Search Box

Monday, March 4, 2013

উইন্ডোজের স্বয়ংক্রীয় ডিফ্রাগমেন্ট

ডিফ্রাগমেন্টের ফলে কম্পিউটার সতেজ থাকে । কিন্তু অনেক সময় আমরা কম্পিউটার ডিফ্রাইগমেন্ট করতে ভুলে যাই। তবে স্মার্ট ডিফ্রাগমেন্ট’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি ইচ্ছে করলে automatic ডিফ্রাগমেন্টের কাজটি করতে পারবেন। মাত্র ১.৭৪ মেগার এই সফটওয়্যারটি  নামিয়ে পিসিতে ইনস্টল করুন। এখন সফটওয়্যারটি চালু করে  option-এ যান। load automically at windows startup অপশনে টিক চিহ্ন দিন। এরপর auto defrag অপশনে ক্লীক করুন এবং Enable auto defrag অপশনে  টিক চিহ্ন দিয়ে ok দিন। এরপর থেকে প্রয়োজন অনুযায়ী কম্পিউটার automatic অপারেটিং সিস্টেমের ড্রাইভ  ডিফ্রাগমেন্ট করবে ।

Facebook