Search Box

Saturday, December 21, 2013

Photo Calendar Studio2014 সফট দিয়ে পছন্দ মত ছবি দিয়ে ২০১৪ সালের ক্যালেন্ডার তৈরী করুন। (2003 থেকে 2113…)

এক অসাধরণ ক্যালেন্ডার তৈরী করার সফটওয়্যার আমরা অনেকেই বিভিন্নভাবে ক্যালেন্ডার তৈরী করি ! অফিস এক্সেল দিয়ে কিংবা পাবলিশার সহ আরো অনেক মাধ্যমে। যা অনেক জটিলতা। আমিও Photo CalendarStudio2014 এরকম একটা সফওয়্যার অনেক দিন ধরে খুজছি। আর পেয়েও গেলাম। তাই আপনাদের সাথে শেয়‍ার না করে থাকতে পারলাম না। আসু কিভাবে ঝামেলা বিহীনভবে ক্যালেন্ডার তৈরী করা যায় তা দেখে নিই। প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। রার ফাইলের পাসওয়ার্ড হিসেবে লিখুন- rubel । এটা পিসিতে ইন্সটল করুন এবং সিরিয়াল কি দিয়ে ফুল ভার্সন করে নিন। তা না হলে এটা সেভ করলে ডেমু ভার্সন হিসেবে দেখাবে। এটা 2003 থেকে 2113 সাল পর্যন্ত ক্যালেন্ডার বানানো যাবে।
P1
এখান থেকে ক্যালেন্ডার এর টেমপ্লেট নির্বাচন করুন। অর্থাৎ আপনার ক্যালেন্ডারের সাদৃশ্য কেমন হবে তা এখান থেকে সিলেক্ট করে নিন।
p2
এখান থেকে আপনি কোন ভাষায় ক্যালেন্ডার টি দেখতে চান সেটি সিলেক্ট করে নিন এবং কোন বছর, মাস এবং ছুটির দিন এখান থেকে ঠিক করে দিন।
p3
০১. ইনসার্ট টুলবার – এখান থেকে আপনি ক্যালেন্ডারে ছবি, টেক্সট, মেমো, বক্স ইত্যাদি দিতে পারবেন। 
০২. সেটিং টুলবার- এখান থেকে আপনি ক্যালেন্ডার এর সাইজ নির্বাচন করতে পারবেন।
এবং শেষে আপনি এক্সপোর্ট এ্যাস ইমেজ থেকে আপনি JPEG হিসেবে সেভ করতে পারবেন, প্রিন্ট করে দেয়ালে ঝুলিয়ে রাখুন আপনার নিজের তৈরীকৃত ক্যালেন্ডার ।

**********************************************************************************

Advanced System Care 7.0 PRO ফুল ভার্সন নিয়ে নিন (এবার কম্পিউটার ফাষ্ট হবেই ! )।

Advanced System Care  সফটওয়্যারের কথা আমার থেকে আপনারাই বেশি ভাল জানেন। তাই এটা নিয়ে বেশি কিছু বলব না। এটা দিয়ে আপনার ম্যালওয়ার ভাইরাস, পিসি অপ্টিমাইজ, র‍্যাম ক্লিনার, ডিস্ক ক্লিনার, ডিস্ক অপ্টিমাইজ, ডিস্ক ডিফ্রেগমেন্ট সহ আরো অনেক কাজ করতে পারবেন।  প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। রার ফাইলটির পাসওয়ার্ড হিসেবে লিখুন rubel । এটা এক্টিভ করতে Advanced System Care  সফটি রান করে নিচে Active Now ক্লিক করে সিরিয়াল নম্বর দিয়ে এটাকে ফুল ভার্সন করে নিন।
mainscreen copy
আসুন দেখে নিই এটা দিয়ে কি কি করা যাবে।
summary copy


**********************************************************************************

যে কোন পিডিএফ ফাইল কে .doc ফাইলে রূপান্তর করুন – পোর্টেবল ইজি PDF কনভার্টার এর সাহায্যে (সকল ভাষায়) ।

পোর্টেবল ইজি পিডিএফ কনভার্টার ।  এর মাধ্যমে আপনি যেকোন পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। অনেক সময় আমরা দেখি পিডিএফ ফাইলে কোন তথ্য ভূল বা ফন্টের কোন সমস্যা থাকায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এখন আমরা সেই কাজটি খুব সহজেই করতে পারবো অর্থাৎ আমরা পিডিএফ ফাইকে এডিট করতে পারবো। এই সমস্যা থেকে মুক্তি দেবে Portable e-PDF PDF To Word Converter v2.5 এটা পোর্টেবল তাই ইন্সটল এর ঝামেলা নেই। প্রথমে এখান থেকে ডাউনলোড করুন (rar ফাইলটির পাসওয়ার্ড হিসেবে লিখুন- rubel ) শুধু মাত্র ডাবল ক্লিক আর কাজ করুন আনলিমিটেড।
02

(1)  এবার আপনি এ্যাড পিডিএফ ফাইল (add PDF File) থেকে যে পিডিএফ ফাইলটি কনভার্ট করতে চাচ্ছেন, সেটি সিলেক্ট করুন।
(2) আপনার সিলেক্ট করা ফাইলটি মূছে দিতে ব্যবহার করুন রিমুভ অপশন।
(3) আপনার কসভার্ট সফটওয়্যারে যে সকল ফাইল এ্যাড করেছেন, সেগুলো সব গুলো মুছে দিতে পারবেন। তবে আপনার মেইন ফাইল টি কিন্তু মুছে যাবে না ।
(4)  কনভার্ট – নিশ্চই বুঝতে পেরেছেন এটির কাজ কি ? না বুঝলে আমি বলে দিচ্ছি এটাই সেই কমান্ড যা আপনার কাঙ্খিত যায়গায় নিয়ে যাবে। মানে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে এখানে ক্লিক করতে হবে।
(5) সফওয়্যার সর্ম্পকিত তথ্য এখানে দেয়া আছে।
(6) এখানে আপনি ২ টা অপশন পাবেন, (1) Original Layout, (2) Text Only (No Image)| আপনি যদি পিডিএফ এর হুবুহু ( যা আছে তাই) ওয়ার্ডে নিতে চান তাহলে Original Layout এ টিক চিহ্ন দিতে হবে। আর যদি শুধু লেখা নিতে চান তহলে- Text Only (No Image) এখানে টিক চিহ্ন দিতে হবে।
(7) এখান থেকে আপনি ওয়ার্ডের ২ টি অপশন পাবেন কনভার্ট করতে পারবেন। তা হল — .Doc, Rtf ।
(8) পেজ রেঞ্জ নিশ্চই বুঝতে পাচ্ছেন। পিডিএফ ফাইলে একাধিক পৃষ্ঠা থাকলে তার মধ্যে আপনি দেখে যে কোন একটা অর্থাৎ ১০ টি পেজ আছে আপনি ৫ নং পেজ টি কনভার্ করবেন। তখন পেজ রেঞ্জ থেকে ফ্রম-৫ এবং টু – ৫ । এভাবে আপনি একটি পৃষ্ঠা কনভার্ট করতে পারবেন।

পোষ্টটি তাড়াহুড়া করে লিখা তাই ভুল হলে ক্ষমা করে দিবেন। 

************************************ END ***************************************

যে কোন সফটওয়্যারের পোর্টেবল ভার্সন CameyoMenu.exe দিয়ে তৈরী করুন (বয়ে নিয়ে বেড়ান পেনড্রাইভে)।

বহনযোগ্য (Portable) সফটওয়্যারের কোন তুলনা হয় না। আর যদি সেটা আপনি নিজেই তৈরী করতে পারেন তাহলে কেমন হয়? নিশ্চই ভাল! আমরা অনেকেই ইন্টারনেট থেকে বিভিন্ন রাকম পোর্টেবল ভার্সন খুজি এবং ডাউনলোড করি । এখন থেকে আপনাকে আর পোর্টেবল সফটওয়্যার খুজতে হবে না। আজ আমি আপনাদের দেখাব কিভাবে বড় বড় সফটওয়্যার পোর্টেবল করবেন। আমার দেখা সবচেয়ে ভাল এবং ঝামেলা বিহিন একটা সফটওয়্যার (CameyoMenu.exe) প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। রার ফাইলটির পাসওয়ার্ড হিসেবে লিখুন- rubel । এটিও পোর্টেবল তাই ইন্সটলের ঝামেলা নেই। শুধু ডাবল ক্লিক করে ওপেন করুন।
01

এখানে ২ টি অপশন পাবেন।
1. [Capture Installation]
2. [Edit exiting package]
আপনি  Capture Installation এ ক্লিক করুন। আপনি যে সফটওয়্যারটির পোর্টেবল ভার্সন করতে চান। সেটি পিসিতে ইন্সটল করুন।
02
একটু অপেক্ষা করুন! খেয়াল করুন আপনার সিষ্টেম ট্রে এর উপরে থাকা একটি ম্যসেজে ইন্সটল ডান (Install Done)  লেখায় ক্লিক করুন |
Untitled-3 copy
আবারো কিছুক্ষন অপেক্ষা করুন। Package was successfully created in ম্যাসেজে আপনাকে জানিয়ে  দেবে। আপনার পোর্টেবল সফটওয়্যার টি রেডি। আপনি এই তৈরীকৃত পোর্টেবল সফটওয়্যার টি My Documents/Cameyo apps এই ঠিকানায় দেখতে পাবেন। তাহলে শুরু করে দিন  কাজ
03


পাসওয়ার্ড হিসেবে লিখুন- rubel

পোষ্টটি তাড়াহুড়া করে লিখেছি তাই ভুল হলে ক্ষমা করবেন ।


********************************** END ****************************************

Friday, December 20, 2013

ইংলিশ টু বাংলা / বাংলা টু ইংলিশ অভিধান (বাংলা একাডেমী)

index


একটা ডিজিটাল অভিধান পিসি তে থাকলে অনেক সুবিধা হয়। আপনাদের জন্য এবার নিয়ে এলাম বাংলা একাডেমী ইংলিশ টু বাংলা/বাংলা টু ইংলিশ অভিধান ফ্রী ডাউনলোড করার এক মহা সুযোগ। যাদের এই অভিধান টি আছে তারা আমার এই পোস্ট টি এড়িয়ে যাবেন আর যাদের নেই তারা এইদিকে আসেন :-P । কথা বাড়াতে চাইনা, যাদের এই অভিধান নেই, তারা যতপট ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
###****** ডাউনলোড করুন, পিসিতে ইন্সটল করুন আর উপভোগ করুন আসল ডিকশনারির মজা।  **********###

Facebook