Search Box

Thursday, March 21, 2013

আপডেট ফায়ারফক্স সেটআপ করার পর বাংলা লেখা এলোমেলো দেখাচ্ছে ? এখনি সমাধান করে নিন ।

আপনার প্রাণপ্রিয়  ব্রাউজার Firefox আপডেট করায় ফ্রন্টের  ১২টা বেজে গেছে? ফায়ারফক্সে সব বাংলা লেখা এলোমেলো হয়ে যাচ্ছে ?
Untitled

নিয়ে নিন বাংলা দেখার সহজ সমাধান ।
 প্রথমেই Siyam Rupali বাংলা ফন্টটি ডাউনলোড করে ইন্সটল করুন।  এই লিংকে যান ।
www.omicronlab.com/download/fonts/Siyamrupali.ttf
(যাদের Siyam Rupali বাংলা ফন্টটি আগে থেকেই ইন্সটল করা আছে তাদের ডাঊণলোড করার দরকার নেই )
ফায়ার ফক্সের address বারে গিয়ে লিখুন about:config এরপর Enter দিন।

অনেকটা blank পেজের মাঝখানে একটা মেসেজ দেখা যাবে। I’ll be careful, I promise! এ ক্লিক করুন।

 নতুন যে পেজটি আসবে এর Search বাক্সে font.name.serif.x-western  লিখে  খোঁজ করুণ, খুঁজে পেলে font.name.serif.x-western উপরে ডাবল ক্লীক করুন।
একটি উইন্ডো ওপেন হবে সেখানে নিচের লিখা ফন্টের নাম Siyam Rupali লিখে
এরপর ok করুন ।

এবার   ওয়েব পেজে বাংলা দেখা গেলেও টাইটেল বারে ভাল করে বাংলা দেখা  যাচ্ছেনা ?

এবার about:config এর পেজে Search বাক্সে লিখুন beng

তাহলে দেখবেন আপনার সামনে beng যুক্ত আছে এরকম কিছু সেটিংয়ের লিস্ট দেখা যাচ্ছে। এখান থেকে ছয়টি সেটিং পরিবর্তন করতে হবে। প্রথমে font.name-list.monospace.x-beng লেখাটি খুজে বের করে এর উপর ডাবল ক্লিক করুন। যে ইনপুট বক্সটি আসবে সেখানে লিখুন Siyam Rupali এবং লিখে OK বাটনে ক্লিক করুন।
তারপর এর পরের পাচটি সেটিং ও ডাবল ক্লিক করে Siyam Rupali লিখে পুরন করুন।
সাবধানতার জন্য আমি নিচে ছবির সাথে ছয়টি সেটিংসের সবকটির নামও নিচে লিখে দিলাম।
font.name-list.monospace.x-beng
font.name-list.sans-serif.x-beng
font.name-list.serif.x-beng
font.name.monospace.x-beng
font.name.sans-serif.x-beng
font.name.serif.x-beng

সবগুলো সেটিং করা হয়ে গেলে ফায়ারফক্স একবার রিস্টার্ট করুন। তারপর দেখুন ঝকঝকে বাংলা ।
এবার কমেন্টস করুন আপনার সমস্যার সমাধান হল কিনা ?

================================================================

Facebook