THINK CREATIVE BE POSITIVE
নতুন ফেসবুক সিস্টেমে আপনাকে যে কেহ ম্যাসেজ পাঠাতে পারে। হোক সে আপনার ফ্রেন্ড বা অপরিচিত। আগের ফেসবুক সিস্টেমে ম্যাসেজ(প্রাইভেসি) এর একটা সেটিং ছিল… এরকম:
Who can send you message ?
Friends
Friends of friends
Everyone

কিন্তু এখন সেই সেটিংসটি নাই। তাই এখন আপনি যে কাউকে ম্যাসেজ পাঠাতে পারেন। এবং আপনাকেও যে কেহ ম্যাসেজ পাঠাতে পারে। কিন্তু তারপরেও আপনি এখনও কিছু কিছু আইডিতে দেখবেন ম্যাসেজ পাঠানোর সিস্টেমই নাই। অর্থাৎ আপনি যে তাকে ম্যাসেজ পাঠাবেন তার কোন অপশনই তার আইডিতে পাবেন না।
নিচের ছবিটি দেখুন:
উপরের ছবিটি একটি ফেসবুক আইডির ছবি। লক্ষ্য করুন, এখানে ”ভালবাসি তোমাকে” আইডিটাকে ম্যাসেজ পাঠানোর কোন সিস্টেম নাই।
পরের ছবিটি দেখুন। এটি আমার নিজের আইডির ছবি:
এখানে দেখুন ম্যাসেজ পাঠানোর সিস্টেম আছে। পার্থক্যটা বুঝতে পেরেছেন আশাকরি।
অনেকেই ফেসবুকে ফ্রেন্ডলিস্টের বাহিরে কেহ ম্যাসেজ করুক তা অপছন্দ করেন। বিশেষ করে মেয়েরা সাধারনত এই বিষয়টা নিয়ে বেশি সমস্যায় পড়েন। তাই অনেকেই অনাকাংখিত এই ম্যাসেজ পাওয়া থেকে মুক্তি চান। তাই তাদের জন্যই এই ছোট টিপস।
তাহলে জেনে নিন কিভাবে আপনার আইডির ম্যাসেজ অপশন হাইড করবেন , অর্থাৎ অপরিচিত কেহ যাতে আপনাকে ম্যাসেজ করতে না পারে (প্রথম ছবিটির মত)।
এই জন্য আপনাকে যা করতে হবে:
১. নতুন একটা আইডি খুলতে হবে এবং জন্মসাল দিতে হবে 1996-2000 সালের মধ্যে
২. অথবা পুরাতন আইডিতে জন্মসাল পরির্তন করে 1996-2000 সালের মধ্যে দিতে হবে। তবে সবার আইডিতে এই সাল নাও দেয়া যেতে পারে। তাই প্রথম ট্রিক্সটি অনুসরন করলেই সবচেয়ে ভাল হবে।
*****************************************************************************************
নতুন ফেসবুক সিস্টেমে আপনাকে যে কেহ ম্যাসেজ পাঠাতে পারে। হোক সে আপনার ফ্রেন্ড বা অপরিচিত। আগের ফেসবুক সিস্টেমে ম্যাসেজ(প্রাইভেসি) এর একটা সেটিং ছিল… এরকম:
Who can send you message ?
Friends
Friends of friends
Everyone

কিন্তু এখন সেই সেটিংসটি নাই। তাই এখন আপনি যে কাউকে ম্যাসেজ পাঠাতে পারেন। এবং আপনাকেও যে কেহ ম্যাসেজ পাঠাতে পারে। কিন্তু তারপরেও আপনি এখনও কিছু কিছু আইডিতে দেখবেন ম্যাসেজ পাঠানোর সিস্টেমই নাই। অর্থাৎ আপনি যে তাকে ম্যাসেজ পাঠাবেন তার কোন অপশনই তার আইডিতে পাবেন না।
নিচের ছবিটি দেখুন:
উপরের ছবিটি একটি ফেসবুক আইডির ছবি। লক্ষ্য করুন, এখানে ”ভালবাসি তোমাকে” আইডিটাকে ম্যাসেজ পাঠানোর কোন সিস্টেম নাই।
পরের ছবিটি দেখুন। এটি আমার নিজের আইডির ছবি:
এখানে দেখুন ম্যাসেজ পাঠানোর সিস্টেম আছে। পার্থক্যটা বুঝতে পেরেছেন আশাকরি।
অনেকেই ফেসবুকে ফ্রেন্ডলিস্টের বাহিরে কেহ ম্যাসেজ করুক তা অপছন্দ করেন। বিশেষ করে মেয়েরা সাধারনত এই বিষয়টা নিয়ে বেশি সমস্যায় পড়েন। তাই অনেকেই অনাকাংখিত এই ম্যাসেজ পাওয়া থেকে মুক্তি চান। তাই তাদের জন্যই এই ছোট টিপস।
তাহলে জেনে নিন কিভাবে আপনার আইডির ম্যাসেজ অপশন হাইড করবেন , অর্থাৎ অপরিচিত কেহ যাতে আপনাকে ম্যাসেজ করতে না পারে (প্রথম ছবিটির মত)।
এই জন্য আপনাকে যা করতে হবে:
১. নতুন একটা আইডি খুলতে হবে এবং জন্মসাল দিতে হবে 1996-2000 সালের মধ্যে
২. অথবা পুরাতন আইডিতে জন্মসাল পরির্তন করে 1996-2000 সালের মধ্যে দিতে হবে। তবে সবার আইডিতে এই সাল নাও দেয়া যেতে পারে। তাই প্রথম ট্রিক্সটি অনুসরন করলেই সবচেয়ে ভাল হবে।
*****************************************************************************************