Search Box

Tuesday, October 28, 2014

শর্টকাট ভাইরাস থেকে খুব সহজেই স্থায়ী মুক্তি.................!!!


shorcut-virus শর্টকাট ভাইরাস থেকে স্থায়ী মুক্তি 

 সর্টকাট  ভাইরাস


ঢাকা: হঠাৎ করে দেখলেন কম্পিউটার শর্টকাট ফাইল-ফোল্ডারে ভরে গেছে। বারবার ডিলিট করেও এ থেকে মুক্তি মিলছে না। হুটহাট অনেক ফাইল-ফোল্ডার হারিয়েও যাচ্ছে। ইদানীং এই সমস্যায় প্রায় সবাই পড়ছেন। এটি কোনো ভাইরাস নয়। এ হলো VBS Script (ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট)। এ যন্ত্রণা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। নিচের ধাপগুলো অনুসরণ করুন।

CMD ব্যবহার করে

১. ওপেন CMD (Command Prompt – DOS)
২. নিচের কমান্ডটি হুবহু লিখুন
attrib -h -s -r -a /s /d Name_drive:*.*
এবার Name_drive লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট ভাইরাসমুক্ত করতে চান সেটি লিখুন। যেমন: C ড্রাইভ ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন attrib -h -s -r -a /s /d c:*.*
৩. এন্টার বাটন চাপুন
৪. এবার দেখবেন শর্টকাট ভাইরাস ফাইল ও ফোল্ডারগুলো স্বাভাবিক হয়ে যাবে। এবার ওই ফাইল ও ফোল্ডারগুলো ডিলিট করে দিন।

.bat ব্যবহার করে

Bat ফাইল হলো নোটপ্যাডে লেখা একটি একজেকিউটেবল ফাইল। এতে ডাবল ক্লিক করলেই চালু হয়ে যায়।
১. নোটপ্যাড ওপেন করুন।
২. নিচের কোডটি হুবহু কপি-পেস্ট করুন
@echo off
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
@echo complete.
৩. এবার Name_Drive এর জায়গায় ভাইরাস আক্রান্ত ড্রাইভের নাম লিখুন। যদি তিনটির বেশি ড্রাইভ আক্রান্ত হয় তাহলে কমান্ডটি শুধু কপি-পেস্ট করলেই চলবে।
৪. removevirus.bat এই নাম দিয়ে ফাইলটি সেভ করুন।
৫. এবার ফাইলটি বন্ধ করে ডাবল ক্লিক করে রান করুন।
৬. এবার দেখবেন আপনার শর্টকাট ভাইরাস ফাইল-ফোল্ডারগুলো সব স্বাভাবিক হয়ে গেছে। এখন সব ডিলিট করে দিন।

এছাড়া নিচের কৌশলও নিতে পারেন

আক্রান্ত পেনড্রাইভ থেকে বাঁচতে


১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER চাপুন।
৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন। এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।

আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে

১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER চাপুন।
১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।

কম্পিউটার শর্টকাট ভাইরাসমুক্ত। এবার পেনড্রাইভের শর্টকাট ভাইরাসও আর আপনার কম্পিউটারে ডুকবে না।

************************************ END *************************************

Monday, April 28, 2014

মজিলা ফায়ারফক্সে Facebook ,Youtube সহ যেকোন Flash ভিডিও ডাউনলোড করার সবচাইতে সহজ উপায়.....

Sunday, April 20, 2014

কম্পিউটার দ্রুত গতির করার কিছু টিপস..........।| জেনে নিন |।



কম্পিউটার দ্রুত গতির করার কিছু টিপস...............................................!!!

নিচের টিপসগুলো অনুসরণ করে আপনার পুরনো ধীরগতির কম্পিউটার থেকেও অনেক ভালো কাজ পেতে পারেন।

** কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন। এতে র‌্যামের কার্যক্ষমতা বাড়ে।

** Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন। যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।

** কম্পিউটারের র‌্যা ম কম থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার গতি কিছুটা বাড়ানো যায়। ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যান। এখন Advance-এ ক্লিক করে performance এর settings-এ ক্লিক করুন। আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যা মের size-এর দ্বিগুন এবং Maximum size-এ র‌্যা মের size-এর চারগুন দিলে ভাল হয়।

** কন্ট্রোল প্যানেলে যান। Add or Remove-এ দুই ক্লিক করুন। Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বাম পাশ থেকে অদরকারি প্রোগ্রামগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন। তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন next-এ ক্লিক করুন। Successful meassage আসলে Finish-এ ক্লিক করুন। 

*********************************** END **************************************

Wednesday, April 16, 2014

মাউসের কত কাজ...........................!!!

মাউসের কাজ কি শুধু ডান, বাম ক্লিকেই শেষ? অনেক মজার আর দরকারি কাজ করা যায় কম্পিউটার মাউস দিয়ে। এমন কিছু কাজের কথা জানা যাক।

শিফট কি ও ক্লিক:
লেখা সম্পাদনার সব প্রোগ্রামেই নির্দিষ্ট লেখাকে নির্বাচনের সুবিধা দিয়ে থাকে। যদি চান একটা পাতায় লেখার শুধু মাঝখানের কয়েক লাইন নির্বাচন করবেন, তাহলে সেই লেখার লাইনের শুরুতে মাউসের ডান বোতাম চেপে কি-বোর্ডের শিফট চেপে ধরুন, যেখানে শেষ করবেন, সেখানে গিয়ে মাউসে আরেকবার ক্লিক করলেই নির্দিষ্ট লেখাগুলো নির্বাচিত হয়ে যাবে এবং প্রয়োজনে সেটিকে কাট, কপি করতে পারবেন।

চাকার ব্যবহার:
মাউসের চাকা বা স্ক্রল হুইলকে সাধারণত কোনো পাতাকে ওপর-নিচে ওঠানামা করার কাজে ব্যবহার করা হয়। কিন্তু জানেন কি এই চাকা মাউসের তৃতীয় বোতাম হিসেবেও কাজ করে। ওয়েবসাইট দেখার সময় কোনো সংযোগের ওপর মাউস কারসর রেখে স্ক্রল চাকাটি চাপলে সেই সংযোগ আলাদা একটি ট্যাবে খুলে যাবে। কাঙ্ক্ষিত সাইটের কোনো পাতাকে বড় করে (জুম) দেখতে চাইলে Ctrl চেপে মাউসের স্ক্রল ওপর-নিচে ঘোরালে সেই পাতাটি পর্যায়ক্রমে ছোট-বড় মানে জুম-ইন, জুম-আউট হতে থাকবে।

ক্লিক করে সিলেক্ট:
কোনো লেখায় দুই ক্লিক করলে সেই লেখাটি নির্বাচন করা যায়। যদি সম্পূর্ণ লেখার প্যারাকে নির্বাচন করতে চান, তাহলে যেকোনো লেখার ওপর পরপর তিনবার ক্লিক করলেই চলবে। অনেক সময় কম্পিউটারে কোনো কাজ সম্পন্ন করতে সতর্কতামূলক বার্তা আসে এবং Yes বা ঘর নির্বাচন করতে বলে। ডিফল্ট অ্যাকশন যদি Yes হয় তাহলে মাউসের Snap To অপশন ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে মাউসের কাসর Yes বোতামের কাছে চলে যাবে। এতে করে মাউস না ঘুরিয়ে কাজটি সম্পন্ন করতে এক ক্লিকের প্রয়োজন হবে। এ জন্য কম্পিউটারের কন্ট্রোল প্যানেল থেকে Mouse-এর Properties-এ যান। এখানে Pointer Options ট্যাবের Snap To-এর পাশে টিক চিহ্ন দিয়ে Apply বোতামে ক্লিক করলে কাজটি সম্পন্ন হবে। এখন যেকোনো ডিফল্ট অ্যাকশনের জন্য মাউস কারসর সেখানে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।

********************************* END *****************************************

Tuesday, April 15, 2014

এক ক্লিকেই ইনস্টল অনেক সফটওয়্যার

কম্পিউটারে নানা কাজের জন্য সফটওয়্যার ইনস্টল করতে হয়। সর্বশেষ হালনাগাদসহ বিনা মূল্যের একাধিক সফটওয়্যার ইনস্টল করতে চাইলে প্রথমে ইন্টারনেটে ওয়েব ঠিকানা খুঁজে সেগুলো আলাদাভাবে নামানো হয়। তারপর একটা একটা করে বিভিন্ন ধাপ পেরিয়ে তবেই ইনস্টলকরা হয় সফটওয়্যার।প্রতিটি সফটওয়্যারের জন্য লাগে আলাদা আলাদা সময়।চাইলে মাউসের এক ক্লিকেই কাজটি সম্পন্ন করা যায়।
নতুন বা পুরানো কম্পিউটারে বিনা মূল্যের সফটওয়্যার ইনস্টলের জন্য যেতে হবে www.ninite.com ঠিকানার ওয়েবসাইটে। এই সাইটে ব্রাউজার, মেসেঞ্জার, মিডিয়া প্লেয়ার, ইউটিলিটি, অ্যান্টি ভাইরাস বিভিন্ন ধরনের সফটওয়্যারের তালিকা পাওয়া যাবে। সেখান থেকে নিজের দরকারি সফটওয়্যারগুলো টিক দিয়ে বাছাই করতে হবে। তারপর Get Installer নামের সবুজ বোতামে ক্লিক করলে কয়েক কিলোবাইটের একটি ইনস্টলার তৈরি হবে।
ইনস্টলারটি কম্পিউটারে নামিয়ে নিয়ে চালু করতে হবে। তখন যেসব সফটওয়্যার বাছাই করা হয়েছিল, সেগুলোর সর্বশেষ সংস্করণ তাদের স্বীকৃত ওয়েবসাইট বা উৎস থেকে আপনা-আপনি ইনস্টল হতে থাকবে কম্পিউটারে। এ ক্ষেত্রে কম্পিউটারের সঙ্গে শুধু ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে।
ডেস্কটপে যুক্ত হওয়া সফটওয়্যারগুলোর শর্টকাট দেখেই বোঝা যাবে কোন কোন সফটওয়্যার ইনস্টল হয়েছে। ঝামেলামুক্ত এই ইনস্টলে কোনো টুলবার বা বাড়তি ফাইল জমা হবে না।
ইনস্টল হওয়া সফটওয়্যারগুলো পরবর্তী সময়ে হালনাগাদ করতে চাইলে নামানো ইনস্টলারটি আবার চালু করলেই হবে। এভাবে বাঁচানো যাবে নিজের সময়, কমবে ঝামেলা।

***********************************************************************************

Facebook