Configuration File বাটনে ক্লিক করুন। তারপর Let¤s go! বাটনে ক্লিক করুন। নতুন পেজ ওপেন হলে Database Name-এ আপনার ডেটাবেসের নাম (database) লিখুন। User Name-এ root লিখুন। Password-এ কোনো কিছু লেখার দরকার নেই। আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। এখন Submit বাটনে ক্লিক করুন। তারপর Run the install বাটনে ক্লিক করুন। নতুন পেজ ওপেন হলে Site Title-এ কোনো কিছু লিখুন। Username-এ admin এবং Password-এ দুবার পাসওয়ার্ড লিখুনYour E-mail-এ আপনার ই-মেইল আইডি লিখুন। এখন Install Wordpress-এ ক্লিক করুন। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এখন ওয়ার্ডপ্রেসে লগইন করার জন্য http://localhost/wordpress/wp-login.php ঠিকানায় যান। এখানে Username-এ admin এবং Password-এ আপনার দেওয়া পাসওয়ার্ড লিখে Log In বাটনে ক্লিক করুন। তাহলে ওয়ার্ডপ্রেসে লগইন হয়ে যাবে। তারপর ড্যাসবোর্ড থেকে পছন্দমতো করে পোস্ট, পেজ যোগ করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি সাজাতে পারেন।

Monday, May 27, 2013

ব্লগে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করুন.…

যারা ব্লগ ব্যবহার করে থাকি তারা শুধু চাই ব্লগকে কিভাবে আর্কষণীয় করে তুলা যায়। যা আপনার ব্লগে যুক্ত করলে যারা ভিজিট করবে তারা ফেসবুক ব্যবহার কারী হলে ফেসবুক থেকে সরাসরি আপনার ব্লগে কমেন্ট করতে পারবে।
দেরি না করে কাজে আসি…..
প্রথমে আপনার ব্লগে যান।
ব্লগ থেকে layout >> add gadget এ যান ।
তারপর সেখান থেকে  html/javascript সিলেক্ট করুন ।
এ বার html/javascrip এর খালি বক্সে নিম্মের কোডটি কপি করে পেষ্ট করুন
<script>(function(d){
var js, id = ‘facebook-jssdk’; if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(‘script’); js.id = id; js.async = true;
js.src = “//connect.facebook.net/en_US/all.js#xfbml=1″;
d.getElementsByTagName(‘head’)[0].appendChild(js);
}(document));</script>
<div data-href=”http://desktopbangladesh.blogspot.com/” data-num-posts=”10″ data-width=”500″></div>
desktopbangladesh.blogspot.com এর জায়গায় আপনার ব্লগের নামটা দিন।
এবং Save ButtonClick করে সেভ করুন কাজ শেষ।
এবার ব্লগ দেখুন।

ইন্টারনেটের স্বাস্থ্য পরীক্ষা করেছেন কি? না করলে চরম মিস!!!

হয়তো ভাবছেন, ইন্টারনেটের স্বাস্থ্য আবার কেমন হয়? তা আপনার স্বাস্থ্য থাকলে আবার ইন্টারনেটের স্বাস্থ্যই বা থাকবে না কেন? :D  
তাই আপনার ইন্টারনেটের ছোট্ট স্বাস্থ্য পরীক্ষা করতে হাজির হলাম একটি চমৎকার সফটওয়্যার নিয়ে । আর  স্বাস্থ্য পরীক্ষা  করবেন আপনি নিজেই, অন্য কোন ডাক্তার লাগবেো না। :-)


ds

স্বাস্থ্য পরীক্ষার কার্যকলাপঃ
  • প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
  • এখন ডেস্কটপ থেকে ‘Net Checker’ সফট ওপেন করুন।
  • উপরের ছবির মত ১ ও ২ নং অপশন দেখতে পারবেন।
  • ১ নং (1) চাপলে আপনার নেট কানেক্ট আছে কি না ও অবস্থা জানাবে।
  • ২ নং (2) চাপলে আপনার নেটের স্বাস্থ্য দেখাবে।
  • অর্থাৎ স্পীডের অবস্থা, সাইট লোডটাইম, আইপি সেকশন ইত্যাদি তথ্য পাবেন।
  • মোট কথায়  ইন্টারনেটের স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত পরীক্ষা করা যাবে।

Download Here
Net Checker || 169 KB
.

————আল্লাহ্‌ হাফেজ————

Windows 7 এর দরকারী কিছু টিপস

Windows 7 এর দরকারী কিছু টিপস দেখাবো যেটির সাহায্যে আপনারা আনেক কিছু জানতে পারবেন।

windows
Windows + Space

এটি উইন্ডোজ সেভেনেরই আরেকটি শর্টকাটের মতই। এই কম্বিনেশানে হিট করা মাত্রই আপনার ওপেন রাখা সমস্ত উইন্ডো ট্রান্সপারেন্ট হয়ে উঠবে। কিন্তু আপনাকে এই কম্বিনেশানে হিট করে ধরে রাখতে হবে। ছেড়ে দেয়ার সাথে সাথে এই ইফেক্ট ডিএ্যাকটিভ হয়ে পড়বে।

Windows + E

শর্টকাটটি এ্যাপ্লাই করা হলে আপনার লাইব্রেরি ফোল্ডারকে শো করার জন্যে অটোমেটিক্যালি একটি উইন্ডোজ এক্সপ্লোরার অন হবে।

Windows + P
আপনার মাল্টিপল মিনটরকে আরো সহজে ম্যানেজ করার জন্যে এই শর্টকাটটি সংযুক্ত করা হয়েছে। শর্টকাটটি এ্যাপ্লাই করার পরেই আপনার ডেস্কটপে একটি ওভারলে এ্যাপিয়ার করবে যার মাধ্যমে আপনি আপনার সেকেন্ড ডিসপ্লে এবং প্রজেক্টর কে কন্ট্রোল করতে পারবেন। আবার আপনি চাইলে একটি সিঙ্গেল মনিটর থেকে ডুয়াল ডিসপ্লে এবং এক্সটেন্ডেড ডেস্কটপ মোডে সুইচ করতে পারেন।
Windows + Shift + Left/Windows + Shift + Right
আপনি যদি একাধীক ডিসপ্লে ব্যবহার করে থাকেন ( আজকাল অনেকেই করে ) তাহলে এই শর্টকাটের মাধ্যমে আপনি ইন্সট্যান্টলি এক স্ক্রীন থেকে আরেকটিতে ট্রান্সফার হতে পারবেন। সাধারণত মাল্টিপল ডকুমেন্টে কাজ করার সময় এটি ইফেক্টিভ একটি ফিচার।
Ctrl + Shift + Click
কোন এ্যাপ্লিকেশানে এ্যাডমিনিস্ট্রাটিভ এ্যাকসেস পেতে চাইলে ঐ এ্যাপ্লিকেশান লঞ্চ করার সময় Ctrl + Shift চেপে এ্যাকটিভ করতে হবে।

Alt + P

ফাইল প্রিভিউকে এ্যাকটিভ করতে একটি কমান্ডটি ব্যবহার করা হয়।
Windows + + ( প্লাস কী ) এবং Windows + – ( মাইনাস কী )
এটি ইউন্ডোজ সেভেনের ম্যাগনিফাইয়িং ফিচার। উইন্ডোজ কী চেপে ধরে প্লাস অথবা মাইনাস কী তে স্ট্রোক করে আপনি আপনার ডেস্কটপের যে কোন অংশ ম্যাগনিফাই করতে পারবেন।

 Windows + Up এবং Windows + Down

যে কোন উইন্ডো সাইজকে মাক্সিমাম করতে উইন্ডোজ এবং আপ কী চেপে ধরলে তা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আবার একই ভাবে উইন্ডোজ এবং ডাউন কী চাপলে উইন্ডোটি মিনিমাইজ হবে। তবে দুঃখের কথা পুনরায় ।উইন্ডোজ এবং আপ কী চাপরে তা ম্যাক্সিমাইজ হয়ে রিস্টোর হয় না
Windows + Left এবং Windows + Right
উইন্ডোজ সেভেনের একটি চোখে পড়ার মত ফিচার আছে। এখানে মাউজ দিয়ে সিম্পলি বাম থেকে ডানে ড্র্যাগ করে উইন্ডো সাইজকে আপনার ডেস্কটপের অর্ধেকে নিয়ে আসতে পারবেন।
বি:দ্র: আপনি এই পদ্ধতিগুলো যেকোন উইন্ডোজে করতে পারেন।
***********************************************************************************

কিছু ভালো ফুল ভার্সন পেইড সফটওয়্যার কাজে আসবে।

কিছু পেইড  ফুল ভার্সন সফটওয়্যার

প্রথমে নামিয়ে ফেলুন   ‘ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার’ এই সফটওয়্যার দিয়ে কি হই তা আমরা ভালকরে জানি।
এইটা  প্যাঁচ এর পিকচার নিউ ভার্সন।
Image

ডাউনলোড করার জন্য এই খানে । সব কিছু সাইট এ বিস্তারিত লিখা আসে এরপর যদি কার সমস্যা হই আমাকে এই পোস্ট এর নিচে জানান।

Trojan Remover 6.8.5 Build 2615 + Crack-FFF/Serial

হা এই সফটওয়্যার দিয়ে আপনার কম্পিউটার এর  autorun virus মুক্ত করতে পারেন
ImageTrojan Remover aids in the removal of Malware – Trojan Horses, Worms, Adware, Spyware – when standard anti-virus software either fails to detect them or fails to effectively eliminate them. Standard antivirus programs are good at detecting this Malware, but not always good at effectively removing it. 
Trojan Remover runs on Windows 7 and 8, Vista and XP, 32bit and 64bit.
ডাউনলোড করতে এই খানে জান এইটা আমার সাইট

USB Disk Security  6.2.0.125 final full version


Image

USB Disk Security provides 100% protection against any threats via USB drive, however, the majority of other products are unable even to guarantee 90% protection. USB Disk Security is the best antivirus software to permanently protect offline computer without the need for signature updates, but other antivirus software should update signature database regularly, and they cannot effectively protect offline computer. This light and easy to use solution is 100% compatible with all software and doesn’t slow down your computer at all. You pay USB Disk Security once and get it all, however, other antivirus products should be paid for updates every year.
হা বন্ধুরা এই সফটওয়্যার  সম্পর্কে আপনা রা সবাই ভালো জানান এই সফটওয়্যার দারা  USB এর দারা কোন virus  আপনার কম্পিউটার এ জাবা না। তারাতারি ডাউনলোড করে নাও
ডাউনলোড করতে আমার সাইট এইটা আমার সাইট

Xilisoft HD Video Converter 6.8.0 Build 1101 + Portable

Image
বন্ধরা এই সফটওয়্যার দিয়ে Hd Movie, Video Song, ফরমেত করতে পারি এই সফটওয়্যার এর বিস্তাতারিতো আমার সাইট এ দাও আসে
Output Device Support:
• iPod, iPod nano, iPod classic, iPod shuffle, iPod touch
• iPhone, iPhone 3G, Apple TV
• PSP, PS3
• Xbox, Xbox 360
• General 3GP support mobile phone, BlackBerry, etc.
• General MP4 players: Archos, Creative Zen, iRiver, etc.
• Window Mobile device: Pocket PC, Dell Axim X51, HP iPaq hw6500 series, etc.

TeraCopy PRO 2.22 Final ACTIVATED || Just Install & Use

ImageImage

এই সফটওয়্যার দিয়ে কপি পেস্ট তারিতারি করা যাই ডাউনলোড লিঙ্ক

DU Meter version 6.20 (new)নেট এর স্পিড জানার সফটওয়্যার

Image

এই সফটওয়্যার দিয়া আপনারা নেট এর স্পীড জানতে পারবেন   ডাউনলোড লিঙ্ক ।
কোন কিছু ভুল হলে ক্ষমা করে দিয়েন। আর এই রকম আরও ফুল ভার্সন যে কোন সফটওয়্যার আর জন্য আমাদের সাইট এ যেকোনো Software এর জন্যে এখনে অনুরোধ করুন ।

আমাদের সাইট আর নাম  http://www.orthohin.com
==================================================================

Saturday, May 25, 2013

পেন ড্রাইভ বা মেমোরি কার্ড থেকে ডিলেট হয়ে যাওয়া ফাইল গুলি ফিরে পেতে চাইলে।

এক মহা মুল্যবান সফটওয়্যার, যা দিয়ে আপনি আপনার মেমোরি কার্ড ও পেন ড্রাইভ থেকে ডিলেট হয়ে যাওয়া ছবি, মুভি ও সাউন্ড ( বিভিন্ন ফরম্যাটের ) ফাইল গুলিকে ফিরে পেতে পারেন অনায়াসে। সফটটির নাম Card Recovery v3.60.1012 
প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন Card Recovery v3.60.1012 কে। (মাত্র ৯৫৮ কেবি) সাথে আছে সিরিয়াল কি।
তাহলে দেখে নেয়া যাক কিভাবে এই সফট দিয়ে আপনি কাজ করবেন?

ডাউনলোড করার পর উইন রার দিয়ে এক্সট্রাক্ট করলেই পেয়ে যাবেন সেট আপ ফাইল। তা দিয়ে পিসি তে ইন্সটল করুন এবং এরপর সিরিয়াল কি বসিয়ে একে ফুল ভার্সন করে নিন। Card Recovery কে ডেস্কটপ আইকন এ ডাবল ক্লিক করলেই নিচের চিত্রের মত পাবেন——————–


এখানে আপনি ইউ এস বি পোর্টে মেমোরি কার্ড বা পেন ড্রাইভ প্রবেশ করিয়ে Next এ ক্লিক করুন এবং নিচের চিত্রটি দেখুন—————



এখানে আপনি Drive Letter সিলেক্ট করুন, Camera Brand and File Type এ টিক চিহ্ন দিন যা আপনি রিকভার করতে চান যেমন———- Photos, Movies & Sound এ। আপনি রিকভার করা ফাইল গুলি যেখানে রাখতে চান তা Destination Folder এ Browse করে দেখিয়ে দিন এবং Next এ ক্লিক করুন। এবার নিচের চিত্রের মত দেখতে পাবেন————



আপনি এখানে কত টুকু জায়গা কে স্ক্যান করতে চান তা দেখিয়ে দিতে পারেন। এবার OK করুন Next এ ক্লিক করুন।  এবার নিচের চিত্রের মত পাবেন——————–



ঠিক উপরের চিত্রের মত স্ক্যান করবে। স্ক্যান শেষ হলে Next এ ক্লিক করুন,  নিচের চিত্রের মত আসবে———–



এখানে OK করুন ও Next এ ক্লিক করুন  এবার নিচের চিত্রের মত পাবেন—————



এখানে আপনার মেমোরি অথবা পেন ড্রাইভ স্ক্যান শেষে রিকভার করা ফাইল গুলি সেভ হবে আপনার দেখিয়ে দেয়া ফোল্ডারে। এবার আপনি অনায়াসে হারিয়ে যাওয়া ফাইল গুলি কে ফেরত নিয়ে নিন।

==========================================================================

Facebook