Advanced System Care সফটওয়্যারের কথা আমার থেকে আপনারাই বেশি ভাল
জানেন। তাই এটা নিয়ে বেশি কিছু বলব না। এটা দিয়ে আপনার ম্যালওয়ার
ভাইরাস, পিসি অপ্টিমাইজ, র্যাম ক্লিনার, ডিস্ক ক্লিনার, ডিস্ক অপ্টিমাইজ,
ডিস্ক ডিফ্রেগমেন্ট সহ আরো অনেক কাজ করতে পারবেন। প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। রার ফাইলটির পাসওয়ার্ড হিসেবে লিখুন rubel । এটা এক্টিভ করতে Advanced System Care সফটি রান করে নিচে Active Now ক্লিক করে সিরিয়াল নম্বর দিয়ে এটাকে ফুল ভার্সন করে নিন।
আসুন দেখে নিই এটা দিয়ে কি কি করা যাবে।


**********************************************************************************