Search Box

Monday, June 24, 2013

স্টার্টে Shutdown এর বদলে অন্য অপশন যুক্ত করুন..................... (নতুন দের জন্য)

shutdown_pkufmm8sউইন্ডোজ ৭ এর ক্ষেত্রে স্টার্টে গেলেই ডানে Shutdown লেখা থাকে আর Sleep, log off  ইত্যাদি ভিতরে থাকে। কারন সাধারণত এগুলোর মধ্যে সবচেয়ে কাজের হল Shutdown । তবে বিভিন্ন অফিশিয়াল কাজ, দোকান বা যাদের জীবিকা কম্পিউটার এর উপর তাদের Shutdown এর চেয়ে অন্যান্য অপশন গুলই কাজে লাগে। আপনাদের সেই পদ্ধতিই শিখাব। তবে অনেকেই এটা জানতেই পারেন। যারা নতুন শুধু তাদের জন্য।

>>> তাহলে শুরু করা যাক <<<


দেখুন সাধারণত স্টার্ট এ গেলে পাওয়ার বাটন এ Shutdown থাকে ।

1

এখানে অন্য অপশন যুক্ত করার জন্য প্রথমে স্টার্টে বা Shutdown বাটন এ রাইট ক্লিক করুন ।
Properties এ যান ।
তাহলে এরকম একটা বক্স আসবে ।

Capture

সেখান থেকে Start Menu ট্যাব এ যান।
সেখানে Power Button Action থেকে Shutdown  এর বদলে অন্য অপশন এ ক্লিক করুন।
OK করে বেরিয়ে আসুন।
এবার স্টার্ট এ যান, সেখানে আপনার সিলেক্ট করার অ্যাকশান বাটন দেখতে পারবেন।

3

এইভাবে আপনি অ্যাকশান বাটন বদলাতে পারবেন।


════════════════════ஜ۩۞۩ஜ═════════════════╗☯

সাথেই থাকুন।
 Pegion

Facebook