Search Box

Monday, June 24, 2013

স্টার্টে Shutdown এর বদলে অন্য অপশন যুক্ত করুন..................... (নতুন দের জন্য)

shutdown_pkufmm8sউইন্ডোজ ৭ এর ক্ষেত্রে স্টার্টে গেলেই ডানে Shutdown লেখা থাকে আর Sleep, log off  ইত্যাদি ভিতরে থাকে। কারন সাধারণত এগুলোর মধ্যে সবচেয়ে কাজের হল Shutdown । তবে বিভিন্ন অফিশিয়াল কাজ, দোকান বা যাদের জীবিকা কম্পিউটার এর উপর তাদের Shutdown এর চেয়ে অন্যান্য অপশন গুলই কাজে লাগে। আপনাদের সেই পদ্ধতিই শিখাব। তবে অনেকেই এটা জানতেই পারেন। যারা নতুন শুধু তাদের জন্য।

>>> তাহলে শুরু করা যাক <<<


দেখুন সাধারণত স্টার্ট এ গেলে পাওয়ার বাটন এ Shutdown থাকে ।

1

এখানে অন্য অপশন যুক্ত করার জন্য প্রথমে স্টার্টে বা Shutdown বাটন এ রাইট ক্লিক করুন ।
Properties এ যান ।
তাহলে এরকম একটা বক্স আসবে ।

Capture

সেখান থেকে Start Menu ট্যাব এ যান।
সেখানে Power Button Action থেকে Shutdown  এর বদলে অন্য অপশন এ ক্লিক করুন।
OK করে বেরিয়ে আসুন।
এবার স্টার্ট এ যান, সেখানে আপনার সিলেক্ট করার অ্যাকশান বাটন দেখতে পারবেন।

3

এইভাবে আপনি অ্যাকশান বাটন বদলাতে পারবেন।


════════════════════ஜ۩۞۩ஜ═════════════════╗☯

সাথেই থাকুন।
 Pegion

Saturday, June 22, 2013

যেকোনো ওয়েবপেজকে PDF এ রূপান্তরিত করুন ◧

অনেক প্রয়োজনেই বিভিন্ন ওয়েবপেজ কে PDF এ পরিনত করার প্রয়োজন হতে পারে। আজকের পোস্ট এ আমি আপনাদের কাছে যেকোনো ওয়েবপেজ কে PDF এ রূপান্তরিত করার সহজ উপায় গুল দেখাব। আপনার কাছে যে উপায় ভালো লাগে সে উপায় বেছে নিন।
════════════════════════════════════════════════════════
solution_logoMoving-animated-eyes-finger-pointing-down
════════════════════════════════════════════════════════
◩  প্রথমে এই লিঙ্ক এ যান ► http://pdfmyurl.com/
◩  সেখানে গেলে এরকম একটা সাইট দেখতে পারবেন।
1
◩  আপনি যে ওয়েবপেজকে PDF এ পরিণত করতে চান সেই পেজ এর URL Copy/paste করুন।
 তারপর ডানে P তে চাপ দিন আর PDF ফরম্যাট এ ডাউনলোড করুন।
═════════════════════════════════
║▌║█║▌║▌এরকম আরও ওয়েবসাইটঃ 
●   www.web2pdfconvert.com
●   www.freepdfconvert.com
●   www.websitetopdf.org
  pdfcrowd.com
═════════════════════════════════
আপনি চাইলে Extension বা Addons যুক্ত করতে পারেন। নিচে লিঙ্ক দিলাম।
 Extension:► Save as PDF    Print Friendly & PDF

Addons:►  Save as PDF
════════════════════════════════════════════

Friday, June 21, 2013

উইন্ডোজ সাতের দুই কৌশল...................


ডেস্কটপ স্লাইড শো

উইন্ডোজ সাত অপারেটিং সিস্টেমে আকর্ষণীয় এবং নতুন অনেক ছবি (ওয়ালপেপার) আছে ডেস্কটপে। এগুলো থেকে কোনটি রাখবেন, সেটি বাছাই করা বেশ কঠিন হয়ে যায়। তাই চাইলে প্রতিটি ওয়ালপেপার একের পর এক (স্লাইড শো) দেখানোর ব্যবস্থা করা যায়। এ জন্য ডেস্কটপে মাউসের ডান বোতাম চেপে Personalise নির্বাচন করে সেটি খুলুন। Desktop Background-এ ক্লিক করে select all করুন। Change picture every: থেকে কিছুক্ষণ পর যেটি দেখতে চান, সেটি নির্ধারণ করে Save changes চাপুন। তাহলে এখানে থাকা সব ছবি নির্বাচন এবং সংরক্ষণ হয়ে পর্দায় একের পর এক ছবি দেখাবে। চাইলেই নিজের পছন্দমতো ছবি স্লাইড শোর মাধ্যমে দেখানো যাবে। এ জন্য Browse থেকে যে ছবি দেখাতে চান, সেটি নির্বাচন করে এবং আগের কাজগুলো সম্পন্ন করে Save changes চাপতে হবে।

ইচ্ছামতো লগ-ইন পর্দা
 
চাইলেই উইন্ডোজ সাতের লগ-ইন পর্দায় পরিবর্তন আনা যায়। এ জন্য স্টার্ট মেনু থেকে রান চালু করে regedit লিখে এন্টার করুন। এবার
HKEY^LOCAL^MACHINE>Software>Microsoft>Windows>CurrentVersion>Authentication>LogonUI>Background খুঁজে নিন। এখানে Background-এ ডান ক্লিক করে New থেকে DWORD (32-bit) value নির্বাচন করে OEMBackground নামের একটি নতুন DWORD তৈরি করুন। এবার OEMBackground নামের ডিওয়ার্ডে দুই ক্লিক করে Value data ঘরের মান ১ লিখে OK করুন। এবার backgroundDefault.jpg নামের ২৫৬ কিলো বাইট আকারের নিজের পছন্দমতো একটি ফাইল তৈরি করে নিন। এবার C:>Windows>Szstem32>oobe ফাইল গিয়ে info নামের একটি ফোল্ডার খুলুন। এবার info ফোল্ডারে ঢুকে আবারও backgrounds নামের ফোল্ডার খুলে সেখানে backgroundDefault.jpg নামের ফাইলটি রাখুন। এবার কম্পিউটার রিস্টার্ট করলে লগ-ইন পর্দা আপনার নিজের পছন্দমতো ছবি সেট হয়ে যাবে। 

=================================================================

Wednesday, June 19, 2013

প্রিয় 100 সফটওয়ার এর 25 টি কেমন...................???

প্রিয় 100 সফটওয়ার আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এক সাথে 100 সফটওয়ার দেওয়া সম্ভব নয় তাই আজ আপনাদের সাথে 25 টি শেয়ার করলাম। দেখুন আপনাদের পছন্দ হয় কিনা।



1.PaintStar v2.70
2.Little Fighter 2 
3.Stress Relief 2.0
4.avast! Free Antivirus 7.0.1426
5.DirectX 9.0c Redistributable June 2010
6.CheatBook-DataBase 2009 v1.0
7.Risingware Exp+ Free Edition 3.1.0
8.Download Accelerator Plus 9.7.0.7
9.Microsoft Games for Windows – LIVE 3.5.50.0
10.Continuum 0.40
11.Knight Online MMO
12.Fat32Formatter 1.0
13.McAfee SuperDAT Update 6650
14.FairUse4WM 1.3 Fix-2
15.AVG AntiVirus Free 2012 12.0 Build 1913a4770

16.Spybot – Search and Destroy 2.0.7 Beta 5
17.CheatBook-DataBase 2010
18.Microsoft Visual Basic 2008 Express Edition
19.CDBurnerXP Pro Portable 4.4.0.2971
20.LicenseCrawler 1.8.0.207
21.Youtube Downloader 3.3
22.Windows Media Player 9
23.Microsoft Visual C++ 2010 Redistributable Package
24.Readon TV Movie Radio Player 7.5.0.0
25.Free OCR 3.0

********************************************************************************

avast! Free Antivirus(latest) + 2038 সাল পর্যন্ত লাইসেন্স...........................!!!



#কম্পিউটার ব্যবহার করলেই এন্টিভাইরাস ব্যবহার করতে হয়। আর বর্তমানে বেশীর ভাগ লোকই ফ্রি এন্টিভাইরাস হিসাবে Avast Antivirus কেই সবেচেয়ে বেশী প্রধান্য দেয়। কারণ এটি ফ্রি হিসাবে দারুন কাজ করে থাকে। তবে বলতে হবে যে আপনি সাধারণত এর ফ্রি ভার্সন গুলোকে যদি পিসি তে সেটআপ দিয়ে নিন। তাহলে এন্টিভাইরাসটি আপনাকে এক মাসের ট্রায়েল ভার্সন সুবিধা দিবে। তবে অনেক উপায়েই এভাষ্টএর ফ্রি সিরিয়াল সংগ্রহ করা যায়। এর মধ্যে অন্যতম একটি উপায় হল যে, আপনি যদি Avast Antivirus এর কর্তৃপক্ষকে আপনার ই-মেইল আইডি দিয়ে সিরিয়ালের জন্য রিকোয়েষ্ট করেন তাহলে দেখবেন ঘন্টখানেক পরই আপনার মেইল ইনবক্সে ওরা একটি সিরিয়াল পাঠিয়ে দিবে, যা আপনি এক বছরের জন্য নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। কিন্তু এত ঝামেলা কে করতে যাবে, আর তাও মাত্র এক বছরের জন্য।



তাই আমার সংগৃহীত তিনটি সিরিয়াল কী দিয়ে আপনি মেয়াদ পাবেন ২০৩৮ পযর্ন্ত !!! তাই যাদের কাছে এখনও এই সিরিয়াল কী গুলো সংগ্রহে নাই তাদের জন্যই আমার এই পোষ্ট। যদি মনে করেন আপনার প্রয়োজন আছে তাহলে এখনি ডাউনলোড করে নিতে পারেন।নিচে তিনটি serialই আমি দিয়ে দিলাম। আপনার যেটি ইচ্ছা ডাউনলোড করে নিন। প্রয়োজনে তিনটিই ডাউনলোড করে সংগ্রহ করে নিন।


আপলোডের সুবিধার্থে আমি এগুলোকে .rar আকারে রেখেছিতাই এটিকে Extract করার জন্য WinRAR, 7zip প্রভূতি প্রয়োজন
যদি আপনার কাছে WinRAR বা 7zip না থাকে তাহলে আপনাদের সুবিধার্থে ডাউনলোড করার জন্য নিচের লিংক গুলো ফলো করুন। ( খুবই কাজের সফটওয়্যার)

“CLICK HERE FOR DOWNLOAD: THE WinRAR”(মাত্র ১.৩৩ এম বি)

“CLICK HERE FOR DOWNLOAD: 7zip” (মাত্র ৯০০ কেবি)
WinRAR বা 7zip ডাউনলোড হয়েগেলে তা সেটআপ নিয়ে প্রথমে ডাউনলোড করা.rar নামক ফাইল টির উপর রাইট বাটন ক্লিক করে Extract করে নিনএখন আর দশটি সফটয়ের মতই এটিকে সেটআপ করে নিন
Serial.rar নামক ফাইলগুলোর উপর রাইট বাটন ক্লিক করে Extract করে নিন
আর যদি এন্টিভাইরাসটির latest ভার্সনটির প্রয়োজন থাকলে ডাউনলোড করে নিতে পারেন।
                           Download: Avast Antiviras (latest)

#############################################################################

PDF ফাইল কাটা ছিড়া এবং জোড়া লাগাতে Ap PDF Split-Merge 2.5.


যা দিয়ে অনেকগুলো PDF ফাইল একত্রে ১টি ফাইলে পরিনত করতে পারবেন সহজেই। আপনি চাইলে অনেক পেজের একটি বড় ফাইলকে আলদা আলাদা করে ফেলতে পারবেন নিমেষেই এই সফ্টওয়্যারটির সাহায্যে । Ap PDF Split-Merge নামের এই এপলিকেশনটির সাইজও মাত্র ১.৭৪ মেগাবাইট।


আর এটা পোর্টেবল হওয়ায় ইনষ্টল করার কোন প্রয়োজন নাই। যাষ্ট ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিবেন। আর ওপেন করে কাজ শুরু করে দিন ।
আসলেই এটা অনেক ইজি এবং কাজের।

ডাউনলোড লিংক >> http://www.mediafire.com/?cqci21jlhb5nmwx

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! END !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

মেছে থাকেন তাদের জন্য ম্যানেজারী হিসাব নিকাশের দারুন একটি সফটওয়ার................


দেশে প্রায় ৮০% ছাত্র ছাত্রী মেস বা বাসা বাড়িতে থেকে পড়াশুনা করে। এই মেস লাইফে সবচাইতে কঠিন কাজটি হিসেবে এই ম্যানেজারি হিসাব নিকাশকেই অনেকে মনে করে।



আপনি নিচের এই লিংক থেকে মাএ ৩৫ কিলোবাইটের এম এসএক্সএল এ করা সফটওয়ার টি ডাউনলোড করে নিন। এবার এটি ওপেন করে আপনি একনজর চোখ বুলিয়ে নিন এবং এর ব্যাবহার টা একবার বুঝে করে ফেলুন দেখবেন পরবর্তিতে সহজ হয়ে গেছে।

http://www.mediafire.com/?nu0n6i5zwl1l663

এভাবে আপনি প্রতি মাসে খুব সহজে এই সফটওয়ার টি ব্যাবহার করে ম্যানেজারি হিসাবের এই কঠিন কাজটি খুব সহজে সেরে নিন।

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

চমৎকার একটি PDF ক্রিয়েটর...........................!!!

যেকোন ফাইলকে pdf ফাইলে কনভার্ট করার জন্য চমৎকার একটি ফ্রী টুল।
এটা ওপেন সোর্সের তাই কোন সিরিয়াল কী লাগবে না। এটা দিয়ে pdf ছাড়াও PNG, JPG, TIFF, BMP, PCX, PS, EPS ফাইলে কনভার্ট করা যাবে।


খুব সহজ উপায় ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমে কাজ সম্পন্ন করা হয়ে থাকে এটা দিয়ে।
এটা Windows XP / 2003 / Vista / Windows7 অপারেটিং সিষ্টেমে সাপর্ট করে।

ডাউনলোড লিংকhttp://www.mediafire.com/?9glpl58vt4uisq9

ব্যবহার করেই দেখুন; আসলেই চমৎকার একটি সফ্টওয়্যার।

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

ওয়েবসাইট তৈরি করার বাংলা E-Book – (Joomla..........!!!)


Joomla! Bangla Ebook


এমন একটি E-Book এর সন্ধান পেয়েছি যা প্রায় সবাই মনে মনে খুজে বেরাচ্ছেন।
লিংকে গিয়ে Download বাটনে মাউসের Right বাটনে ক্লিক করে Save link as অথবা Save target as এ ক্লিক করে সেভ করে নিন PDF ফাইলটি।



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! END !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Kaspersky Antivirus (1 YEAR LEGAL LICENCE) নিয়ে নিন.................!!!

Kaspersky Antivirus 1 YEAR LEGAL LICENCE
Image
সবাই কে আমার সালাম জানাই, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম Kaspersky Antivirus 1 YEAR LEGAL LICENCE।
আমরা সবাই ভালো করে জানি আইটার মূল্য কামন, সবাই তো আর কিনে ব্যাবহার করতে পারবে না তাই আমি আজ এই টা ফ্রী
নিয়ে আসলাম। প্রথমে যা করতে হবে ডাউনলোড করে নাও আপডেট Kaspersky Antivirus ফাইল । mediafire লিঙ্ক তাই ডিলিট হলে বলেন আমি আবার upload করে দিবো।

যাদের Asus মাদারবোর্ড তাদের জন্য ডাউনলোড ।
http://www.asus.com/event/2013/mb/KL_ASUS_ROG/index.htm

আন্য সকল মাদারবোর্ড এর জন্য এইটা ডাউনলোড করো
http://www.kaspersky.com/anti-virus-latest-versions
ডাউনলোড করা শেষ করে ইন্সটল করে নিন। ইন্সটল করা হইগেলা ডাউনলোড করো এর ১ YEAR LEGAL LICENCE
ডাউনলোডঃ এইখানে mediafire লিঙ্ক..............................................................!!!

Saturday, June 15, 2013

টাস্কবারের এক্সপ্লোরারে যেকোনো ফোল্ডার

মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভিস্তা এবং ৭ এর টাস্কবারে এক্সপ্লোরার আইকন থাকে। এটিতে ক্লিক করলে উইন্ডোজের আগে থেকে নির্বাচন করা (ডিফল্ট) জায়গা হিসেবে লাইব্রেরিতে ঢুকে যায়। চাইলেই এটিকে পরিবর্তন করে পছন্দমতো জায়গা (ডিরেক্টরি) নির্বাচন করা যাবে। এ জন্য এক্সপ্লোরার আইকনে মাউসের ডান বোতাম চাপুন। এবার Windows Explorer-এ ডান ক্লিক করে Properties নির্বাচন করুন। এখানে Target এর ঘরে %windir%/explorer.exe ঠিকানার পাশে একটি স্পেস দিয়ে যে ড্রাইভে যেতে চান সেটি লিখুন। এই ঘরে %windir%/explorer.exe D: লিখে দিলে এক্সপ্লোরার বোতাম চাপলে সরাসরি D: ড্রাইভে নিয়ে যাবে। এ ছাড়া সরাসরি কম্পিউটারে ঢুকতে %windir%/explorer.exe ::{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D} লিখুন। মাই ডকুমেন্টসে ঢুকতে %windir%/explorer.exe ::{450D8FBA-AD25-11D0-98A8-0800361B1103} লিখুন।
একইভাবে এই ঘরে যে ঠিকানা লিখবেন, এক্সপ্লোরার আপনাকে সরাসরি সেই ঠিকানায় (লোকেশন) নিয়ে যাবে।


================================== END ==================================

Friday, June 14, 2013

উইন্ডোজের শর্টকাট কি

মাইক্রোসফট উইন্ডোজে অনেক কাজই করা যায় কি-বোর্ডের কয়েকটি বোতাম টিপেই। এ রকম কিছু শর্টকাট কি ও সেগুলোর কাজের বর্ণনা নিচে দেওয়া হলো—
Alt + Tab টাস্কবারে মিনিমাইজ করা ফাইল খোলা।
Alt + Shift + Tab একই সময়ে মিনিমাইজ করা অন্য আরেকটি ফাইলখোলা।
Ctrl + Tab বিভিন্ন আইকন বা খোলা থাকা ফাইলেকারসর নিয়ে যাওয়া।
Ctrl + Shift + Tab মাই ডকুমেন্টসে কারসর নিয়ে যাওয়া।
Alt + Print Screen স্ক্রিনশট তৈরি করা।
Ctrl + Alt + Del শাটডাউন, রিস্টার্ট, লগ-অফ ইত্যাদি করার জন্য ডায়ালগ বক্স খোলা।
Ctrl + Shift + Esc উইন্ডোজ টাস্কবার খোলা।
Ctrl + Esc স্টার্ট মেনুতে প্রবেশ।
Alt + Esc টাস্কবারে মিনিমাইজ করা ফাইল নির্বাচন করা।
Alt + Spacebar ফাইল খোলা অবস্থায় রিস্টোর, মিনিমাইজ ও ক্লোজ সক্রিয় করা
Alt + Enter নির্বাচিত আইকনের প্রপার্টিজ দেখা।
Shift + Del নির্বাচিত ফাইল বা ফোল্ডারকে হার্ডডিস্ক থেকে একেবারে মুছে ফেলা।
F1 উইন্ডোজ হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার খোলা।
F2 নির্বাচিত ফাইল বা আইকনের নাম পরিবর্তন করা (রিনেম)।
F3 ফাইল খোঁজা।
F4 অ্যাড্রেসবার থেকে ড্রাইভ বা ফাইল খোঁজা।
Alt + F4 চলতি প্রোগ্রাম বন্ধ করা বা উইন্ডোজ শাটডাউন করা।
Ctrl + F4 খোলা ফাইল বন্ধ করা।
F6 অ্যাড্রেসবার নির্বাচিত ও অন্যান্য ড্রাইভ বা অপশন নির্বাচন করা।
F8 চালু হওয়ার সময় উইন্ডোজ সেফ মুডে থাকবে।
F10 মাই কম্পিউটারের ফাইল মেনুবার নির্বাচন ও অন্যান্য মেনুবারের প্রথম অক্ষরে আন্ডারলাইন তৈরি।
WINKEY স্টার্ট মেনু খুলবে।
WINKEY + F1 উইন্ডোজ হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার খোলা।
WINKEY + Pause/Break সিস্টেম প্রপার্টিজ ডায়ালগ বক্সে প্রবেশ করা।
WINKEY + D ডেস্কটপ রিফ্রেশ করা এবং অন্যান্য মেসেজ বক্স বন্ধ করা।
WINKEY + E মাই কম্পিউটার ফোল্ডার খোলা।
WINKEY + F সার্চ রেজাল্ট বক্স খোলা।
WINKEY + Ctrl + F সার্চ রেজাল্ট বক্সে নাম দিয়ে কম্পিউটার খোঁজা (নেটওয়ার্কের ক্ষেত্রে)।
WINKEY + L কম্পিউটার চালু হওয়ার সময়ের পাসওয়ার্ড বক্স খোলা ও পাসওয়ার্ড দেওয়া।
WINKEY + M মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস ইত্যাদি উইন্ডো মিনিমাইজ করা।
WINKEY + Shift + M মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস ইত্যাদি মিনিমাইজ করা উইন্ডো খোলা।
WINKEY + R রান বক্স খোলা।
WINKEY + U ইউটিলিটি ম্যানেজার খোলা।
WINKEY + Tab মিনিমাইজ করা ডকুমেন্ট বা উইন্ডো নির্বাচন করা।

**********************************************************************************

Facebook