
>>> তাহলে শুরু করা যাক <<<
দেখুন সাধারণত স্টার্ট এ গেলে পাওয়ার বাটন এ Shutdown থাকে ।

এখানে অন্য অপশন যুক্ত করার জন্য প্রথমে স্টার্টে বা Shutdown বাটন এ রাইট ক্লিক করুন ।
Properties এ যান ।
তাহলে এরকম একটা বক্স আসবে ।

সেখান থেকে Start Menu ট্যাব এ যান।
সেখানে Power Button Action থেকে Shutdown এর বদলে অন্য অপশন এ ক্লিক করুন।
OK করে বেরিয়ে আসুন।
এবার স্টার্ট এ যান, সেখানে আপনার সিলেক্ট করার অ্যাকশান বাটন দেখতে পারবেন।

এইভাবে আপনি অ্যাকশান বাটন বদলাতে পারবেন।
☯╔════════════════════ஜ۩۞۩ஜ═════════════════╗☯
সাথেই থাকুন।
