Search Box

Thursday, May 30, 2013

ফেসবুকের শর্টকাট কি...............

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের আছে কিছু শর্টকাট পদ্ধতি, যা ব্যবহার করে সময় বাঁচানো যাবে। এমন কিছু শর্টকাট কি দেওয়া হলো।

একেক অপারেটিং সিস্টেম ও ইন্টারনেট দেখার সফটওয়্যারের (ব্রাউজার) জন্য আলাদা আলাদা কি চেপে নির্দিষ্ট কাজের কি-টি চাপতে হবে।

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারী এবং মজিলা ফায়ারফক্সের জন্য Alt+Shift , গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য Alt চাপুন।

ম্যাক অপারেটিং সিস্টেমের ফায়ারফক্সের জন্য Function+Ctrl এবং অন্যান্য ব্রাউজারের জন্য Option Ctrl চেপে---->

নিচের কি গুলো চাপলে দ্রুত করা যাবে সব কাজ:-

M — নতুন বার্তা (মেসেজ) পাঠানোর জন্য।
? — কার্সর সার্চের ঘরে চলে যাবে এবং যেকোনো কাউকে খুঁজে নেওয়া যাবে।
1 — ফেসবুকের মূল পাতায় (হোম) চলে যাবে।
2 লগইন করা প্রোফাইল পাতায় যাবে।
3 বন্ধু বানানোর অনুরোধ করা যাবে।
4 নির্দিষ্ট কাউকে বার্তা পাঠানো যাবে।
5 অ্যাকাউন্টের সব বিজ্ঞপ্তি (নোটিফিকেশন) দেখাবে।
6 ব্যক্তির অ্যাকাউন্ট বিন্যাস (সেটিংস) আসবে।
7 গোপনীয়তা বিন্যাস (প্রাইভেসি সেটিং) আসবে।
8 ফেসবুকের পাতা চলে আসবে।
9 ফেসবুকের বিবৃতি এবং অধিকার নিযুক্তি (স্টেটমেন্ট ও রাইট এনগেজমেন্ট) দেখাবে।
0 ফেসবুকের হেল্প সেন্টার চালু হবে।
J নিউজ ফিডের পরের পোস্ট দেখতে।
K নিউজ ফিডের আগের পোস্ট দেখতে।
L যেকোনো পোস্ট, ছবি লাইক করতে।

===========================================================================

Tuesday, May 28, 2013

ওয়ার্ডপ্রেস ইনস্টল করা

কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) হিসেবে ওয়ার্ডপ্রেস বেশ জনপ্রিয়। ইন্টারনেটে আউটসোর্সিংয়ের কাজ যেখানে পাওয়া যায় সেই মার্কেটপ্লেসগুলোতেও ওয়ার্ডপ্রেসের অনেক কাজ থাকে। ওয়েবসাইট তৈরির জন্য তুলনামূলক অনেক সহজ হলো ওয়ার্ডপ্রেস। কারণ, এর মাধ্যমে অনেক সহজেই ওয়েবসাইট তৈরি করা যায় কোনো রকম প্রোগ্রামিংয়ের ধারণা ছাড়াই। ওয়ার্ডপ্রেস শেখার জন্য আপনার কম্পিউটারে xampp সফটওয়্যারটি ইনস্টল করে তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করে চর্চা করতে পারেন।
ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে http://abcomputertips.blogspot.com/2013/04/installing-wordpress.html ঠিকানা থেকে xampp সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করুন। তারপর ইন্টারনেট ব্রাউজার ওপেন করে http://localhost/phpmyadmin ঠিকানা থেকে Databases-এ ক্লিক করুন। এখন Create database-এ কোনো নাম (যেমন database) লিখে Create বাটনে ক্লিক করুন। তাহলে database নামে একটি ডেটাবেস তৈরি হয়ে যাবে।
এখন http://wordpress.org/download ঠিকানা থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আনজিপ করে সি ড্রাইভের htdocs (C:/xampp/htdocs) ফোল্ডারের ভেতরে পেস্ট করুন। এখন আবার ইন্টারনেট ব্রাউজার ওপেন করে http://localhost/wordpress/ ঠিকানায় যান। তারপর Create a Configuration File বাটনে ক্লিক করুন। তারপর Let¤s go! বাটনে ক্লিক করুন। নতুন পেজ ওপেন হলে Database Name-এ আপনার ডেটাবেসের নাম (database) লিখুন। User Name-এ root লিখুন। Password-এ কোনো কিছু লেখার দরকার নেই। আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। এখন Submit বাটনে ক্লিক করুন। তারপর Run the install বাটনে ক্লিক করুন। নতুন পেজ ওপেন হলে Site Title-এ কোনো কিছু লিখুন। Username-এ admin এবং Password-এ দুবার পাসওয়ার্ড লিখুনYour E-mail-এ আপনার ই-মেইল আইডি লিখুন। এখন Install Wordpress-এ ক্লিক করুন। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এখন ওয়ার্ডপ্রেসে লগইন করার জন্য http://localhost/wordpress/wp-login.php ঠিকানায় যান। এখানে Username-এ admin এবং Password-এ আপনার দেওয়া পাসওয়ার্ড লিখে Log In বাটনে ক্লিক করুন। তাহলে ওয়ার্ডপ্রেসে লগইন হয়ে যাবে। তারপর ড্যাসবোর্ড থেকে পছন্দমতো করে পোস্ট, পেজ যোগ করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি সাজাতে পারেন।

Monday, May 27, 2013

ব্লগে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করুন.…

যারা ব্লগ ব্যবহার করে থাকি তারা শুধু চাই ব্লগকে কিভাবে আর্কষণীয় করে তুলা যায়। যা আপনার ব্লগে যুক্ত করলে যারা ভিজিট করবে তারা ফেসবুক ব্যবহার কারী হলে ফেসবুক থেকে সরাসরি আপনার ব্লগে কমেন্ট করতে পারবে।
দেরি না করে কাজে আসি…..
প্রথমে আপনার ব্লগে যান।
ব্লগ থেকে layout >> add gadget এ যান ।
তারপর সেখান থেকে  html/javascript সিলেক্ট করুন ।
এ বার html/javascrip এর খালি বক্সে নিম্মের কোডটি কপি করে পেষ্ট করুন
<script>(function(d){
var js, id = ‘facebook-jssdk’; if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(‘script’); js.id = id; js.async = true;
js.src = “//connect.facebook.net/en_US/all.js#xfbml=1″;
d.getElementsByTagName(‘head’)[0].appendChild(js);
}(document));</script>
<div data-href=”http://desktopbangladesh.blogspot.com/” data-num-posts=”10″ data-width=”500″></div>
desktopbangladesh.blogspot.com এর জায়গায় আপনার ব্লগের নামটা দিন।
এবং Save ButtonClick করে সেভ করুন কাজ শেষ।
এবার ব্লগ দেখুন।

ইন্টারনেটের স্বাস্থ্য পরীক্ষা করেছেন কি? না করলে চরম মিস!!!

হয়তো ভাবছেন, ইন্টারনেটের স্বাস্থ্য আবার কেমন হয়? তা আপনার স্বাস্থ্য থাকলে আবার ইন্টারনেটের স্বাস্থ্যই বা থাকবে না কেন? :D  
তাই আপনার ইন্টারনেটের ছোট্ট স্বাস্থ্য পরীক্ষা করতে হাজির হলাম একটি চমৎকার সফটওয়্যার নিয়ে । আর  স্বাস্থ্য পরীক্ষা  করবেন আপনি নিজেই, অন্য কোন ডাক্তার লাগবেো না। :-)


ds

স্বাস্থ্য পরীক্ষার কার্যকলাপঃ
  • প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
  • এখন ডেস্কটপ থেকে ‘Net Checker’ সফট ওপেন করুন।
  • উপরের ছবির মত ১ ও ২ নং অপশন দেখতে পারবেন।
  • ১ নং (1) চাপলে আপনার নেট কানেক্ট আছে কি না ও অবস্থা জানাবে।
  • ২ নং (2) চাপলে আপনার নেটের স্বাস্থ্য দেখাবে।
  • অর্থাৎ স্পীডের অবস্থা, সাইট লোডটাইম, আইপি সেকশন ইত্যাদি তথ্য পাবেন।
  • মোট কথায়  ইন্টারনেটের স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত পরীক্ষা করা যাবে।

Download Here
Net Checker || 169 KB
.

————আল্লাহ্‌ হাফেজ————

Windows 7 এর দরকারী কিছু টিপস

Windows 7 এর দরকারী কিছু টিপস দেখাবো যেটির সাহায্যে আপনারা আনেক কিছু জানতে পারবেন।

windows
Windows + Space

এটি উইন্ডোজ সেভেনেরই আরেকটি শর্টকাটের মতই। এই কম্বিনেশানে হিট করা মাত্রই আপনার ওপেন রাখা সমস্ত উইন্ডো ট্রান্সপারেন্ট হয়ে উঠবে। কিন্তু আপনাকে এই কম্বিনেশানে হিট করে ধরে রাখতে হবে। ছেড়ে দেয়ার সাথে সাথে এই ইফেক্ট ডিএ্যাকটিভ হয়ে পড়বে।

Windows + E

শর্টকাটটি এ্যাপ্লাই করা হলে আপনার লাইব্রেরি ফোল্ডারকে শো করার জন্যে অটোমেটিক্যালি একটি উইন্ডোজ এক্সপ্লোরার অন হবে।

Windows + P
আপনার মাল্টিপল মিনটরকে আরো সহজে ম্যানেজ করার জন্যে এই শর্টকাটটি সংযুক্ত করা হয়েছে। শর্টকাটটি এ্যাপ্লাই করার পরেই আপনার ডেস্কটপে একটি ওভারলে এ্যাপিয়ার করবে যার মাধ্যমে আপনি আপনার সেকেন্ড ডিসপ্লে এবং প্রজেক্টর কে কন্ট্রোল করতে পারবেন। আবার আপনি চাইলে একটি সিঙ্গেল মনিটর থেকে ডুয়াল ডিসপ্লে এবং এক্সটেন্ডেড ডেস্কটপ মোডে সুইচ করতে পারেন।
Windows + Shift + Left/Windows + Shift + Right
আপনি যদি একাধীক ডিসপ্লে ব্যবহার করে থাকেন ( আজকাল অনেকেই করে ) তাহলে এই শর্টকাটের মাধ্যমে আপনি ইন্সট্যান্টলি এক স্ক্রীন থেকে আরেকটিতে ট্রান্সফার হতে পারবেন। সাধারণত মাল্টিপল ডকুমেন্টে কাজ করার সময় এটি ইফেক্টিভ একটি ফিচার।
Ctrl + Shift + Click
কোন এ্যাপ্লিকেশানে এ্যাডমিনিস্ট্রাটিভ এ্যাকসেস পেতে চাইলে ঐ এ্যাপ্লিকেশান লঞ্চ করার সময় Ctrl + Shift চেপে এ্যাকটিভ করতে হবে।

Alt + P

ফাইল প্রিভিউকে এ্যাকটিভ করতে একটি কমান্ডটি ব্যবহার করা হয়।
Windows + + ( প্লাস কী ) এবং Windows + – ( মাইনাস কী )
এটি ইউন্ডোজ সেভেনের ম্যাগনিফাইয়িং ফিচার। উইন্ডোজ কী চেপে ধরে প্লাস অথবা মাইনাস কী তে স্ট্রোক করে আপনি আপনার ডেস্কটপের যে কোন অংশ ম্যাগনিফাই করতে পারবেন।

 Windows + Up এবং Windows + Down

যে কোন উইন্ডো সাইজকে মাক্সিমাম করতে উইন্ডোজ এবং আপ কী চেপে ধরলে তা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আবার একই ভাবে উইন্ডোজ এবং ডাউন কী চাপলে উইন্ডোটি মিনিমাইজ হবে। তবে দুঃখের কথা পুনরায় ।উইন্ডোজ এবং আপ কী চাপরে তা ম্যাক্সিমাইজ হয়ে রিস্টোর হয় না
Windows + Left এবং Windows + Right
উইন্ডোজ সেভেনের একটি চোখে পড়ার মত ফিচার আছে। এখানে মাউজ দিয়ে সিম্পলি বাম থেকে ডানে ড্র্যাগ করে উইন্ডো সাইজকে আপনার ডেস্কটপের অর্ধেকে নিয়ে আসতে পারবেন।
বি:দ্র: আপনি এই পদ্ধতিগুলো যেকোন উইন্ডোজে করতে পারেন।
***********************************************************************************

কিছু ভালো ফুল ভার্সন পেইড সফটওয়্যার কাজে আসবে।

কিছু পেইড  ফুল ভার্সন সফটওয়্যার

প্রথমে নামিয়ে ফেলুন   ‘ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার’ এই সফটওয়্যার দিয়ে কি হই তা আমরা ভালকরে জানি।
এইটা  প্যাঁচ এর পিকচার নিউ ভার্সন।
Image

ডাউনলোড করার জন্য এই খানে । সব কিছু সাইট এ বিস্তারিত লিখা আসে এরপর যদি কার সমস্যা হই আমাকে এই পোস্ট এর নিচে জানান।

Trojan Remover 6.8.5 Build 2615 + Crack-FFF/Serial

হা এই সফটওয়্যার দিয়ে আপনার কম্পিউটার এর  autorun virus মুক্ত করতে পারেন
ImageTrojan Remover aids in the removal of Malware – Trojan Horses, Worms, Adware, Spyware – when standard anti-virus software either fails to detect them or fails to effectively eliminate them. Standard antivirus programs are good at detecting this Malware, but not always good at effectively removing it. 
Trojan Remover runs on Windows 7 and 8, Vista and XP, 32bit and 64bit.
ডাউনলোড করতে এই খানে জান এইটা আমার সাইট

USB Disk Security  6.2.0.125 final full version


Image

USB Disk Security provides 100% protection against any threats via USB drive, however, the majority of other products are unable even to guarantee 90% protection. USB Disk Security is the best antivirus software to permanently protect offline computer without the need for signature updates, but other antivirus software should update signature database regularly, and they cannot effectively protect offline computer. This light and easy to use solution is 100% compatible with all software and doesn’t slow down your computer at all. You pay USB Disk Security once and get it all, however, other antivirus products should be paid for updates every year.
হা বন্ধুরা এই সফটওয়্যার  সম্পর্কে আপনা রা সবাই ভালো জানান এই সফটওয়্যার দারা  USB এর দারা কোন virus  আপনার কম্পিউটার এ জাবা না। তারাতারি ডাউনলোড করে নাও
ডাউনলোড করতে আমার সাইট এইটা আমার সাইট

Xilisoft HD Video Converter 6.8.0 Build 1101 + Portable

Image
বন্ধরা এই সফটওয়্যার দিয়ে Hd Movie, Video Song, ফরমেত করতে পারি এই সফটওয়্যার এর বিস্তাতারিতো আমার সাইট এ দাও আসে
Output Device Support:
• iPod, iPod nano, iPod classic, iPod shuffle, iPod touch
• iPhone, iPhone 3G, Apple TV
• PSP, PS3
• Xbox, Xbox 360
• General 3GP support mobile phone, BlackBerry, etc.
• General MP4 players: Archos, Creative Zen, iRiver, etc.
• Window Mobile device: Pocket PC, Dell Axim X51, HP iPaq hw6500 series, etc.

TeraCopy PRO 2.22 Final ACTIVATED || Just Install & Use

ImageImage

এই সফটওয়্যার দিয়ে কপি পেস্ট তারিতারি করা যাই ডাউনলোড লিঙ্ক

DU Meter version 6.20 (new)নেট এর স্পিড জানার সফটওয়্যার

Image

এই সফটওয়্যার দিয়া আপনারা নেট এর স্পীড জানতে পারবেন   ডাউনলোড লিঙ্ক ।
কোন কিছু ভুল হলে ক্ষমা করে দিয়েন। আর এই রকম আরও ফুল ভার্সন যে কোন সফটওয়্যার আর জন্য আমাদের সাইট এ যেকোনো Software এর জন্যে এখনে অনুরোধ করুন ।

আমাদের সাইট আর নাম  http://www.orthohin.com
==================================================================

Saturday, May 25, 2013

পেন ড্রাইভ বা মেমোরি কার্ড থেকে ডিলেট হয়ে যাওয়া ফাইল গুলি ফিরে পেতে চাইলে।

এক মহা মুল্যবান সফটওয়্যার, যা দিয়ে আপনি আপনার মেমোরি কার্ড ও পেন ড্রাইভ থেকে ডিলেট হয়ে যাওয়া ছবি, মুভি ও সাউন্ড ( বিভিন্ন ফরম্যাটের ) ফাইল গুলিকে ফিরে পেতে পারেন অনায়াসে। সফটটির নাম Card Recovery v3.60.1012 
প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন Card Recovery v3.60.1012 কে। (মাত্র ৯৫৮ কেবি) সাথে আছে সিরিয়াল কি।
তাহলে দেখে নেয়া যাক কিভাবে এই সফট দিয়ে আপনি কাজ করবেন?

ডাউনলোড করার পর উইন রার দিয়ে এক্সট্রাক্ট করলেই পেয়ে যাবেন সেট আপ ফাইল। তা দিয়ে পিসি তে ইন্সটল করুন এবং এরপর সিরিয়াল কি বসিয়ে একে ফুল ভার্সন করে নিন। Card Recovery কে ডেস্কটপ আইকন এ ডাবল ক্লিক করলেই নিচের চিত্রের মত পাবেন——————–


এখানে আপনি ইউ এস বি পোর্টে মেমোরি কার্ড বা পেন ড্রাইভ প্রবেশ করিয়ে Next এ ক্লিক করুন এবং নিচের চিত্রটি দেখুন—————



এখানে আপনি Drive Letter সিলেক্ট করুন, Camera Brand and File Type এ টিক চিহ্ন দিন যা আপনি রিকভার করতে চান যেমন———- Photos, Movies & Sound এ। আপনি রিকভার করা ফাইল গুলি যেখানে রাখতে চান তা Destination Folder এ Browse করে দেখিয়ে দিন এবং Next এ ক্লিক করুন। এবার নিচের চিত্রের মত দেখতে পাবেন————



আপনি এখানে কত টুকু জায়গা কে স্ক্যান করতে চান তা দেখিয়ে দিতে পারেন। এবার OK করুন Next এ ক্লিক করুন।  এবার নিচের চিত্রের মত পাবেন——————–



ঠিক উপরের চিত্রের মত স্ক্যান করবে। স্ক্যান শেষ হলে Next এ ক্লিক করুন,  নিচের চিত্রের মত আসবে———–



এখানে OK করুন ও Next এ ক্লিক করুন  এবার নিচের চিত্রের মত পাবেন—————



এখানে আপনার মেমোরি অথবা পেন ড্রাইভ স্ক্যান শেষে রিকভার করা ফাইল গুলি সেভ হবে আপনার দেখিয়ে দেয়া ফোল্ডারে। এবার আপনি অনায়াসে হারিয়ে যাওয়া ফাইল গুলি কে ফেরত নিয়ে নিন।

==========================================================================

iCare Data Recovery Pro ফুল ভার্সন !!!

 

আপনার হারানো ফাইল, ছবি, সফ্টওয়্যার, ডাটা ইত্যাদি খুজে পেতে খুবই কার্যকরী ডাটা রিকোভারী সফ্টওয়্যার । হার্ড ডিস্ক, মেমোরি কার্ড বা ক্যামেরা কার্ড থেকে সহজেই ডাটা উদ্ধার করা যাবে। ডিলিট বা ফরম্যাট করা হলেও তা ফেরত আনা যাবে…………
যেসকল সুবিধা আছে >>
  • Reformatted partition, memory card, camera card by accident?
  • Corrupted MBR and cannot find your partition or USB not detected?
  • Accidentally deleted partition, partition lost?
  • Drive became RAW, chkdsk reports not available for raw drives?
  • SHIFT+DELETE, emptied Recycle Bin, need file recovery?
  • Recover files from dynamic disk, RAID?
  • Data loss without a reason, Need recovery software?
  • Partition software failure?
  • drive/card reports not formatted, do you want to format it now?
  • Preview lost photos, office files before purchase

এটা দিয়ে Win7 এ কাজ করা যাবে আরামে, আর XP তে তো কোন কথায় নেই।
ডাউনলোড লিংক >http://uppit.com/czq4ejsc9ei7/ICare_Data_Recovery_Full.exe
বলতে গেলে চমৎকার একটি ডাটা রিকোভারি সফ্টওয়্যার ।
 
************************************************************************************

ইউএসবি ডিভাইস নিরাপদে বের করুন................!

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউএসবি ডিভাইস যুক্ত করলে সবার নিচে ডানে Safely remove অপশন আসে ।
অনেক সময় ভাইরাসের কারনে এই অপশনটি হারিয়ে যায়।
এরকম  হলে  Start/Run-G গিয়ে rundll32 shell32.dll,Control_RunDLL hotplug.dll  লিখে ইন্টার চাপুন।
এরপর থেকে নিরাপদে ইউএসবি ড্রাইভ অপসারন করার জন্য Safely remove অপশনটি  পাবেন।

পেনড্রাইভের কিছু সমস্যার সমাধান নিন !!!

 

পেন-ড্রাইভ নিয়ে সমস্যা। এই পোস্টে আমি কিছু উল্লেখযোগ্য সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। আমার সাথে থাকুন এবং সমস্যা অনুযায়ী সমাধান দিতে চেষ্টা করছি।
প্রয়োজনীয় যা যা লাগবেঃ
১. ভালো এন্টি-ভাইরাস নতুন আপডেটসহ (এই ক্ষেত্রে আপনার পছন্দসই এন্টি-ভাইরাস নিতে পারেন)
২. ভালো Malware/Adware/Spyware/Trojan Removal Tool নতুন আপডেটসহ (আমার ক্ষেত্রে Malwarebytes’ Anti-Malware)
৩. আপনার কম্পিউটারের regedit.exe (Registry Editor)
৪. ভালো ফরমেট করার সফটওয়্যার (আমার ক্ষেত্রে HP USB Disk Storage Format Tool)
৫. সবচেয়ে জরুরীঃ
৬. এবং, আপনার সাবধানতা (নির্দেশাবলীতে যা বলা হয়েছে তা সঠিকভাবে অনুসরণ করা)


সমস্যাঃ
১.




২.



৩.



উপরের সমস্যাগুলোর ৩টি ৩ কারণে হয়ে থাকেঃ
১ নম্বর ছবির সমস্যা সাধারণত হয়ে থাকে আপনার পেন-ড্রাইভ রাইট-প্রটেকসন সুইচ অন থাকার কারনে অথবা, আপনার কম্পিউটারে “StorageDevicePolicies” না থাকার কারনে।
২ নম্বর ছবির সমস্যা সাধারণত হয়ে থাকে আপনার কম্পিউটারে Registry (regedit.exe) তে ‘WriteProtect’ on থাকার কারনে।
৩ নম্বর ছবির সাধারণত হয়ে আপনার কম্পিউটার থেকে পেন-ড্রাইভ সঠিকভাবে Eject করার কারনে অথবা, আপনার পেন-ড্রাইভ-এ Firmware-গত সমস্যার কারনে।

সমাধানঃ
ছবি ১ এবং ২ –এর জন্য প্রযোজ্যঃ
১) ক্লিক Start-> Run.
২) টাইপ regedit.exe এবং enter চাপুন
৩) এখন HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control  -> StorageDevicePolicies (এখন আপনার রেজিস্ট্রিতে যদি StorageDevicePolicies না থাকে ৬ নম্বর নির্দেশনাতে চলে যান।
৪) Right-Click ‘WriteProtect’ -> Modify
৫) এখন আপনার Value-তে 1 থাকে তাহলে 0 করে দিন। OK করুন।
ছবিটি ১-৫ এর জন্য প্রযোজ্যঃ


৬) কিভাবে StorageDevicePolicies তৈরি করবেন?
  • Start -> Run -> regedit.exe -> HKEY_LOCAL_MACHINE \ SYSTEM \ CurrentControlSet \ Control key
  • এখন Control key  এর উপর Right-Click করুন।
    • New -> Key (Menu থেকে)
    • টাইপ “StorageDevicePolicies
    • এই অবস্থায় উপরের Menu থেকে Edit > NewDWORD Value সিলেক্ট করুন।
    • নতুন Value-টিকে ‘WriteProtect’ নাম দিন।
    • Right-Click ‘WriteProtect’ -> Modify
    • এখন আপনার Value-তে 1 থাকে তাহলে 0 করে দিন। OK করুন।
    • Regsitry Editor থেকে বেরিয়ে আসুন এবং কম্পিউটার Restart দিন।
ছবিটি ৬ নম্বরের জন্যঃ

সতর্কতাঃ
আপনি ControlSet001 এবং ControlSet002, ‘Control’-এ দেখতে পেলে, সেই খেত্রে আপনাকে একইভাবে ‘WriteProtect’ Value পাল্টাতে হতে পারে।
একইভাবে আপনি যেকোনো External Hard-drive, USB-Drive-এর Write Protection উঠাতে পারবেন।
সহজ উপায়ঃ  http://www.mediafire.com/?x1awjw07bhab76b ডাউনলোড করে, রান করুণ। তারপর, কম্পিউটার রিস্টার্ট দিন।
৩ নম্বর সমস্যার জন্য আপনাকে এই রিপেয়ার টুলঃ (সব মডেলের পেন-ড্রাইভের জন্য)
রিপেয়ার করার আগে সব ডাটা ব্যাকআপ করে নিবেন।
সমস্যাঃ আরেকটি সমস্যার কথা ইদানিং অনেকেই উল্লেখ করছেনঃ “মেমোরি কার্ড লক হয়ে যাচ্ছে”।
সমাধানঃ এই সফটওয়্যারটিঃhttp://www.mediafire.com/?hgd08h1vfjecl2gডাউনলোড করে রান করুণ। তারপর, আনলক করতে পারবেন। (বিঃদ্রঃ আনলক করলে আপনার মেমোরি কার্ডের সব ডাটা হারাবেন।)

----------------------------------------------------------------------------------------------------------------------

পেনড্রাইভের পারফরম্যান্স সতেজ করবে Usbfresher !!!

আপনি যখন আপনার প্রেনড্রাইভটি পিসিতে সংযুক্ত করেন তখন আপনার অজান্তেই নানা ধরনের অপ্রয়োজনীয় সিস্টেম ফাইল (যেমন thumbs.db, .trashes, .ds_store ইত্যাদি) আপনার পেনড্রাইভে জমা হয়। এর ফলে প্রেনড্রাইভের পারফর্মমেন্স কমে যায়।তবে Usbfresher নামক একটি সফটওয়্যার দিয়ে আপনি এসব ফাইল অটোমেটিক বা ম্যানুয়েলি ডিলিট করতে পারেন। আর এই সফটওয়্যারটিতে কমন ফাইলগুলোর লিস্ট দেয়া থাকে যা গুলো অটো ডিলিট হয়ে যাবে।চাইলে আপনি ইচ্ছামত ফাইল এর এক্সেটশন যোগ করতে পারবেন। কাজের এই সফটওয়্যারটি দিয়ে আপনার কম্পিউটারের লোকাল ড্রাইভটিও অপ্রয়োজনীয় ফাইল সরাতে পারবেন। সফটওয়্যারটি এই লিংক থেকে ডাওনলোড করে নিন-
http://www.affinity-tools.com/usbfresher/


************************************************************************************

Friday, May 24, 2013

কিভাবে এখন Recycle Bin থাকবে Taskbar এ ???

(শুধু মাত্র WINDOWS 7 এর জন্য ।) 

কিভাবে Desktop স্কিন থেকে Recycle Bin কে সরিয়ে নেওয়া যায় Taskbar এ আমরা আমাদের কম্পিউটার এর স্কিন সবসময় পরিস্কার রাখতে চাই । কম্পিউটার এর স্কিনে যত কম জিনিস থাকবে ততই সুন্দরর্য বারে কম্পিউটার স্কিন এর । এবং লোড ও কম পরে । পোস্ট টি পরে আপনার যদি কোন কাজে আসে তাহলে অবশ্যই মন্তব্য করবেন । আপনার   মন্তব্যই এনে দেয় আমার কষ্ট করে লেখা পোস্ট এর সার্থকতা । তাহলে চলুন কিভাবে কি করব তা দেখে নেই ।

প্রথমে Taskbar থেকে রাইট বাটন চেপে Toolbars > New toolbar… 

(নিচের ছবি দেখুন)

 1

তারপর এই কোডটা  Past করুন %userprofile%\AppData\Roaming\Microsoft\Internet Explorer\Quick Launch
Select Folder চাপুন ।
(নিচের ছবি দেখুন)2

লক্ষ্য করুন TaskbarQuick Launch এসে পরেছে । Quick Launch এর উপর রাইট বাটন চেপে Lock the taskbar  এর টিক চিহ্ন উঠিয়ে দিন ।
কিছু একটা পরিবতন হয়েছে ।
(নিচের ছবি দেখুন)

 3

আবার Quick Launch এর উপর রাইট বাটন চেপে  open foldar এ চাপুন । দেখুন Recycle Bin আছে কিনা । যদি না থাকে তাহলে Desktop স্কিন থেকে Recycle Bin টেনে এনে open foldar এ ছেরে দিন । রিনেম করে – Shortcut লেখা টুকু বাদ দিন ।
(নিচের এনিমিশন দেখুন)

 4

লক্ষ্য করুন Quick Launch এর পাশে ((>>))) এই চিহ্ন আছে । এতে ক্লিক করুন । আনেক ধরনের আইকন দেখতে পাবেন , এখন দেখুন এখানে Recycle Bin আছে  ।
Recycle Bin কে টেনে list এর সবার উপরে দিন ।

(নিচের ছবি দেখুন)

 5

Quick Launch এর উপর রাইট বাটন চেপে Show text, Show title , এর টিক চিহ্ন উঠিয়ে দিন । আবার একই কাজ করে View এ আপনার Recycle Bin এর সাইজ কেমন হবে তা দিন । আমি বড় টা দিছি ।
(নিচের ছবি দেখুন)

  6

যদি ঠিক মতন এই কাজ টুকু হয় তাহলে  আবার Taskbar উপর রাইট বাটন চেপে Lock the taskba  এর টিক চিহ্ন  দিন ।

এবার আপনার তৈরি করা Recycle Bin এর উপর রাইট বাটন চেপে Empty Recycle Bin এ কাজ শুরু করুন ।
(নিচের ছবি দেখুন)

  7===================================================================================
dc34ah1





 *************************************************************

আপনার হার্ডডিস্ক স্ক্যান করবেন কিভাবে ???

 

কিভাবে আপনার হার্ডডিস্ক স্ক্যান করবেন এবং ফিক্স করবেন ।
১. মাই কম্পিউটার ওপেন করেন

(নিচের ছবির মতো)


২. হার্ড ড্রাইভ -এর উপরে রাইট ক্লিক করে ……… Properties সিলেক্ট করেন।



৩.টুলস থেকে চেক নাও এ ক্লিক করুন
Automatically fix file system errors” and “Scan for and attempt recovery of bad sectors”.
স্টার্ট এ ক্লিক করেন ………



ক্লিক করুন Yes.

Restart করুন কম্পিউটার,



এখন কম্পিউটার কে Restart করার সাথে সাথে দেখবেন হার্ডডিস্ক স্ক্যান হওয়া শুরু হইছে ।
ফিনিশ শেষ না হওয়া তক কিছু  করবেন না।

কম্পিউটার ওপেন হলে Run গিয়ে CHKDSK করেন। দেখেন এখন আবার স্ক্যান হচ্ছে।

======================================================================

Windows Stratup এর সময় ডিস্ক চেকিং এর সমস্যা এড়িয়ে যান।

পিসি ঠিকভাবে Shut Down করা না হলে, কিংবা কোন সমস্যার কারনে পিসি Restart নিলে, পরবর্তীতে Windows Stratup এর সময় ডিস্ক চেকিং চায়। ডিস্ক চেকিং করে নিলে তা ড্রাইভের জন্য ভালো।
কিন্তু চেকিং এর কারনে Windows চালু হতে অনেক সময় নেয়।
আবার অনেকের ঠিকভাবে Shutdown করার পরও প্রতি Stratup এ  ডিস্ক চেকিং চায়।
সেক্ষেত্রে আমরা এই ডিস্ক চেকিংকে এড়িয়ে যেতে চাই।
এই পদ্বতিটি একদম সহজ।
প্রথমে Start ক্লিক করুন > Run > তারপর টাইপ করুন CMD, এবার Enter চাপুন।
তারপর একটি Windows আসবে
সেখানে টাইপ করুন chkntfs /x c: তারপর Enter চাপুন
এরপর PC Restart দিন। স্বাভাবিক ভাবে পিসি Start হবে, কোনো ডিস্ক চেকিং চাইবে না।
কিন্তু অনেক সময় পিসিতে Error Message দিয়ে ডিস্ক চেক করতে বলে, তখন ডিস্ক চেক করার প্রয়োজন হয়ে পরে। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হল।
Start > Run > CMD > type chkdsk c: /r
আপনি যদি অন্য কোন ড্রাইভ চেক করতে চান তবে c: পরিবর্তে ঐ ড্রাইভটি (Exm: d: or e:) দিন।

********************************************************************************

Facebook